নতুন যারা ওয়েব ডিজাইন শিখছেন। তাদের মধ্যে সব সময় একটা বড় চিন্তা কাজ করে তা হোল কি ভাবে নিজের করা ডিজাইন সবার মাঝে শেয়ার করবেন। আর ডিজাইন শেয়ার করার জন্য প্রয়োজন হোস্টিং। কিন্তু হোস্টিং ব্যবস্তা পেইড হওয়াই এটা নতুনদের জন্য একটা বড় ধরনের সমস্যা। যদিও অনেক ধরনের ফ্রি হোস্টিং আছে যেগুলার সেটিং বা অন্যান কিছু ঝামেলা থাকাই নতুনদের জন্য এটা একটু কঠিন। ওয়েব ডিজাইন হোস্ট করার ভালো একটা ব্যবস্তা ছিল Dropbox কিন্তু এখন এটা ও সমস্যা শুরু করেছে। আর তাই নতুনদের এই সকল সমস্যার কথা মাথাই রেখে আমি একটা সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হোলাম। আমার এই টিউন টার বিষয়ে আর কিছু লিখলাম না বাকিটা ভিডিও আকারে থাকলো।
টিউনটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে নতুন বিষয়ে টিউন করবো আশা করি।
আমি AB Siddik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কেউ কি বলতে পারবেন। আমার hosting panel এ মোবাইল দিয়ে loging হয় but pc দিয়ে হয়না ।এর কারন কী? কি করতে পারি ।