সালাম নিবেন, আশা করি সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন, তাই টিউন করার আগে কিছুটা ভয় লাগছে। তবুও একটা টিউন লেখার চেষ্টা করছি। Html, Css, WordPress সম্পর্কে আমার অল্প কিছু নলেজ আছে তবুও চেষ্ট কারবো, কিভাবে নিজের সাইট নিজে তৈরী করবেন তা শিখিয়ে দেওয়ার জন্য।আমি মুলত শেখাবো, কিভাবে এইচ টি এম এল দিয়ে ডিজাইন করবেন, কিভাবে সি এস এস ইউজ করবেন, সব শেষে আপনার তৈরী করা ডিজাইন কিভাবে ওয়াপ্রেসে কনভার্ট করবেন। আশা করি আমার টিউন গুলা নিয়মিত পড়লে সব কিছু খুব সহজই মনে হবে। একটি সাইট মুলত গঠিত হয় Html দিয়ে, তাকে বিভিন্ন রঙে রাঙাতে বা সুন্দর করতে ব্যবহার হয় Css, তারপর Domain (সাইটের নাম) নিতে হবে, Hosting (অনলাইনে যেখানে ডাটা রাখবেন) নিয়ে সাইট সেখানে রেখে দিবেন। ব্যাস কাজ শেষ। ভিজিটর বাড়াতে হলে Seo (গুগল বা অন্য কোন বড় সার্চ সাইটে নিজের সাইটকে দেখিয়ে দেওয়া)। এডসেন্স বা অন্য কোন কম্পানির কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে নিজের সাইটে বসিয়ে দিন আর উপার্জন করুন। আজ বেশি কিছু লিখবো না, অনেক রাত হয়েছে। তবে আজ কিছু জিনিস দিয়ে গেলাম যেটা মুখস্ত করেন (যারা নতুন) । বিস্তারিত পরের পর্বে পেয়ে যাবেন।
যেভাবে html শুরু করবেন।
<html> ( মুল শুরু)
<head> (হেড শুরু)
<title>সাইটের টাইটেল</title>
</head> (হেড শেষ)
<body> (বডি শুরু)
একটি সাইটের সকল তথ্য এখানে থাকবে..............
</body> (বডি শেষ)
</html> (শেষ)
আপাততো এটা মুখস্ত করেন। আমি ধিরে ধিরে বেসিক থেকে সামনে যাবো। আশা করি খুব অল্প দিনেই সাইট সম্পর্কে বেসিক ধারনা পেয়ে যাবেন। শুভ রাত্রি
ধন্যবাদ সবাইকে।
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for share .
কিন্তু মাঝপথে যেন হারিয়ে না যান