আপনার ব্লগ এ যোগ করুন একটি FLOATING-হ্যালো বার | আপনার ওয়েবসাইট কে করে তুলুন আরও আকর্ষণীয় !!!

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন ?? আপনারা জারা এই পোস্ট টা পড়ছেন, তাদের হইত নিজের কোন ওয়েবসাইট রয়েছে , আমাদের প্রায় সবারই ইচ্ছা আমাদের ব্লগ কে আরও  আকর্ষণীয় করে তুলা...। এবং আমাদের ব্লগের পোস্ট কে আরও বেশি পপুলার করা।

আজ আপনাদের এমন একটা widget/plugins এর সাথে, যা আপনি তাদের ওয়েবসাইট থেকে তৈরি করতে পারবেন, এবং ওইখান থেকেই CUSTOMIZE করতে পারবেন, এবং 😀 😀 আপনার ব্লগ এ আবার এডিট করতে হবে না, এইটা AUTOMATIC এফেক্ট করবে। ।

যা দেকতে নিচের ছবির মত।

তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক,

  • প্রথমে তাদের ওয়েবসাইট এ জান HELLOBAR.COM এ যান।  তাপর আপনার ওয়েবসাইট এর লিঙ্ক দিয়ে এইখানে ক্লিক করুন "Create your First Bar" আপনারা যদি ডেমো দেখতে চান তাহলে এইখানে দেখতে পারেন,

  • তারপর যেকোনো একটা সিলেক্ট করুন যেমন "DRIVE TRAFFIC" এবং "CHOOSE" এ ক্লিক করুন।

blogspot tutorial

  • তারপর আপনার ওয়েবসাইট এর যেকোনো পোস্ট এর লিঙ্ক দিন, মানে যেই পোস্ট টা আপনি আপনার হ্যালো বার এ শেয়ার করবেন ।

  • তারপর আপনি BAR TEXT এ যা ইচ্ছা তাই লিখুন,

  • তারপর আপনি অ্যাকাউন্ট তৈরি করুন।

how to create hello bar account

  • তারপর "I can install code myself" এ ক্লিক করুন, তারপর একটা পেজ আসবে অইখানে কোড থাকবে, কোড এর উপর ক্লিক করুন, কোড গুলা automatic কপি হই যাবে, কোড গুলা কপি করে NOTEPAD এ রাখুন,

ADDING HELLO BAR TO BLOGGER BLOG

কিভাবে এইটা আপনার ওয়েবসাইট অথবা ব্লগার ব্লগে এড করবেন,

আপনার ব্লগার এ যান তারপর TEMPLATE > EDIT HTML এবং এই কোড টা খুজে বের করুন, </head> , আপনার কপি করা কোড, </head> এর ঠিক উপরে/ আগে এড করে সেভ করুন,

আপনি আপনার hello bar ড্যাশবোর্ড এ আপনার বার এডিট করতে পারবেন,

কোন প্রবলেম হইলে কমেন্ট করে জানাবেন,

আমার ব্লগ।

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Something about me and my blog http://livemecca.blogspot.com/p/about_16.html


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লিখছেন ভাই, ধন্যবাদ, আপনার পোস্ট প্রিয়তে রাখলাম।

আপ্নাকেও ধন্যবাদ 🙂