আমরা যারা ব্লগিং করি তাদের কে প্রচুর স্ক্রীনশর্ট তেরী করতে হয়। অনেক সময় ফটোশপে কাজ করে কোন ছবিকে সেভ করলে তার মেগাবাইট অনেক বেশী হয়ে যায়। যার ফলে ঐছবি গুলো শেয়ার করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। যেমন যেমন আমি ঐদিন কিছু স্ক্রীন শর্টসেভ করতে গিয়ে দেখি একেকটার ওজন প্রায় 3-4 মেগাবাইটের মত হয়েছে। পরবর্তীতে যখন FreeImageConverter দিয়ে কনভার্ট করলাম তখন মাত্র একেকটা মাত্র 100 থেকে 200 কেবি এর মধ্যে নেমে এসেছে
আবার অনেক সময় ই-মেইল করার সময়ও স্ক্যান করার ফাইল এর ওজন দেখে মাথা খারাপ হয়ে যায়। ঐক্ষেত্রেও FreeImageConverter ভালোই কাজ করে থাকে। এক্ষেত্রে বলা আবশ্যক যে, কনভার্ট করার পরও ছবির গুণগত মান প্রায় অক্ষুন্যই থাকে।
তাই FreeImageConverter নামক এই সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করিছি। সফটটি খুবই কাজের ব্যবহার করলেই বুঝতে পারবেন।
ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম: ওজন মাত্র 400 কেবি
1। প্রথমে একটি ছবি ওপেন করুন।
2। তারপর আপনার প্রয়োজনমত Size ও Quality সিলেক্ট করুন। মনে রাখবেন Quality তে আপনি যদি 75 এর কম সিলেক্ট করেন তাহলে ছবির মেগাবাইট অনেক কমে যাবে, কিন্তু ছবি ঝাপসা হয়ে যেতে পারে। আবার 75 এর বেশী সিলেক্ট করলে ছবির মান ভালো থাকলেও মেগাবাইট তেমন কমে না আবার অনেক সময় কমেও। তাই আপনার প্রয়োজনমত বাছাই করুন।
3। এখন Simple Convert এ ক্লিক করুন এবং একটি ফোল্ডার সিলেক্ট করুন। এই ফোল্ডারটিতেই আপনার নতুন কনভার্ট হওয়া ছবিটি সেভ হবে। তাই যেই ফোল্ডার থেকে ছবি এড করে ছিলেন, সেই ফোল্ডার সিলেক্ট না করাই ভালো।
দেখবেন যে মূহুর্তের মধ্যে আপনার ছবিটি কনভার্ট হয়ে গিয়েছে
আমদের একটি ব্লগ আছে তাতে আপনাদের সবার আমন্ত্রন http://www.funfoorti.com
আমি NOMAN AZIZ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love design.............
tnx