আজ দেখেন মোবাইল সাপোর্টেড গ্রেট একটা ওয়েবপেইজ কিভাবে বানাবেন।
WordPress Mobile Pack ইনস্টল আমার আগের পোস্ট দেখার পরে করে ফেলার কথা। না করলে নিচের থিওরী অনুসরন করেন।
হয়ে গেলো। এভাবে না হলে ডাউনলোড করে নিতে পারেন গুগলে সার্চ করে, লিঙ্ক দেবার ঝামেলায় গেলাম না।
এখন মোবাইল দিয়ে আপনার সাইটে ঢুকে দেখেন বেশ একটা মোবাইল সাইটে ঢুকছেন। পোস্ট গুলো চেনা না হলে চিনতেই পারবেন না যে কোন সাইটে ঢুকলেন।
এবার পরের ধাপ। Php জানলে ভালো, না জানলে সুধু html দিয়েই হবে। এই বিদ্যেটুকু না থাকলে আপাতত এই অংশটুকু বাদ দিয়ে টিটি তে html লিখে সার্চ করে শেখা শুরু করেন।
আর… আর… আর কি দরকার ? হয়ে গেছে তো !!!!!
সেইম কাজ টা সি প্যানেল এ লগিন না করে ওয়ার্ডপ্রেস এর ড্যাসবোর্ড এর থিম এডিটর থেকেও করা যায়, বাট ভুল ভাল কোড দিয়ে পরে আপনি কানা হয়ে গেলে বলবেন শিমুল ভাই আমারে কি বুদ্ধি দিলো, আমার সাইট ই ডাউন।
এক মিনিট। লেখা শেষ হয় নাই।
Php আর ওয়ার্ডপ্রেস কোডেক্স সম্পর্কে ধারনা না থাকলে মোবাইল থিমের আর কিছুতে হাত দিয়েন না। আর মোবাইল পেইজ কেনো দরকার যেকোন সাইটের তা আমার কোন ক্লায়েন্ট কেই আমি বুঝাতে পারি নাই, আপনাকে বুঝানোর একটা চেষ্টা করি এক লাইনে। দেশের ৭০ ভাগ এর বেশি মানুষ এখনো মোবাইল ইন্টারনেট ব্যাবহার করেন।
অনেকেই বলেন, ভাই প্রিমিয়াম রিস্পন্সিভ থিম ইউজ করি। পেইজের ওয়াডথ তো বাড়ে কমে। সো মোবাইল দিয়েও দেখা যায় ঠিক ঠাক, কি দরকার এত ঝামেলা করার। সো তাদের বলি, ভাই, পেইজের চোখে দেখা সাইজ কমলেও পেইজের একচুয়াল ডাটা কতটা কমে আমার কোন ধারনা নাই, নিজে একবার চেষ্টা করবেন ৫০০ কিলোবাইটের একটা পেইজ মোবাইল দিয়ে লোড করতে।
ধন্যবাদ। কেমন হলো, বা কাজ হলো কিনা বা যেকোন সমস্যায় কমেন্ট করবেন। আর সময় করে উদাহারন হিসেবে একবার ঘুরে আসতে পারেন আমার সাইট ফাজলামী ডট কম থেকে।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
Apnar site ghure dekhlan valo laglo. Erokom aro kisu jante chai. Obossoi apnar oviggota gulo share korben. Thanks