আপনার ব্লগের জন্য নিয়ে নিন অসাধারণ একটি HTML সাইটম্যাপ পেজ

আজকের পোস্ট মূলত ব্লগস্পট ব্লগের সাইট ম্যাপ নিয়ে। তবে যারা সাইট ম্যাপ সম্পর্কে জানেন তাদেরকে বলছি, আজকের পোস্ট ওয়েবমাস্টারের সাইট ম্যাপ বিষয়ক কোন লেখা না। আজকে আমি আপনাকে শেখাব কিভাবে ব্লগে একটি এইচটিএমএল সাইটম্যাপ যোগ করবেন। তাঁর আগে আপনাকে জানতে হবে সাইটম্যাপ কি (যদি না জানেন)? পুরোপুরি না পারলেও সাইটম্যাপ সম্পর্কে দু'এক লাইন বেসিক ধারণা দেওয়ার চেস্টা করব। তবে চলুন...

সাইটম্যাপ

এইচটিএমএল সাইটম্যাপ কি?

সাইটম্যাপ সাধারণত দু'ধরণের। এক. এক্সএমএল সাইট ম্যাপ দুই. এইচটিএমএল সাইট ম্যাপ। আজ আমি যেহেতু এক্সএমএল সাইটম্যাপ নিয়ে পোস্ট লিখছিনা তাই এ সম্পর্কে আলচনায়ও যাচ্ছি না। তবে শুধু বলে রাখি, এক্সএমএল সাইটম্যাপ (xml sitemap) মূলত সার্চ ইঞ্জিনগুলোকে আপনার ব্লগ ক্রল বা ইনডেক্স করতে সাহায্য করে। এখন বলি এইচটিএমএল সাইটম্যাপের কথা। সাইটম্যাপ শব্দটিই এর ধরণ কিছুটা বলে দেয়। বাংলাদেশের ম্যাপ যেমন আমাদের সামনে রাখলে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব পরিস্কার বুঝা যায়। তেমনি সাইটম্যাপও তেমনি এক ধরণের ম্যাপ যা আপনার ব্লগ বা সাইটের পোস্ট বা পেজগুলোর সমষ্টি। যা ওই সাইটের ব্যবহারকারি বা ভিজিটর এর সামনে উপস্থাপন করলে তিনি সেই ব্লগ বা ওয়েব সাইট সম্পর্কে পরিপূর্ণ পথ খুঁজে পাবেন। এইচটিএমএল সাইটম্যাপ (HTML Sitemap) আপনার ব্লগের অন্য ১০ টি পাতার মতই একটি পাতা যা আপনার ভিজিটরের কাছে আপনার ব্লগের সকল পোস্ট আকর্ষণীয় ডিজাইনে একটি পাতাতেই তুলে ধরবে। অনেকেই সাইটম্যাপ সম্পর্কে জানেন। কিন্তু আমি শুধুমাত্র যারা নতুন তাদেরকে কিছুটা শেখার জন্যই পোস্ট লিখি। তাহলে যারা ব্যাপারটি বুঝতে চান তাঁরা এখানে ক্লিক করে আকর্ষণীয় সাইটম্যাপটি দেখে আসুন।

এইচটিএমএল সাইটম্যাপ কেন? 

XML Sitemap যেমন সার্চ ইঞ্জিনকে আপনার ব্লগকে উপস্থাপন করে। তেমনি HTML Sitemap আপনার পুরো ব্লগকে ভিজিটরের নিকট উপস্থাপন করে। একটি বড় ব্লগের জন্য এইচটিএমএল সাইটম্যাপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সাইটম্যাপে একবার চোখ বুলালেই ভিজিটর ব্লগের সকল পোস্ট এবং পেজগুলোর সন্ধান পাবে কোন ঝামেলা ছাড়াই। আসা করি বুঝতে পেরেছেন একটি এইচটিএমএল সাইটম্যাপের গুরুত্ব সম্পর্কে।

এইচটিএমএল সাইটম্যাপ কিভাবে ব্লগে যোগ করব?

