হ্যালো পিপল ,
কেমন আছেন সবাই, বেশ ব্যাস্ততায় থাকার জন্য গত দুদিন এক লাইন ও লেখা হয় নি। ভালো লাগে না টিটিতে না আসলে বুঝছেন ? কি জানি করিনি করিনি লাগে।
আজ আমরা আলাপ করবো একটা ওয়েবসাইটের জন্য বেশ গুরুত্ত পুর্ন একটা বিষয় নিয়ে। পেইজ স্পিড।
ওয়েব সাইট টি লোড হতে কতক্ষন লাগে, বা কি পরিমান সময় নেয়, সেটারে সাইট টার পেইজ স্পিড বলা যায়।
আমরা যারা ওয়েব ডিজাইনিং করি, বা নতুন যারা এ লাইনে, তারা যে ভুল টা প্রায় ই করি, অনেক ডিজাইন আর চড়ম আউটলুক দেই পেইজ কে, সেই রকম লুক, দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মত অবস্থা হয় আরকি। কিন্তু খেয়াল রাখি না ব্যাবহার কারীর মনের দিকে। চিন্তা করেন আপনার সাইট যদি লোড হতে ৩০ সেকেন্ড সময় নেয় তবে কেমন লাগবে ভিজিটরের ? সে যে সাইট টা লোড হতে ৬ সেকেন্ড নেয়, সেটাতে কেন যাবে না ? আর আপনার টায় একবার ঢুকে পরে আর ঢুকবে ? উহু , তার কাছে আপনি বা আপনার সাইট দেখতে যত সুন্দর হোক , একটা বিরক্তিকর কিছু হবে।
আর বড় কথা, আপনার যত ব্যাকলিঙ্ক ই থাক, সার্চ রেজাল্টে গুগলে পিছিয়ে পড়বেন। আপনার সাইট রে উপর দিকে থাকা টা এক অর্থে অসম্ভব ই বলা যায় এখন।
তো যাই বলি, আপনার সাইট লোড তারাতারি না হইলে আপনার বড় হবা ঠেলা আছে ভাই।
কিভাবে বাড়াবেন স্পিড এ নিয়ে টেকটিউনে টিউন চোখে পড়ছে বেশ কয়েক টা, অনেক ভালো লাগছে পড়ে। আজ দেখি কিভাবে টেস্ট করবেন পেইজ স্পিড।
অনেকে http://tools.pingdom.com/ এর কথা বলেন। বাট শুরুতে আমি প্রেপার করি গুগল পেইজ স্পিড চেকার টুল। এর পরে পিংডম।
লিঙ্ক = গুগল পেইজ স্পিড ইনসাইটস
এখানে যেয়ে বক্সে আপনার সাইটের লিঙ্ক দিলেই পেইজ এর বর্তমান অবস্থা দেখতে পারবেন। কি কি ঠিক করা উচিত, তাও দেখতে পারবেন। চলেন উদাহারন দিয়ে দেখি।
আমি একটা বাংলাদেশী সাইট কে নিলাম প্রথমে।
খেয়াল করেন সাইট টার অবস্থা কিন্তু খারাপ। এবার দেখেন সাইট টার ওয়েবপেইজে কি কি ভুল বা ঠিক নাই এমন ব্যাপার আছে। গুগল ডেভেলপার রা কি ভুল করেন ?
আপনি আপনার ব্রাউজারে সাইট টা লোড করে দেখেন না কতক্ষন লাগে।
সেইম টেস্ট টা আসেন একটা অন্য সাইটে করি।
এটার অবস্থা বেশ ভালো কি বলেন। যদিও এই ওয়েব পেইজ টায় ফ্ল্যাস, বেশ কটা জাভাস্ক্রিপ্ট ব্যাবহার করা হইছে, তবু বেশ ফাস্ট, তাই না ?
এখানেই সিক্রেট টা। ব্যাবহার সবি করা যায়, সুধু পেইজে যে এলিমেন্ট আপনি ব্যাবহার করতেছেন, সেটারে ঠিক ভাবে, ঠিক যায়গায় ইউজ করেন। তাহলে হবে।
ওরেহ আসল ব্যাপার টাই ভুলে গেছি। মোবাইল পেইজ। যেকোন সাইটের মোবাইল সেকশন কে আমি কতটা গুরুত্ত দেই আমার আগের টিউন গুলো দেখলেই বুঝবেন। আসেন তো দেখি মোবাইল দিয়ে সাইট গুলোর স্কোর কত হয় চেক করি।
প্রথম সাইট টার মোবাইল স্কোর ৪৬ ।
আমার সাইটের এ অবস্থা থাকলে আমি বাড়ি ছেরে পালাতাম শিওর। ম্যাক্সিমাম মোবাইল ব্যাবহার কারি এ পেইজ টায় পরের বার ঢুকার আগে দেখে নেবেন খুব জরুরী কিছু আছে কিনা এখানে যা অন্য কোথাও নাই, নাহলে এখানে ঢোকার সাহস ই করবেন না তারা, তাই না ?
আবার দুই নাম্বার সাইটের সেই একি লিঙ্ক টায় যাই। গিয়ে কি দেখলাম ?
সো আমি আপনাকে বলবো , এই মুহুর্তে গুগলে পেইজ স্পিড টুলস এ ঢুকেন, বের করেন আপনার সাইটের স্পিড , সমস্যা গুলা দেখেন, বুঝার চেষ্টা করেন। ঠিক করেন, ইন্টারনেট কে ফাস্ট করে আর সবাই কে, আর নিজেকে লাভবান করেন। এখানে কমেন্ট করতে পারেন কিছু না বুঝলে, আমি একটু হেল্প করতে পারবো খানিক টা কি করা উচিত বলে দিয়ে। ধন্যবাদ।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
অসাধারন একটি টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই