ব্লগারদের জন্য আমার তৈরী দুটি ছোট টুল

সালাম সবাইকে,টেকটিউনে আমি প্রথম টিউন করছি । কিন্তু ২০১০ সালের একটিও টিউন ও আমি মিস করিনি।বেশীভাগ গুলো আমি পরেছি।আমি অলস মানুশ,সময় পেলেও আলসেমি করে টিউন করা হয় না।

আজ শুরু করলাম ভালো লাগলে continue করব

যাই হোক,আমি Computer programming করি বগুরায় মোটামুটি ৫ টি প্রতিষ্ঠান আমার সফটওয়ার ব্যবহার করে।

আমি যখন blogger এ ব্লগিং করতাম তখন আমার সুবিধার জন্য ২ টি ছোট সফটয়ার বানিয়েছিলাম।সেগুলোই শেয়ার করছিঃ

১.Screen Ruler:

screenshot
এই সফটয়ার স্ক্রিনের যে কোনো কিছুর width বা height মাপা যায়।

ss2

বর্তমানে pixel এই শুধু মাপা যায়।

ss3

স্কেল টি ছোট-বড় করে মাপা যায়।

স্কেলটির রঙ্গ পরিবর্তন করা যায়।

খুব সাধারন জিনিস তবুও কারো ভালো লাগলে খুশি হব

***সফটয়ারটিতে একটি ছোট bug আছে,সম্ভবত exit দিলে ক্রাস করে।এতে কাজের সমস্যা হবেনা।তবে এটা সারানোর চেস্টা করব।

এইখান থেকে ডাউনলোড করুন

Hexcolor:

ss4

স্ক্রীনের যে কোনো স্থানের রঙ এর HEX কালার কোড পাওয়া যাবে।

ss5

এই কোড সরাসরি copy করার ব্যবস্থা আছে।আশা করি ভালো লাগবে।

এইখান থেকে ডাউনলোড করুন

আর একটি কথা, আমার http://www.bdsoft.tk বন্ধ হয়ে গেছে আমার কোম্পানির এখনকার নামঃKhudrotech

আর সাইট: http://www.khudro.com কিন্তু কিছুই নাই, এখনো কাজ করিনি।

টিউনটি ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি খুবই নগন্য মানুস ভুল ভ্রান্তি মাফ করবেন।

Level 0

আমি এনাম আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এনাম আহমেদ, আদর্শ অলস বলতে যা যা লাগে সব ই আমার আছে। গত ৮ বছর যাবত কম্পিউটার এর সংস্পর্শে আছি। ভালো লাগে প্রোগ্রামিং করতে।বর্তমানে নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও প্রোগ্রমিঙ এর দিকে উতসাহি।
আপনার সাথে যোগাযোগ করতে চাই।

    অবশ্যই ই মেইল করেন আর পারলে কল করেন ০১৭৫১২০৫৪৫৫ আমিও খুশি হব

ভাল টিউন চালিয়ে যান,ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।

থ্যাঙ্ক ইউ ফর শেয়ারিং।

Level 0

স্বাগতম আপনাকে । নিজের তৈরী যত ছোটই হোক তার মূল্য অনেক……………………. চালিয়ে যান। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ টিউনের জন্য… আশা করি অলসতা রেখে টিউন করে যাবেন।

স্বাগতম টেকটিউনসে, নিজে কিছু বানানোর মজাই আলাদা।
ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাই আশা করি মাঝে মাঝে কিছু প্রোগ্রামিং টিউন নিয়ে আমদের কাছে উপস্থিত হবেন।অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাইয়া ভাল লাগলো। ব্লগ নিয়ে ধারাবাহিক টিউন করবেন , আশা করছি। ধন্যবাদ আপনাকে।

১৯৯৬ এর কথা কামরুজ্জামান নিটনের ভিজু্য়্যাল বেসিক এর উপর বইটি পড়ে ছোট্ট একটা প্রোগ্রাম তৈরী করেছিলাম এবং অফিসে সেটা কাজে লেগেছিল। আনন্দটা বোঝাতে পারবনা! ওটাই প্রথম ও শেষ…এরপর আলসেমী।

আমিও টিউনার নূরজাহানের সাথে একমত। সৃষ্টি যত ছোটই হোক তা সৃষ্টি…আপনার শুভকামনা করছি।

আর হ্যা, এই সফটওয়্যারদুটো দারুন কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ।

Level 0

ETA DIYE KI KAJ KORTE PARBO