খুব সহজে Html,Css,Wordpres দিয়ে নিজেই তৈরী করুন নিজের ওয়েব সাইট পর্ব-০১

সালাম নিবেন, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন, তাই টিউন করার আগে কিছুটা ভয় লাগছে। তবুও একটা টিউন লেখার চেষ্টা করছি। Html, Css, WordPress সম্পর্কে আমার অল্প কিছু নলেজ আছে তবুও চেষ্ট কারবো, কিভাবে নিজের সাইট নিজে তৈরী করবেন তা শিখিয়ে দেওয়ার জন্য।আমি মুলত শেখাবো, কিভাবে এইচ টি এম এল দিয়ে ডিজাইন করবেন, কিভাবে সি এস এস ইউজ করবেন, সব শেষে আপনার তৈরী করা ডিজাইন কিভাবে ওয়াপ্রেসে কনভার্ট করবেন। আশা করি আমার টিউন গুলা নিয়মিত পড়লে সব কিছু খুব সহজই মনে হবে। একটি সাইট মুলত গঠিত হয় Html দিয়ে, তাকে বিভিন্ন রঙে রাঙাতে বা সুন্দর করতে ব্যবহার হয় Css, তারপর Domain (সাইটের নাম) নিতে হবে, Hosting (অনলাইনে যেখানে ডাটা রাখবেন) নিয়ে সাইট সেখানে রেখে দিবেন। ব্যাস কাজ শেষ। ভিজিটর বাড়াতে হলে Seo (গুগল বা অন্য কোন বড় সার্চ সাইটে নিজের সাইটকে দেখিয়ে দেওয়া)। এডসেন্স বা অন্য কোন কম্পানির কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে নিজের সাইটে বসিয়ে দিন আর উপার্জন করুন। আজ বেশি কিছু লিখবো না, অনেক রাত হয়েছে। তবে আজ কিছু জিনিস দিয়ে গেলাম যেটা মুখস্ত করেন (যারা নতুন) । বিস্তারিত পরের পর্বে পেয়ে যাবেন।

যেভাবে html শুরু করবেন।

<html> ( মুল শুরু)

<head> (হেড শুরু)

<title>সাইটের টাইটেল</title>

</head> (হেড শেষ)

<body> (বডি শুরু)

একটি সাইটের সকল তথ্য এখানে থাকবে..............

</body> (বডি শেষ)

</html> (শেষ)

আপাততো এটা মুখস্ত করেন। আমি ধিরে ধিরে বেসিক থেকে সামনে যাবো। আশা করি খুব অল্প দিনেই সাইট সম্পর্কে বেসিক ধারনা পেয়ে যাবেন। শুভ রাত্রি

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

thanks for share .
কিন্তু মাঝপথে যেন হারিয়ে না যান

Level 0

আমি আপনার সাথে আছি, আপনি আছেন তো…………………………..

দারুন টিউন। আশাকরি চালিয়ে যাবেন।

অবশ্যই চালিয়ে যাবো, শুধু দরকার পাঠক সংযোগ, পাঠকদের মতামত না থাকলে কোন টিউন লিখতেই ভালো লাগে না। আশা করি ভালো হোক মন্দ হোক নিজের মতামত দিবেন।

    Level 3

    @জোবায়ের রহমান: ভাই আপনার লিখা আমার কাছে অনেক মূল্যবান আপনার সাথে আমি একটুক মোবাইল ফোনে কথা বলতে ছেয়ে ছিলাম দয়া করে নাম্বার টি দেয়া যাবে কি? আমার নাম্বার 01713531965

আপনাকে স্বাগতম টিকিতে। আমি টিউনার নই রিডার। আমি ৪ বছরের ও বেশি সময় আছি এই সাইটে। টিউন করিনা শুধু জানার চেষ্টা করি। কিন্তু সমস্যা কি জানেন সবাই টিউন করতে চাই। সেটা বিস্তারিত জেনে জা না জেনে। আর আপনি পাঠক সংযোগ বা মতামতের অপেক্ষায় থাকলে কোন দিনও ভাল টিউনার হতে পারবেন না। কারণ এই সাইটে এমন অনেক ভাল টিউন আছে যার রিডার কয়েক হাজার কিন্তু মন্তব্য ০। আর আপনার প্রথম টিউনে যে বিষয়টি নিয়ে টিউন করেছেন তা সময়ের হট টপিক্স কিন্তু এ বিষয়ে অনেক টিউন হচ্ছে। এবং আপনি সার্চ দিয়ে দেখতে পারেন ওয়ার্ডপ্রেস নিয়ে কত টিউন রয়েছে টেকিতে। সেক্ষেত্র আপনি যদি সুন্দর, গোছানো। এবং পাঠক ধরে রাখার মত টিউন করতে পারেন তো একসময় আপনার একটা নিজস্ব বলয় তৈরী হবে অন্যথায় নয়। এই যেমন আজকের টিউনটি পড়তে আমার ১ মিনিট ও লাগেনি আর তাতে শেখার ও তেমন কিছু নেই তা নতুনদের জন্য হলেও। তাই ভাল টিউন করুন সাথে থাকবে অনেকে কমেন্টস করুক বা না করুক।

দু:খিত জ্ঞান দানের জন্য
ধন্যবাদ

ধন্যবান, আমি আসলে প্রজেক্ট ধরে শেখাতে চেয়েছিলাম যা ইতিমধ্যে কেউ করেছে বলে মনে হয় না, সবাই এতো এতো শেখায় তাতে নতুনদের মাথা ঘোরে, চেয়েছিলাম সংক্ষেপে শেখাবো তাই পোস্ট লেখা শরু করেছিলাম। হয়তো আলাদা কিছু খুজে পেতে পারেন।

ভালো

great job bro go ahead