আসসালামলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজকে আমি দুটি ভিসিটর কাউন্টার+অনলাইনে কতজন ভিসিটর আছেন তা show করার widgets দেখাব।
১. Flag Counter: কোন কোন দেশ থেকে ভিসিটর ভিসিট করছে তা দেখাবে। প্রথমে এখানে যান। তারপর আপনার পছন্দমত customize করুন। Get your flag counter এ ক্লিক করার পর রেজিস্টার করতে বলবে।ভয় নেই...।।কোনো স্পাম আসবে না।।
২. Radar URL: এই মুহূর্তে অনলাইনে
কতজন আছে তা দেখাবে। প্রথমে এইখানে যান।
Online Widget Simulation এ আপনার website এর ঠিকানা দিন। তারপর আপনার widget এর লোকেশন দিন। ধরি আমরা widget টি Bottom left এ দিব। তাহলে Genarate widget code for bottom left এ ক্লিক করি। এরপর সেখানে কোড আসবে। কোডটি আপনার ওয়েবসাইটে দিলেই widget টি সক্রিয় হবে।
পূর্বে আমি এই টিউন টি প্রকাশ করেছি ইমতিয়ার.ব্লগস্পট.কম এ
ফেসবুকে আমাকে ফলো করতে পারেন এখানে।
ধন্যবাদ...।
আমি ইমতিয়ার আখতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks