এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মেটেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী নতুনদের জন্য “ওয়েব ডিজাইন মাস্টার” চেইন কোর্সটি শুরু করতে পেরে ভালো লাগছে।
আমরা অনেকেই ওয়েব ডিজাইনের বিভিন্ন কলাকৌশল শিখে অল্প কিছু দিনের মধ্যেই ওয়েব ডিজাইনার হয়ে যায়। বড় বড় কাজও করে থাকি, কিন্তু আমাদের ভিত্তি দূর্বলই থেকে যায়। যে কোন কিছুতে মাস্টার হতে গেলে ঐ বিষয়ের একটু গভীরে প্রবেশ করতে হয়,শুধুমাত্র কোন কিছু ব্যবহারের কৌশল জানলেই মাস্টার হওয়া যায় না। তাই এই কোর্সটি তাদের জন্য যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চান এবং একটু ভালো ভাবে, সময় নিয়ে শিখতে চান।
ওয়েব ডিজাইন এবং HTML ( ভিডিও টিউন-২)
ভিডিওতে রয়েছে,
প্রয়োজনীয় HTML ট্যাগ সমূহের সংক্ষিপ্ত বর্ননা
HTML ইলিমেন্ট কি?
HTML এ এট্রিবিউটের ব্যবহার
এবং সহজ প্রোগ্রাম
ওয়েব ডিজাইনের উপর ধারাবাহিক চেইন কোর্স "ওয়েব ডিজাইন মাস্টার" কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন আর হয়ে যান, একজন ওয়েব ডিজাইনের মাস্টার। টেকটিউনস কাপনাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে , শুধুমাত্র আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে, আর সবাই আপনাকে দেখে বলবে ওয়েব ডিজাইন মাস্টার। তাহলে ওয়েব ডিজাইন মাস্টার হওয়ার জন্য আপনি প্রস্তুত তো!
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
দাদা, টিউটোরিয়ালবিডি থেকে HTML & CSS উপর আপনার লেখা বই গুলো ডাউনলোড করে পড়েছি। খুবই ভালো মানের দারুন ইবুক এগুলো। এখন আপনার ভিডিও টিউটোরিয়াল গুলো পেলে খুবই ভালো ভাবে HTML & CSS শিখতে পারব বলে আমি মনেকরি। দাদা টিউটোরিয়াল ভিডিও গুলো খুব তাড়াতাড়ি দিলে আমার মত নতুন শিক্ষার্থীদের খুবই উপকার হবে।
আর একটি জিজ্ঞাসা……….. সম্প্রতি টিউটোরিয়ালবিডি(http://tutorialbd.com) সাইট টি খোলার চেষ্টা করলে Account Suspended দেখাচ্ছে কেন ? সাইটটির ওয়েব এড্রেস কি চেঞ্জ হয়েছে না সাময়িক ভাবে টিউটোরিয়ালবিডি সাইটটি বন্ধ আছে। যদি ওয়েব এড্রেস চেঞ্জ হয়ে থাকে কাইন্ডলি জানাবেন প্লীজ।
Thanks.