অনলাইন লাইভ চ্যাটিং এ স্কাইপের জুড়ি নাই। আমরা যারা স্কাইপি ব্যবহার করি, তাঁরা অনলাইনে থাকা মানেই স্কাইপেও একটিভ থাকা। এখন অনেক প্রতিষ্ঠান স্কাইপে প্রায় সারাদিন লাইভ সাপোর্ট দিয়ে থাকে। আপনিও চাইলে আপনার ওয়েব সাইটের ভিজিটরসদেরকে স্কাইপে লাইভ সাপোর্ট দিতে পারেন। এজন্য আপনার ব্লগ বা ওয়েবসাইটে যোগ করতে পারেন স্কাইপের একটি ছোট আকারের একটি Call বা Chat নামের বাটন। যেখানে ক্লিক করে ভিজিটরস আপনার সাথে স্কাইপে তাৎক্ষনিকভাবে খুঁজে পাবেন। আজ শেয়ার করছি স্কাইপি উইডগেটের কোডটি। এই কোডটুকু আপনি ওয়েবসাইট অথবা ব্লগের যেখানে চান সেখানে বসালেই হয়ে যাবে একটি স্কাইপি বাটন।
<script type="text/javascript" src="http://www.skypeassets.com/i/scom/js/skype-uri.js"></script> <div id="SkypeButton_Call_bloggermaruf_1"> <script type="text/javascript"> Skype.ui({ "name": "call", "element": "SkypeButton_Call_bloggermaruf_1", "participants": ["bloggermaruf"], "imageSize": 32 }); </script> </div>
<script type="text/javascript" src="http://www.skypeassets.com/i/scom/js/skype-uri.js"></script> <div id="SkypeButton_Call_bloggermaruf_1"> <script type="text/javascript"> Skype.ui({ "name": "chat", "element": "SkypeButton_Call_bloggermaruf_1", "participants": ["bloggermaruf"], "imageSize": 32 }); </script> </div>
<script type="text/javascript" src="http://www.skypeassets.com/i/scom/js/skype-uri.js"></script> <div id="SkypeButton_Call_bloggermaruf_1"> <script type="text/javascript"> Skype.ui({ "name": "dropdown", "element": "SkypeButton_Call_bloggermaruf_1", "participants": ["bloggermaruf"], "imageSize": 32 }); </script> </div>
সেটাপ এন্ড কাস্টমাইজেশন
আপনি যে ধরনের বাটন ব্যবহার করতে চান উপর থেকে সেই ধরনের বাটনের কোড কপি করে নিন। এবার ওয়েবসাইট বা ব্লগসাইটে পছন্দের যেকোন জায়গায় কোডটুকু বসিয়ে দিন। এখন কোডের মাঝে লক্ষ্য করুন তিনটি জায়গায় bloggermaruf লেখা আছে। সেগুলোর বদলে আপনার স্কাইপি ইউজারনেম দিন যেমনটি দিয়েছি আমি। এবার কাজ শেষ!!!
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
মারুফ ভাই আপনে আসলেই জিনিয়াস প্রতিদিন আপনার কাছ থেকে নতুন নতুন কিছু কাজের জিনিস পাই ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।