আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
যারা ওয়েব ডেভোলপার তারা ওয়েব সাইট তৈরি করে বিভিন্ন টুল দিয়ে। আর আমরা যারা সাধারন ইউজার আমাদের মনে প্রশ্ন জাগে টেকটিউনস ওয়েব সাইট কি দিয়ে তৈরি করা হয়েছে? আজ আমি আপনাদের মজিলার এমন একটি এড অন্স দিব যেটা দিয়ে আপনি যে কোন সাইট কি দিয়ে তৈরি করা তা জানতে পারবেন অতি সহজে,
প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত আসবে।
এবার Add to Firefox বাটনে ক্লিক করুন ।
ইন্সটল হতে কয়েক সেকেন্ড লাগবে।
এবার Install Now বাটনে ক্লিক করে ইন্সটল করে নিন ।
INSTALLATIION SECCESSFUL ভাবে সফটওয়্যারটি ইন্সটল হয়ে গেলে আপনি উপরের মত একটি মেসেজ পাবেন ।
এবার আপনি যে কোন ওয়েব সাইট খুললে ফায়ারফক্সের এড্রেসবারের একটু ডান পাশে দেখতে পারবেন কোন ওয়েব সাইট কি দিয়ে তৈরি করা হয়েছে।
আর কয়েকদিন ধরে টেকটিউনস ওয়েব সাইটের চেইন টিউনগুলো উপরেও দেখা যাচ্ছে নিচেও দেখা যাচ্ছে এতে টেকটিউনস ওয়েব সাইট দেখতে খারাপ দেখা যাচ্ছে।
আর একটা নতুন সমস্যা দুটো ছবি একসাথে মাঝখানে পুরো জায়গা খালি এটা আমার কাছে খারাপ লাগছে জানিনা অন্যদের কাছে কি - রকম লাগছে , তাই টেকটিউন্স ওয়েব ডেভেলপার এর কাছে আবেদন এই দুটি জিনিস ভাল করে দেখবেন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
টেকটিউনসের নতুন ডিজাইন আসলেই বাজে হয়েছে। আগের ডিজাইনটা শ্রেষ্ঠ ছিল।