আপনার ব্লগের জন্য দৃষ্টিনন্দন একটি ফিচার ইমেজ স্লাইডার ! নিয়ে নিন আপনার ব্লগের জন্যও ।

আপনারা যারা ব্লগিং করেন তাঁরা প্রায়ই ভালো একটি ফিচার ইমেজ স্লাইডার খুঁজে থাকেন। কিন্তু সহজে মন মতো স্লাইডার খুঁজে পান না। একেকটি স্লাইডারের একেক সমস্যা আমাদের কাছে ধরা পড়ে। আজ একটি চমৎকার ইমেজ স্লাইডার সন্ধান দিচ্ছি ব্লগস্পট ব্লগের জন্য। গ্যারান্টি দিচ্ছিনা তবে বলছি, দেখুন আশা করি খারাপ লাগবেনা। এর মাধ্যমে আপনি সহজেই ব্লগে পছন্দের কিছু ইমেজ অথবা নির্বাচিত টিউনগুলো ফিচার আকারে দেখাতে পারবেন। আর প্রতিটা ইমেজ স্লাইডারের একটি বড় সমস্যা হল এইসব ইমেজ স্লাইডার গুলো চলতে কম্পিউটারে ফ্ল্যাশ সফটওয়্যার থাকতে হয়। কিন্তু অনেক সময় প্রায় ভিজিটরসের পিসিতে ফ্ল্যাশ সফটওয়্যার ইন্সটল দেয়া থাকে। এর ফলে ভিজিটরস সেইসব ফ্ল্যাশ ইমেজ স্লাইডার ফাঁকা দেখতে পায়। এই সমস্যা সমাধান করবে আজকের এই ইমেজ স্লাইডার। কারণ এই ইমেজ স্লাইডার চলতে ফ্ল্যাশ প্রয়োজন হয়না। কিন্তু এটি দেখতে ফ্লাশের মতই। এই স্লাইডশোটি জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস দিয়ে তৈরি। তাই ফ্লাশের ঝামেলা নেই। আপনি নিশ্চিন্তে এই আকর্ষণীয় ফিচার ইমেজ স্লাইডারটি আপনার ব্লগস্পট ব্লগে ব্যবহার করতে পারেন। প্রথমে লাইভ ডেমো দেখে নিন এখান থেকে। তারপর পছন্দ হলে তবেই আপনিও আপনার ব্লগে স্লাইডশো টি যুক্ত করুন।

  • প্রথমে ব্লগস্পট ব্লগের ড্যাশবোর্ডে লগিন করুন।
  • এখন আপনি আপনার ব্লগের যে স্থানে এই স্লাইডারটি লাগাতে চান সেখানে নিচের কোডগুলো বসান। আপনি লেয়াউট থেকেই সাধারনত এই কাজটি করতে পারবেন। কিন্ত আপনি যদি লেয়াউটে কাঙ্ক্ষিত জায়গা যেমন ব্লগ টিউনের প্রথমে তাহলে আপনাকে কষ্ট করে টেমপ্লেটের এইচটিএমএল কোডে যেয়ে স্লাইডারটি লাগাতে পারেন। তবে এর জন্য আপনাকে কিছুটা এইচটিএমএল কোড জানতে হবে। কারণ টেমপ্লেট থেকে সঠিক জায়গাটি খুঁজে বের করতে হবে আপনার এইচটিএমএল জ্ঞান দিয়ে।
<style type="text/css"> /* http://dimpost.com */ #sliderFrame {position:relative;width:700px;margin: 0 auto 40px;} #slider { width:700px;height:306px;/* Make it the same size as your images */ background:#fff url(http://4.bp.blogspot.com/-aVGCcclfKQo/UR-T3vxFAMI/AAAAAAAABm8/ncwIfUdoLIw/s1600/loading.gif) no-repeat 50% 50%; position:relative; margin:0 auto;/*make the image slider center-aligned */ box-shadow: 0px 1px 5px #999999; } #slider img { position:absolute; border:none; display:none; } /* the link style (if an image is wrapped in a link) */ #slider a.imgLink { z-index:2; display:none;position:absolute; top:0px;left:0px;border:0;padding:0;margin:0; width:100%;height:100%; } /* Caption styles */ div.mc-caption-bg, div.mc-caption-bg2 { position:absolute; width:100%; height:auto; padding:0; left:0px; bottom:15px; z-index:3; overflow:hidden; font-size: 0; } div.mc-caption-bg { background-color:black; } div.mc-caption { font: bold 14px/20px Arial; color:#EEE; z-index:4; padding:10px 0; text-align:center; } div.mc-caption a { color:#FB0; } div.mc-caption a:hover { color:#DA0; } /* ------ built-in navigation bullets wrapper ------*/ div.navBulletsWrapper { top:320px; left:280px; /* Its position is relative to the #slider */ width:150px; background:none; padding-left:20px; position:relative; z-index:5; cursor:pointer; } /* each bullet */ div.navBulletsWrapper div { width:11px; height:11px; background:transparent url(http://3.bp.blogspot.com/-ZUaX5-lcCi4/UR-TzMXcpuI/AAAAAAAABm0/kokxtfFdNcU/s1600/bullet.png) no-repeat 0 0; float:left;overflow:hidden;vertical-align:middle;cursor:pointer; margin-right:11px;/* distance between each bullet*/ _position:relative;/*IE6 hack*/ } div.navBulletsWrapper div.active {background-position:0 -11px;} .intro { bottom: 0; color: rgba(0, 0, 0, 0.2); font-size: 16px; position: absolute; right: 0; text-decoration: none; z-index: 99999; } /* --------- Others ------- */ #slider { transform: translate3d(0,0,0); -ms-transform:translate3d(0,0,0); -moz-transform:translate3d(0,0,0); -o-transform:translate3d(0,0,0); } </style> <script src="http://project.dimpost.com/image-slider/js-image-slider-1.js" type="text/javascript"></script> <script src="http://project.dimpost.com/image-slider/js-image-slider-2.js" type="text/javascript"></script> <div id="sliderFrame"> <div id="slider"> <a href="<span style="color: #ff0000;">#</span>"><img src="<span style="color: #ff0000;">http://3.bp.blogspot.com/-1LayoXAEu_Y/UR-VGlIl8eI/AAAAAAAABnI/yI0SkxYfRsc/s1600/image-slider-1.jpg</span>" alt="<span style="color: #ff0000;">#htmlcaption1</span>" /></a> <a href="<span style="color: #ff0000;">#</span>"><img src="<span style="color: #ff0000;">http://3.bp.blogspot.com/-eOR0aaChxAw/UR-VGiVnp1I/AAAAAAAABnM/_bIC8_EisxQ/s1600/image-slider-2.jpg</span>" alt="<span style="color: #ff0000;">Go UP!</span>" /></a> <a href="<span style="color: #ff0000;">#</span>"><img src="<span style="color: #ff0000;">http://4.bp.blogspot.com/-5NisCPe6tEc/UR-VGfF8_8I/AAAAAAAABnE/kUtLaL3SzWE/s1600/image-slider-3.jpg</span>" alt="<span style="color: #ff0000;">Pure Javascript. No jQuery. No flash.</span>" /></a> <a href="<span style="color: #ff0000;">#</span>"><img src="<span style="color: #ff0000;">http://2.bp.blogspot.com/-gl-HJvghglA/UR-VK7FgIBI/AAAAAAAABnc/EfjVW6e1nz4/s1600/image-slider-4.jpg</span>" alt="<span style="color: #ff0000;">#htmlcaption2</span>" /></a> <a href="<span style="color: #ff0000;">#</span>"><img src="<span style="color: #ff0000;">http://1.bp.blogspot.com/-qkKwbfW234Y/UR-VLZRV6hI/AAAAAAAABnk/pO5-b99UmGo/s1600/image-slider-5.jpg</span>" alt="<span style="color: #ff0000;">Stay Connected"</span>/></a> </div> <div id="htmlcaption1" style="display: none;"> Image Slider by <a href="http://dimpost.com/" target="_blank">DIMPost.com</a> </div> <div id="htmlcaption2" style="display: none;"> <a href="http://www.w3schools.com/css/" target="_blank">CSS</a> <a href="http://www.w3schools.com/js/default.asp" target="_blank">JavaScript</a> Rocks. </div> </div>
  • এখন স্লাইডার কোডগুলোতে আপনার ইমেজ, লিংক এবং শিরোনামগুলো পরিবর্তন করার পর Save করে দেখুন চমৎকার এই স্লাইডারটি। আপনার জন্য রয়েছে আরও একটি বোনাস টিপস। যদি স্লাইডারটি শুধুমাত্র হোমপেজে দেখাতে চান তাহলে উপরের কোডগুলোর সবার প্রথমে <b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'> এবং সবার শেষে </b:if> যুক্ত করে দিন। যদি ইমেজ, লিংক এবং টাইটেল পরিবর্তন করতে সমস্যা হয় তাহলে এখানে থেকে দেখে নিন সংক্ষিপ্ত টিউটোরিয়াল।
সময়ের অভাবে স্লাইডার কাস্টমাইজেশনের জন্য বিস্তারিত লিখতে পারলাম না। তবে সমস্যা হলে আমাকে জানাবেন। আমার ব্লগ -এ আমন্ত্রণ রইল সবসময়। ধন্যবাদ

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্নবাদ। আমি কিভাবে আমার ব্লগের অ্যাড্রেস .blogspot থেকে .com এ নিয়ে যাবো? জানালে উপকার হত।

Level 0

মারুফ ভাই আমার ১টা help দরকার,আমার খুব প্রয়োজন…. আমি হাজার চেস্টা করেও techtune এ লেখার ভিতর link দিতে পারতেছি না.. কি ভাবে লেখার ভেতর link দিব… আমি android মোবাইলে google chorome use করি …piz এই প্রবলেমের সমস্যর সমাধান দিন.. আর আপনার fb link ta দিন

    @nayan0181: আপনি কি মোবাইলে টেকটিউনস লেখার সময় Visual Mode এবং Text মোড নামের অপশন দুইটা খুঁজে পান? যদি না পান তাহলে মনে হয় কিছুই করার নাই। আমি মোবাইলে টেকটিউন্স ব্যবহার করিনা তাই অভিজ্ঞতা নেই। আর আপনার টিউন দেখলাম। আপনি তো পোষ্টে লেখার ভিতর লিংক দিছেন। সমাধান কি হয়ে গেছে নাকি?

Level 0

aita r ak jon kore dice but ami pari na..r ha ami Visual text 2tai pai..r ami symphony zll use mkori

Level 0

Maruf Bro..ami amr vlog ar janno valo domain kato tk r modda pabo ???

    @Smart: ডোমেইন কি আপনি মাস্টার কার্ড দিয়ে বাহির থেকে নিবেন? আমি হোস্টমাইট নামের বাংলাদেশী কোম্পানি থেকে নিয়েছি ৮০০ টাকায়। যেখান থেকেই নিন ভালো মানের ডোমেইন বাংলাদেশে ৮০০-১০০০ টাকায় পাবেন এবং কন্ট্রোল প্যানেল ছাড়া ডোমেইন কিনবেন না। যারা আপনাকে ৪০০-৫০০ টাকায় লোভ দেখাবে তাঁরা সাধারনত কন্ট্রোল প্যানেল দেয়না এবং কিছুদিনের মাঝেই আপনাকে ঝামেলায় ফেলে দিবে। বাংলাদেশী ভালো কোম্পানি গুলোর কাছে থেকে আপনি ৮০০ কিংবা ১০০০ টাকায় কিনতে পারবেন বিকাশের মাধ্যমে । ধন্যবাদ

Level 0

Thnx Maruf bhai,,,tahole ami hostmight ar sathe jogajog korbo kamne ??

R ai Domain koy Year ar janoo ?

Level 0

Acca ami jodi amr blog a kno banner ad korte chai,,,tahole seta kivabe korbo ??

    @Smart: jodi sidebar e dite chan tahole Layout theke add a gadget option die image add korte parben.

      Level 0

      @ব্লগার মারুফ: apnar blog ar mato “পোস্টের বিভাগসমূহ” ai gadget ta kivabe add korbo /?? 1tu details a bolbn ??

        @Smart: ব্লগস্পটের ড্যাশবোর্ডে লগিন করে Layout এ যান।সেখানে Add a gadget ক্লিক করে Labels নামের গেজেটটি যুক্ত করুন।

          Level 0

          @ব্লগার মারুফ:Ami Partecina…acca apni amr Blog Design kora dita parbn ??
          r jodi design krn tahole amk ki korte hobe ??

    @Smart: আমার কাছে ব্লগ ডিজাইন করতে চাইলে ফোন করুন ০১৭৫৭২৫৭৫৫৫

Level 0

Apnar blog ar mato amr ta korla opna k kato pay korte hbe ?