বন্ধুরা টেকটিউনস এ টিউন করতে ভালই লাগছে তাই আবার একটি টিউন লিখতে বসে গেলাম, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব HTML এর উপর ভিত্তি করে লিখা একটি অসাধারন ই-বুক, এই ই-বুকটি ওয়েব ডিজাইনে যারা নতুন তাদের জন্য এতটাই কাজে লাগবে যা বলে বুঝাতে পারছি না ।
ওয়েব ডিজাইনার হওয়ার পূর্বশর্ত হল HTML সম্পর্কে পরিপূর্ণ ধারনা অর্জন করা | আর HTML সম্পর্কে পরিপূর্ণ ধারনা অর্জন করার জন্য এই ই-বুকটি ডাউনলোড করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্রাক্টিস করতে হবে তাই আর দেরি না করে ই-বুক টি ডাউনলোড করে নিন এখান থেকে |
বেশি টিউন লিখে আপনাদের মুল্যবান সময় নষ্ট করতে চাইনা তাই অল্পতেই বুঝানর চেষ্টা করলাম, তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউন এ । আর হা আপনারা আমার টিউন থেকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে কমেন্ট এ জানাতে ভুল্বেন না কিন্তু ।
এই রকম আর ও বই এর জন্য ঘুরে আসুন আমার সাইট থেকে । আল্লাহ হাফেজ ।
আমি কাবির হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ৷আমার খুব কাজে লাগবে ৷ দয়াকরে এই বই এর মত একটা CSS বই দেন ৷যে টিউন গুলো এই সাইট এ http://tutohost.com/bangla/ আছে, সেই টিউন গুলো নিয়ে যদি কোন বই থাকে দয়াকরো ডাউনলোড লিংক দেন ৷