ব্লগস্পট গুরু ভাইয়েরা কেমন আছেন? আপনারা অনেক ব্লগস্পট ব্লগেই দেখে থাকবেন যে ব্লগের সব লিংকের হোভার ইফেক্ট হিসেবে রংধনু ইফেক্ট বা সাতরঙ ইফেক্ট লাগানো আছে। এটাকে বলা হয় মূলত Link Hover Effect। আর সব মিলিয়ে বলা হয় Rainbow Effect on Link Hover। তো আজকে আমি এটা শিখিয়ে দিব। অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি জানাচ্ছি যারা এখন পর্যন্ত এই ইফেক্ট লাগানো শিখেননি। আসলে এই কাজটা করা খুবই সোজা। একটি ছোট স্ক্রিপ্ট আপনার ব্লগস্পট ব্লগের লেয়াউটে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এখনও হয়ত অনেকেই জানেনই না এই ইফেক্ট আবার কেমন? তাঁরা এখানে ক্লিক করে লাইভ ডেমোটি দেখে আসুন।
<script src="http://widgets.way2blogging.org/blogger-widgets/w2b-rainbow-colors.js" type="text/javascript"></script>
ব্লগস্পট সম্পর্কিত টিউনের জন্য ঘুরতে পারেন "ব্লগার মারুফ ডট কম" ব্লগটি।
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ভাই ব্লগস্পট এ কি ভাবে বাংলাদেশের বাহিরের যেমন: এর ভিজিটর আমার সাইট এ আনতে পারব। ভাল একটা পরামর্শ দিলে উপকৃত হব।