আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন কোন ব্লগ সাইট তৈরী করি তাদের বিভিন্ন সময় পেজ তৈরী করতে অসুবিধা হয়। পেজ তৈরী করলে দেখা যায় হোম পেজের মত পেজ তৈরী করতে পারি না। হোম পেজে যেমন একটি টিউন এর ৩-৪ লাইন তারপর রিড মোর থাকে অন্য পেজ গুলোতেও এমন করতে চাই কিন্তু অন্য পেজে ক্লিক করলে একটি টিউন শেষ হলে অন্যটি শুরু হয় এই ভাবে পর্যায়ক্রমে চলে আসে। আজ আমি আপনাদের এই ঝামেলা থেকে মুক্তি দেব।
কাজটি খুব সোজা আমরা যদি পেজের লিংকটিতে লেবেল এর লিংক দিয়ে দেই তাহলেই হবে। আমার ব্লগের লিংকে ক্লিক করে অথবা নিচে আমার ব্লগের লিংক থেকে ডোমো দেখে আসতে পারেন।
চলুন শুরু করা যাক, প্রথমে ব্লগটিতে লে-আউট এ ক্লিক করুন। এবার যে লেবেলটি পেজে এড করতে চান সেই লেবেলে ক্লিক করুন এবার লিংটি কপি করে নিন
এখন লে-আউট থেকে এডিট এ ক্লিক করে পেজ ওপশন এ যান এখান থেকে Add external link এ ক্লিক করুন
Page title এ আপনার যে লেবেলটি পেজ বানাতে চান সেটি লিখুন এবং Web address (URL) তে লেবেল URL টি লিখুন।
এখানে মনে রাখতে হবে যে অগে থেকে যদি পেজ করা থাকে তাহলে টিক তুলে দিতে হবে। এবার সেভ দিন এবং রিলোড দিন। দেখুন আপনার লেবেল টি পেজ হয়ে যাবে।
আমি bdzihad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।