পর্ব ২: কিভাবে FTP দিয়ে ফাইল আপলোড করবেন

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
[posts-by-tag tags = "ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল"]

এ জন্য আপনার যা যা লাগবেঃ

  • আপলোড করার সফ্টওয়ার ( ফাইল জিলা ) ফাইল জিলা ডাউনলোড লিংক
  • আপনার সার্ভারের হোষ্ট নেম , ইউজার নেম , পাসওয়ার্ড

যেমনঃ

এখন আপনি ফাইল জিলা সফ্টওয়ারটি ওপেন করুন

filezilla

আপনার সার্ভারের হোষ্ট নেম , ইউজার নেম , পাসওয়ার্ড নিম্নক্তো জায়গায় বসিয়ে কানেক্ট বাটনে ক্লিক করুন ,

সার্ভারে প্রবেশ করা শুরু করে দেবে Server Connect status এ Directory successfully দেখাবে তাহলে আপনার সার্ভার রুট ফোল্ডার দেখাবে ,

এবার আমরা আপলোড করব

মনে করলাম আমরা rm2334.cz.cc সাইটের wp-content ফোল্ডারের upload ফোল্ডারে একটি ছবি আপলোড করব তাহলে ( ফ্রি ইউজারদের জন্য )

  • কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনার সাইট এড্রেস দেখাবে যেমনঃ rm2334.cz.cc সাইটটিতে ডাবল ক্লিক করুন ,
  • সেখানে htdocs দেখাবে সেটায় ডাবল ক্লিক করুন ,
  • আবার wp-content ফোল্ডারে ডাবল ক্লিক করুন ,
  • upload ফোল্ডারে ডাবল ক্লিক করুন তাহলে আমার যেখানে আপলোড করতে চেয়েছিলাম সেখানে পৌছালাম
  • এখন আমরা Local Area / My Computer এর যেখানে ছবিটি আছে খুজে বের করি [ বিঃদ্রঃ ব্যাকে যেতে চাইলে .. এই চিন্হ ক্লিক করলে ব্যাকে যাবে এবং ডাবল ক্লিক করার পর কিছুক্ষন অপেক্ষা করতে হবে , সার্ভার লোড হবার জন্য ]

ছবিটি খুজে পেলে ছবির ডান বাটন ক্লিক করে আপলোড ক্লিক করুন , এবার আপলোড নেয়া শুরু করবে।

খেয়াল রাখতে হবে যেন সার্ভার রুট ফোল্ডারে অন্য কোন ফোল্ডারে যাতে না থাকে নাহলে ছবিটি অন্য ফোল্ডারে আপলোড হয়ে যাবে ছবিটি আর নির্ধারিত জায়গায় পাওয়া যাবে না [ বিঃদ্রঃ ফাইল আপলোড করতে গেলে এই ম্যাসেজটি আসতে পারে

filezillaeror

এই ম্যাসেজ দ্বারা বুঝাচ্ছে যে অলরেডী কোন ফাইল আছে ,

এ ক্ষেত্রে আপনি ফাইলটি রিপ্লেস করতে পারেন অথবা ডিলেট / রিনেম করতে পারেন ] এভাবে আপলোড করতে হবে।
লেখাটি আগে আমার ব্লগে প্রকাশ করেছি : http://bn.rm2334.cz.cc/?p=121
কোন সমস্যা হলে আমাকে জানান

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাইল জিলা ডাউনলোড লিংক pls

সুন্দর টিউন। আমিও ফাইল জিলা ব্যবহার করি। ধন্যবাদ।
এখান থেকে ডাউনলোড করুন

একটু চেষ্টা করেন তো এই সমস্যাটার সমাধান দিতে পারেন কিনা।
সমস্যাঃ এই লিঙ্ক এ যেই জাভা স্ক্রীপ্ট কোড আছে তা ব্যবহার করলে ৫ টা স্টার ওয়েবপেজ এ ঘুরাফেরা করে। আমি চাচ্ছি ৫ টার বদলে ১০ টা ব্যবহার করতে। কিভাবে কোড বসালে এটা সম্ভব হতে পারে?

    ভাই চেষ্টা করেছি সময়ের অভাবে পারলাম না , আবার চেষ্টা করে দেখব

    আমি পেরেছি !
    সারাদিন গবেষণা করি তো , তাই আমি না পারলে আর কে পারবে ?

Level 0

এগিয়ে যান ভাই, তবে শেষ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।

দারুন টিউন।

valo hoise….. aro erokom post chai

WordPress 3.0.1 is available! Please update now. update korbo kivabe

ভাল লাগার মত একটা পোষ্ট। — এইরাম পুষ্টানোর জন্যি জানায় ভ্যলোবাসা।

server pamu koi?

ভাই প্রথম ছবির ব্যাপারে যদি আর একটু বিস্তারিত লিখতেন তাইলে ভাল হত । তবে টিউন অনেক ভাল হয়েছে ।

ভাই, সবকিছু ঠিকমত দেওয়ার পরও Server could no connect দেখায়। Pls আমাকে এক্তু সাহায্য করেন।