  • প্রথমেই ব্লগস্পট ব্লগের ড্যাশবোর্ডে লগিন করুন।
  • Page সেকশন বা অপশন থেকে একটি নতুন পেজ তৈরি করুন।
  • পেজটির টাইটেল বা নাম হিসেবে দিবেন Sitemap । আপনার ব্লগ যদি বাংলায় হয় তাহলে বাংলাতেও লিখতে পারেন।
  • এবার পেজের কন্টেন্ট যেখানে লেখেন সেখানে Compose মোড থেকে HTML মোডে ক্লিক করুন।
  • এবার ওখানে কিছু কোড দেখতে পাবেন। ওগুলো কেটে দিন। এখন নিচের কোডগুলো কপি করে ওখানে পেস্ট করুন।

<style type="text/css">

#toc{

width:99%;

margin:5px auto;

border:1px solid #2D96DF;

-webkit-box-shadow:4px 4px 8px 2px rgba(0,0,0, 0.2);

-moz-box-shadow:4px 4px 8px 2px rgba(0,0,0, 0.2);

box-shadow:4px 4px 8px 2px rgba(0,0,0, 0.2);

}

.labl{

color:#FF5F00;

font-weight:bold;

margin:0 -5px;

padding:1px 0 2px 11px;

background:-moz-linear-gradient(right,#C2EAFE 0%,#055A85 40%);

background:-webkit-gradient(linear,left 10,right 80,color-stop(0.20,#055A85),color-stop(1,#C2EAFE));

border:1px solid #2D96DF;

border-radius:4px;-moz-border-radius:4px;

-webkit-border-radius:4px;box-shadow:3px 3px 1px #bbb;

-moz-box-shadow:3px 3px 1px #bbb;-webkit-box-shadow:3px 3px 1px #bbb;display:block;

}

.labl a{

color:#fff;

}

.labl:first-letter{t

ext-transform:uppercase;

}

.new{

color:#FF5F00;

font-weight:bold;

font-style:italic;

}

.postname{

font-weight:normal;

background:-moz-linear-gradient(right,#C2EAFE 0%,#fff 40%);

background:-webkit-gradient(linear,left 80,right 10,color-stop(0.60,#fff),color-stop(1,#C2EAFE));

}

.postname li{

border-bottom: #ddd 1px dotted;

margin-right:5px

}</style>
<div id="toc">

<script src="https://googledrive.com/host/0ByNodV_m9cVLR0pmWFgwZ1NmdW8/" type="text/javascript"></script>

<script src="http://www.bloggermaruf.com/feeds/posts/default?max-results=9999&amp;alt=json-in-script&amp;callback=loadtoc">

</script></div>

  • উপরের কোডগুলোতে bloggermaruf.com এর জায়গায় আপনার ব্লগের এড্রেস বসিয়ে দিন।
  • এবার পেজটি Publish করে ভিজিট করে দেখুন।

সময়সল্পতার কারণে স্ক্রিনশট টিউটোরিয়াল তৈরি করতে পারলাম না। আশা রাখছি, যাদের বেসিক ব্লগস্পট জ্ঞান আছে তাঁরা চোখ বন্ধ করেও এই কাজটি করতে পারবেন। তবে একদম নতুনদের জন্য বলছি, আপনাদের যেকোন সমস্যায় আমাকে জানাবেন। অবশ্যই সাহায্য করব। আল্লাহ হাফেজ...

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নাহ্ blogspot এ কাজ হলো না, শুধু টাইটেল শো করে ।সমাধান আশা করছি ।

    @zaman: zaman ভাইঃ যদি আপনি ধাপগুলো ঠিকভাবে করে থাকেন তাহলে ১০০% হবে। আমি নিজেই আমার ব্লগে ব্যবহার করছি এবং ডেমো লিংকও দিয়েছি। আপনি ওই সাইটম্যাপ পেজের এডিট এ গিয়ে ডানপাশ থেকে Option এ Interpret typed HTML ক্লিক করে পাব্লিশ করে আরেকবার চেষ্টা করুন।

ভাল এবং কাজের জিনিস। ধন্যবাদ

Level 0

কোড টি নোটপ্যাডে সেভ করে গুগল ড্রাইভে আপলোড দিন, তারপর link share করুন। ভেবে দেখবেন মিস্টার @ব্লগার মারুফ ঃ)

Very Informative Tune. Thanks for sharing

Level 0

না ভাই, এ ভাবেও হলো না ।

Level 0

Thanks brother!

অনেক অনেক ধন্যবাদ ভাই। অনেক কাজের জিনিস। আমার ব্লগার এ কাজ করসে।

Many many Thanks