ওয়েব ডিজাইন মাস্টার [পর্ব-০১] :: ওয়েব ডিজাইন এবং HTML ( ভিডিও টিউন) || ভিডিও দেখুন আর নিজেকে তৈরি করুন, আপনিও হতে পারবেন একজন মাস্টার ওয়েব ডিজাইনার।৫০ তম টিউনে সবাইকে স্বাগতম

ওয়েব ডিজাইন মাস্টার

এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি।   টেকটিউনস বিশ্বের সবচেয়ে বড় বাংলা সোশ্যাল নেটওয়ার্ক। এরকম একটা বড় প্লাটফর্মেটেকটিউনস কতৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায়  আজ থেকে শুরু করছি ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী নতুনদের জন্য শুরু করছি “ওয়েব ডিজাইন মাস্টার” চেইন কোর্সটি ।

এটা আমার ৫০ তম টিউন । তাই ২০০৮ সালে যখন টেকটিউনসে লেখা শুরু করেছিলাম, সেই দিনের কথা স্মৃতিতে এসে গেল। তখন আমি একেবারেই নতুন ছিলাম, টেক টিউনস আমাকে অনেক কিছু দিয়েছে। তাই আমার ৫০ তম টিউনে নতুনদের জন্য সামান্য কিছু করার চেষ্টা করলাম।

আমরা অনেকেই ওয়েব ডিজাইনের বিভিন্ন কলাকৌশল শিখে অল্প কিছু দিনের মধ্যেই ওয়েব ডিজাইনার হয়ে যায়। বড় বড় কাজও করে থাকি, কিন্তু আমাদের ভিত্তি দূর্বলই থেকে যায়। যে কোন কিছুতে মাস্টার হতে গেলে ঐ বিষয়ের একটু গভীরে প্রবেশ করতে হয়,শুধুমাত্র কোন কিছু ব্যবহারের কৌশল জানলেই মাস্টার হওয়া যায় না। তাই এই কোর্সটি তাদের জন্য যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চান এবং একটু ভালো ভাবে, সময় নিয়ে শিখতে চান ।

ওয়েব ডিজাইন এবং HTML ( ভিডিও টিউন)

ভিডিওতে রয়েছে,

  • HTML কি?
  • HTML কোডের একটা সহজ উদাহরণ
  • HTML শেখার জন্য প্রয়োজনীয় টুলস পরিচিতি
  • এবং HTML পেজের মৌলিক গঠন নিয়ে আলোচনা

ওয়েব ডিজাইনের উপর ধারাবাহিক চেইন কোর্স "ওয়েব ডিজাইন মাস্টার"  কোর্সে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন আর হয়ে যান, একজন ওয়েব ডিজাইনের মাস্টার। টেকটিউনস কাপনাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে , শুধুমাত্র আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে, আর সবাই আপনাকে দেখে বলবে ওয়েব ডিজাইন মাস্টার। তাহলে ওয়েব ডিজাইন মাস্টার হওয়ার জন্য আপনি প্রস্তুত তো!

..........................................................................................................

আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাথে আছি ইনশাল্লাহ। এলোমেলো ভাবে কিছুটা শিখেছি। আপনার কাছ থেকে বিস্তারিত শিখতে চাই। আশাকরি শেষ পর্ব পর্যন্ত চালিয়ে যাবেন। অগ্রিম শুভেচ্ছা রইল।

    @বুবা: ধন্যবাদ ভাই। শুভকামনা থাকলো আপনার জন্য।

Level 0

অসাধারন হয়ছে ভাইয়া। নতুনদের জন্য একেবারে পারফেক্ট হবে।

    @AB Siddik: ধন্যবাদ ভাই। ভিডিও টিউনের অভিজ্ঞতা একেবারেই নেই, শুরু করতেছি মাত্র। আপনাদের সহযোগিতা এবং উৎসাহ আমার অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে।

Level 2

ভালইত ভাই

Level 0

Ashim Kumar@ ভাইয়া আমি কিছুই পারি নাহ, আমি যদি আপনার এই টিউটোরিয়াল প্রথম থেকে অনুসরন করে ধারাবাহিক ভাবে শিখার চেস্টা করি তাহলে কি শিখতে পারবো? নাকি বেসিক কিছু জিনিষ শিখার জন্য আমাকে আগে অন্য কিছু করতে হবে ? ……… যেমন ইংরাজি শিখার জন্য প্রথম এ A< B<C< অক্ষর জানা লাগে তেমনি ওয়েব ডিজাইন\এর নুন্নতম বেসিক জ্ঞান ও নেই, তাহলে এখন আমার কি করা উচিত,

    @limon777: ধন্যবাদ ভাই।

    টিউটোরিয়াল প্রথম থেকে অনুসরন করে ধারাবাহিক ভাবে শিখার চেস্টা করি তাহলে কি শিখতে পারবো?
    ———–শিখতে পারবেন।
    ওয়েব ডিজাইন\এর নুন্নতম বেসিক জ্ঞান ও নেই, তাহলে এখন আমার কি করা উচিত,
    ————- ওয়েব ডিজাইনের ABCD থেকেই শুরু করা হয়েছে। তাই ভিডিও দেখুন,অল্প সময়েই অনেক কিছু শেখার চেষ্টা করবেন না, একটু সময় নিয়ে নিয়মিত প্রাকটিস করুন।
    শুভ কামনা রইলো।

    @রাকিব হাসান: ধন্যবাদ ভাই, শুভকামনা রইলো।

দাদা, টিউটোরিয়ালবিডি থেকে HTML & CSS উপর আপনার লেখা বই গুলো ডাউনলোড করে পড়েছি। খুবই ভালো মানের দারুন ইবুক এগুলো। এখন আপনার ভিডিও টিউটোরিয়াল গুলো পেলে খুবই ভালো ভাবে HTML & CSS শিখতে পারব বলে আমি মনেকরি। দাদা টিউটোরিয়াল ভিডিও গুলো খুব তাড়াতাড়ি দিলে আমার মত নতুন শিক্ষার্থীদের খুবই উপকার হবে।

আর একটি জিজ্ঞাসা……….. সম্প্রতি টিউটোরিয়ালবিডি(http://tutorialbd.com) সাইট টি খোলার চেষ্টা করলে Account Suspended দেখাচ্ছে কেন ? সাইটটির ওয়েব এড্রেস কি চেঞ্জ হয়েছে না সাময়িক ভাবে টিউটোরিয়ালবিডি সাইটটি বন্ধ আছে। যদি ওয়েব এড্রেস চেঞ্জ হয়ে থাকে কাইন্ডলি জানাবেন প্লীজ।

আপনার টিউটোরিয়ালের আশায় রইলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।

Level 0

ধন্যবাদ ভাই

Level 2

apnar ai tune ar last episode porjonto thakle ki ami website design korte parbo???

প্রথমেই আপনাকে ধন্যবাদ । আমি এরকম অনেকগুলা পোষ্ট পড়ছি এবং Wapka তে বিগত দুই বছর যাবত্‍ কাজ করছি এখন খুব আগ্রহ নিয়ে HTML শিখতেছি । এখন আমার একটা Help দরকার আমি off line এও যেনো HTML এর কাজ করতে পারি এরকম দুটি Apps দরকার একটা PC এর জন্য অন্যটা Android এর জন্য । কেউ যদি লিন্ক দুটি দিতেন তাহলে খুব উপকৃত হতাম ।

আজ থেকে শুরু করলাম । দেখি আমার ভবিষ্যৎ কি … 😀