বর্তমানে ওয়েব ডিজাইন এর চাহিদা অনেক । আর এখন আমাকে ফেসবুকে জিজ্ঞাস করেন যে ওয়েব ডিজাইন কি ভাবে শিখব ? এটা টি কঠিন ? কোথা থেকে শুরু করব ? এটার মূল্য কেমন ? আরও অনেক । মূলত তাদের জন্যই আমার আজকের এই টিউনটি লিখা । যাই হক কাজের কথায় ফিরে আসি । ওয়েব ডিজাইন বর্তমান সময়ে খুব ভাল একটি পেশা । একটি কথা আমি বলে নেই, সেটা হচ্ছে আপনি যাই শিখুন না কেন সেটা আপনাকে মন দিয়ে শিখতে হবে । যদি আপনার এটি ভাল না লাগে তবে অন্য কিছু শিখুন তাতে করে আপনার শিখার চাহিদা বজায় থাকবে ।
১ম প্রশ্নের উত্তরঃ ওয়েব ডিজাইন আপনি কয়েক ভাবেই শিখতে পারবেন ।
তবে আমাদের অতি পরিচিত দুটি মাধ্যম হচ্ছে ১. প্রশিক্ষণের মাধ্যমে ২. টিউটোরিয়াল দেখে ।
মানুষ ৩টি জিনিসের মাধ্যমে একটা জিনিস কে খুব সহজে কোন কিছু কে তার মধ্যে নিতে পারে ১. কানে শুনে ২. চোখে দেখে ৩. নিজে করার মাধ্যমে । এই ৩টি জিনিসের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোন কিছু কে নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন ।
২য় প্রশ্নের উত্তরঃ আসলে ওয়েব ডিজাইন তেমন কোন কঠিন বিষয় নয় । আপনি যদি মনে করেন কঠিন তাহলে এটি আপনার কাছে কঠিন মনে হবে আর যদি মনে করেন যে সহজ তাহলে সহজ । মূল কথা হল সেটা কঠিন হক বা সহজ তাতে কিছু যায় আসে না । আপনার মনোভাব টা এমন হওয়া চাই যে আমাকে শিখতেই হবে ।
৩য় প্রশ্নের উত্তরঃ ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে যা যা শিখতে হবে তাহল *HTML *CSS * JAVA SCRIPT * PSD-HTML *Twitter - Bootstrap *Less Framework ইত্যাদি । সবার প্রথমে আপনি শিখবেন এইচটিএমএল তারপর সিএসএস শিখবেন তারপর JAVA SCRIPT শিখবেন । আর এই গুলু শিখা শেষ হলে আপনি পিএসডি টু এইচটিএমএল করা শুরু করবেন । Twitter - Bootstrap *Less Framework এই দুটো ব্যাবহার করা হয় ওয়েব সাইট কে রেস্পন্সিভ করার জন্য আগের ৩টি বিষয় ভাল করে না শিখে এই গুলু শুরু করবেন না । যদি করেন তাহলে কিছুই বুজবেন না । আমি আমার জিবনে এমন অনেক ডিজাইনার দের কে দেখেছি যারা অল্প একটু কাজ শিখেই কাজে নেমে পরেন । এটা কখনই করবেন না তাহলে শুরু তেই আপনার ক্যারিয়ার শেষ । আগে ভাল করে কাজ শিখুন তার পর প্রোফেসনাল কাজের জন্য মাঠে নামুন ।
৪থ প্রশ্নের উত্তরঃ আমি আগেই বলেছি যে ওয়েব ডিজাইনার এর মূল্য অনেক । একজন ডিজাইনারই পারেন একটি সাইটকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে । তাই ডেভেলপার দের চাইতে ডিজাইনার দের কে বেশি প্রাধান্য দেওয়া হয় । আপনি যদি অডেস্কে ওয়েব ডিজাইন এর কাজ করেন তবে নতুন অবস্থায় আপনি সর্বনিম্ন ঘণ্টায় পাবেন ৫$ করে আর সরবচ্চ ২০০$ পর্যন্ত যেতে পারবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবেন ।
আজ এই পর্যন্তই । কাল আবার কথা হবে আপনাদের সাথে ।
আমাকে ফেসবুক এ পেতে এখানে ক্লিক করুন
আমাদের হেল্প পেজঃ DIVINE CODER পেজটি ভিজিট করার জন্য অনুরুধ রইল ।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে ধন্যবাদ