আপনার কি কোন ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে? যদি থেকে থাকে আজ আপনার জন্যই তাহলে শেয়ার করছি একটি ছোট একটি ট্রিক্স।
আমরা অনেক সাইটেই অটো রিফ্রেশ সিস্টেম দেখে থাকি। এর মানে হল ওয়েব সাইট একটি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হবে। আপনি জিজ্ঞাস করতে পারেন এতে লাভ কি হবে? লাভ খুব একটা বেশি হবে না! তবে যে লাভটা হবে সেটাই বলি। আপনারা নিশ্চয়ই নিজে লক্ষ্য করেছেন আমরা অনেক সময় কোন ব্লগ বা ওয়েব সাইটে গিয়ে কিছুক্ষন ভিজিট করতে করতে অন্য কোন ট্যাবে চলে যাই। আর ওদিকে ওই সাইট হয়ত ক্লোজ করতেই ভুলে যাই। এতক্ষন ওই সাইট কোন নড়াচরা করেনা! এখন ওই সাইটের মালিক হিসেবে আপনি ভাবুন তো যদি সাইটে একটা অটো রিফ্রেশার লাগানো থাকত তাহলে একটা নির্দিষ্ট সময় পর সাইটটি রিফ্রেশ হতে থাকত। একদিকে আপনার সাইটের পেজ ভিউ বাড়ত আবার অন্যদিকে সাইটে নতুন কোন তথ্য বা টিউন নতুন এসে থাকলে সেটাও আপডেট হয়ে যেত। ফেসবুকের নিউজ ফিডের রিফ্রেশিং সিস্টেমটাকে উদাহরণ হিসেবে নিতে পারেন। পিসিতে বসে ফেসবুকের নিউজ ফিডে থেকে লক্ষ্য করে দেখবেন নতুন নতুন স্ট্যাটাস, ফটো অটোমেটিকভাবে চলে আসছে যা অটো রিফ্রেশ হওয়ার কারণে হয়ে থাকে। আবার জনপ্রিয় বাংলা ব্লগ টেকটিউনসেও লক্ষ্য করবেন নতুন কোন টিউন টেকটিউনসে আসলে সাইটটি অটোমেটিকভাবে লোডিং হয়ে নেয়। আমি আজ মূলত সাইটে কিভাবে এই অটো রিফ্রেশ সিস্টেম যোগ করতে হয় সেটিই দেখাব। কাজটি খুবই সোজা। নিচের ধাপগুলো লক্ষ্য করুনঃ
<meta content='800;url=http://www.bloggermaruf.com' http-equiv='refresh'/>
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ ।