আপনার ওয়েব সাইটে কুরআনের বাংলা আয়াত প্রদর্শন করুন।

আসলালামুআলাইকুম কেমন আছেন সবাই? ভালো? বাহ!! ভালো থাকাই ভালো…
বাজে কথা বাদ দিয়ে আসল কথা শুরু করি।

এটা কি?
এই স্ক্রিপট টি আপনার সাইটে প্রতি ভিজিটে প্রত্যেক ভিজিটর কে র্যান্ডম ভাবে একটি করে কুরআনের বাংলা আয়াত প্রদর্শন করবে। প্রতি ভিজিটে অথবা পেজ রিলোডে এটি আটোমেটিক ভিন্ন ভিন্ন আয়াত প্রদর্শন করবে।

কিভাবে যুক্ত করবেন?
খুব সহজ… আপনার সাইটের যেখানে আপনি একটি করে কুরআনের আয়াত দেখাতে চান সেখানে নিচের ১ লাইনের কোড টুকু কপি করে পেষ্ট করে দিন।



টেক টিউনে কোড দেখতে সমস্যা হলে এখান থেকে দেখে নিন

এটি html কোড অথবা javascript হিসেবে যোগ করুন। এখানে বেসিক কোড টুকু দেওয়া আছে। আপনি css ও html ট্যাগ ব্যাবহার করে টেক্সট এর আকার ছোটো বড় বা ষ্টাইলিষ্ট করে তুলতে পারেন।
যেমনঃ
টেক্সটের আকার বড় করার জন্য,

</script

টেক্সটে কালার যুক্ত করার জন্য,

</script

এছাড়া css দিয়ে একে আরো সুন্দর করে তুলতে পারেন। এটি ওয়ার্ডপ্রেস, ব্লগার, html সাইট সহ সব ধরনের সাইটে ব্যাবহার করা যাবে। এটি প্রোজেক্টের একটি অংশ।

টেক টিউন মডারেটর দের দৃষ্টি আকর্ষন করছি। টেক টিউনে javascript কোড প্রদর্শনে সমস্যা হচ্ছে।

যদি সময় পান তবে আমাদের প্রোজেক্ট টি ভিজিট করে আসতে পারেন, সবে শুরু করলাম,
http://www.alquranbd.com

Level New

আমি অপঠিত দৈনিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice vai ami ai matro script ta use korlam

Level 0

ধন্যবাদ ।

কোড শো করছে না, pastebin.com এ একটা পেষ্ট করে লিংক দিলে উপকৃত হতাম

আমিও আমার ওয়েবসাইটে যুক্ত করলাম। খুব ভালো একটি উদ্যোগ।

ভাইয়া আমার ব্লগ সাইটে অনেক আগে থেকে চালু করা ছিল। কিন্তু বর্তমানে কাজ করছে না। সমাধান দিলে উপকৃত হবো।