আজ আমি আলোচনা করতে বসেছি ব্লগিং নিয়ে। অনলাইনে আয়ের হাজারও পথ থাকলেও দেখা যায় নতুনরা সে সব পথের সন্ধান পান না। তাদের জন্য বিশেষ করে এ টিউন।
তো চলুন শুরু করা যাক...... ব্লগিং হল নিজ মতামত এবং নিজেকে বিশ্বের সামনে তুলে ধরার আদর্শ একটি প্লাটফরম। কেউ ব্লগিং করেন শখের বসে আবার কেউ আয়ের জন্য। এবার বলা যাক ঠিক কোথা থেকে শুরু করবেন, যদি আপনি ব্লগিং শুরু করতে চান তবে আমি বলব ব্লগার থেকে শুরু করেন, টাকা দিয়ে প্রথমে ডোমেইন হোস্টিং না কিনে ব্লগারে ব্লগ শুরু করায় সবচেয়ে ভাল, কেননা আপনি প্রথমে হয়তো টাকা খরছ করে প্রবল আগ্রহের কারণে ব্লগ তৈরী করবেন কিন্তু পরে ভিসিটর দেখে হতাশ হবেন...100% সিউর।
আমি ব্লগার থেকে ভাল প্লাটফরম থাকতেও এখানে ব্লগ খুলতে বল্লাম কেন জানতে চান ? আরে ভাই আপনি যদি ওয়ার্ডপ্রেসে সাইট খুলেন হয়ত বেশ পরিপাটি করে ব্লগ সাজাতে পারবেন কিন্তু আপনি গুগল সার্চে পিছিয়ে পডবেন কেননা গুগল নিজের অংশকে না দেখে কি অন্য কোন ব্লগকে আগে দেখাতে পারে তাও আবার নতুন কোন ব্লগ। আর আপনি যদি সাইটম্যাপ তৈরী করতে না পারেন তবে তো গুগল আপনার সাইট সার্চ ইন্জিনেই দেখাবে না। আর ব্লগারে এসব ঝামেলা নেই । জাস্ট ব্লগ করুন আর সাথে সাথেই গুগল ব্লগটিকে ইনডেক্স করবে। তো প্রথমে আপনি Blogger.com এ গিয়ে একটি ব্লগ খুলুন আর ভাল কোন টেম্পলেট গুগলে খুজে এড করে নিন। না পারলে সমস্যা নাই পরের পর্বে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর ব্লগে কথনো কপিপেস্ট করবেন না এইটা যেন আপনার মূল মন্ত্র হয়। কারণ সামান্য কপিপেস্ট যদি গুগল মামু বুঝতে পারে ব্লটারে ডাউন করে দিবে। পরের পর্বে আসছে বাকি সব........ব্লগ করার সঠিক নিয়ম রেসপন্সিভ টেম্পলেট, ব্লগের সাজসজ্জা A TO Z + আয়ের সঠিক পথ....To Be Continue.....
পূর্বে প্রকাশিত- MytechBangla তে.
আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট
খুব সুন্দর টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।