প্রায় সব ব্লগেই Popular Posts গেজেটটি থেকে থাকে। কারন একটি ব্লগে এই পপুলার টিউন উইডগেট অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাই এই উইডগেটটি স্টাইলিশ করার চেস্টাও আমরা সবসময় করে থাকি। আজ ব্লগস্পট ব্লগের জন্য নিয়ে এলাম চরম একটি 3D স্টাইলের পপুলার টিউন। বুঝতেই পারছেন উইডগেটটি যেহেতু থ্রিডি স্টাইলের তাই এর আকর্ষণীয়তা কতটা! আসুন, ব্লগস্পট বিশেষজ্ঞ ভাইদের আজকে শেখাব আপনার ব্লগস্পট ব্লগে একটি সুন্দর, আকর্ষণীয় 3D স্টাইল Popular Posts উইডগেট লাগানোর পদ্ধতি। এই উইডগেটটি মূলত ফটোগ্রাফি বা অন্যান্য গ্যালারী কিংবা ছবি ভিত্তিক ব্লগের জন্য উপযোগী। তবে চাইলে আপনি যেকোন ব্লগেই ব্যবহার করতে পারবেন। এই পপুলার টিউন উইডগেটটি নিচের ইমেজের মত অনেকটা। তবে পুরোপুরি মিল নেই।
<style type='text/css'> .cube { width: 300px; height: 300px;} a img { border: none; } #linksCube img { width: 100%; height: 100%; } </style> <script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js' type='text/javascript'/> <script src='https://sr-site.googlecode.com/files/sr-site-image.js' type='text/javascript'/> <script charset='utf-8' type='text/javascript'> $(function () { $('.popular-posts ul').abupopularcube(); }); </script> <script src='https://sr-site.googlecode.com/files/popularpost.js' type='text/javascript'/>
ঘুরে আসতে পারেন আমার ছোট বাংলা ব্লগ থেকে। আশা করি প্রয়োজনীয় টিপস ট্রিকস পাবেন। ধন্যবাদ ...
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
মচৎকার। কিন্তু শুধু ছবি দেখায়, টাইটেল দেখায় না। ধন্যবাদ।