এবারের মিশন ২৯ দিনে ওয়েব ডিজাইন শিখা [শেষ পর্ব-২৯] :: পূর্নাঙ্গ ওয়েব পেজ তৈরী (পিএসডি টু এইচটি ফুটার কাস্টমাইজ ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু ম্যাসেজ)-না দেখলে ডিজাইন মিস
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটরিয়াল দেখার জন্য। এই পর্ব দিয়েই শেষ হবে আমাদের ২৯ দিনে ওয়েব ডিজাইন শিখার মিশন ।শুরুতে অনেকে আমাদের সাথে ছিলেন ,,,,অনেকে এখন ও আছে আবার অনেকে নাই । যাদের সপ্ন ওয়েব ডিজাইনার হওয়া -তাদের জন্য আমার উপদেশ প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য ২৯ দিন যটেষ্ট না,,,,,প্রফেশনাল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য প্রচুর সময়,শ্রম ও মেধা খরচ করতে হয়। চিন্তা করে দেখুন আজ যদি আপনি ব্যবসা করতেন তা হলে কত টাকা নিয়ে ব্যবসায় নামতে হত।ওয়েব ডিজাইন শিখবেন হাজার হাজার টাকা কামাবেন ,,,,,আর এর পিছনে কোন ইনভেষ্ট করবেন না তা কি হয়। ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনাকে লাখ লাখ টাকা ইনভেষ্ট করতে হবেনা।একজন সফল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য সময়,শ্রম ও মেধা ব্যয় করতে হবে ও সেই সাথে ধৈর্য থাকতে হবে ।
এবার ভিডিওর কথায় আশা যাক । এই ভিডিও টিউটরিয়ালগুলো আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি।যারা আমাদের কাছ থেকে সিডি / ডিভিডি সংগ্রহ করতে চান মেইল এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । অবশ্যই মূল্য প্রদান করতে হবে।আর সবার প্রতি অনুরোধ ,,,,,,এডভান্স ভিডিও টিউটরিয়াল বের করতে সবার সাপোর্ট দরকার তাই টিউটরিয়ালঘর কে ইকোনমিক সাপোর্ট দিতে যার যতটুকু সমর্থ অনুযায়ী ডোনেট করবেন । আর আপনাদের ডোনেট পেলেই ফিউচারে এই টিউটরিয়ালগুলো বের করার ইচ্ছা আছে ....
আমি ওয়ালিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরো নাম মো:ওয়ালিফ হোসেন।পড়াশোনা:কম্পিউটার সায়েন্স এন্ড ইনজিনিয়ারিং এ এখনো অধ্যয়ন করছি।ভাল লাগা: ভাল লাগা থেকে যেকোন জিনিসের প্রতি ভালবাসার সৃষ্টি।একজন শৌখিন মানুষ হিসাবে যা যা শখ ছিল সবিই পূরন করার চেষ্টা করেছি এবং একনও করছি।শখের বিষয়গুলোর মধ্যে ছিল-বই পড়া ও বই কিনা,পাখি পালা,বাগান করা,একুরিয়ামে মাছ পুষা, গেম খেলা,কার্টুন দেখা ও...
For donate tutorialGor contact [email protected] or DBBL Mobile Banking 016753630741