Artisteer এর ট্রায়াল সমস্যার সমাধান

আমরা যারা Artisteer সফটওয়্যারটি ব্যাবহার করেছি তারা জানি যে এটি কত ঝামেলাদায়ক।বিশেষ করে এর  সিরিয়াল কী পাওয়া যায় না।ফলে এর ট্রায়াল ভার্শন ইউস করতে হয়।কিন্তু ট্রায়াল ভার্শন ইউস করলে এর দ্বারা ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর থিম তৈরি করলে প্রতিটি থিমের মধ্যে Trial Trial লেখাটি এসে যায় যা খুবিই বিরক্তিকর।

নিচে এর সমাধান দিলাম।

১| প্রথমে Artisteer ওপেন করে আপনার ইচ্ছা মত থিম তৈরি করুন।

২|এরপর সেটি এক্সপোরূ্ট করুন।

৩|এবার আপনি আপনার উইন্ডোজ ড্রাইভে গিয়ে Documents and Settings ফোল্ডারটি খুলুন এরপর আপনার ইউসারনেমের নামে একটি ফোল্ডার পাবেন,সেটি খুলুন। এখানে local setting নামে  একটি হিডেন ফোল্ডার আছে সেটি খুলুন। এবার temp ফোল্ডারটি খুলুন ।এবার এখানে দেখবেন যে Artisteer_xxxx(এখানে xxxx হচ্ছে চারটি যেকোন সংখ্যা।যেমন ৩৪৫৬।) নামে একটি ফোল্ডার আছে ।এই  ফোল্ডারের ভিতরে আছে  আপনার থিমের original ইমেজ ।এবার এই ইমেজ গুলো দিয়ে আপনার থিমের Trial চিহ্নিত ইমেজ গুলো রিপ্লেস করুন।তাহলেই আপনি আপনার পছন্দের থিমটি পেয়ে যাবেন।

৪|এই কাজ গুলো করার সময় ভুলেও Preview In Browser অপশন ইউজ করবেন না এবং Artisteer কে Exit করবেন না।

এই Tips এর মাধ্যমে আমি একটি Blogger Template ডিজাইন  করেছি ।

এর ডেমো দেখুন এই লিঙ্ক হতে  -->> Click This Link

আর ডাউনলোড করুন  এখান হতে -->>Click This Link

Artisteer কি? তা জানতে হলে এই টিউন পড়ূন --->> Click This Link

আমার প্রেজেন্টেশন ভাল না।তাই মাফ করবেন।

Level 0

আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Are BOSS, apnito ekta jotil tips diyechen.
Apnare jodi Thanks na dei toy ar kare dimu ???
Thank U very very much.

আমি ভাই খুজে পাচ্ছি না। আমার C:\Documents and Settings\tohidul\Local Settings\Temp টা তে Artisteer _1478 নামে কোন ফোল্ডার নাই। আমি কিভাবে করবো।

    আমি এখানে বলেছি যে Artisteer_xxxx নামে একটি ফোল্ডার থাকবে যেখানে xxxx হচ্ছে চারটি যেকোন সংখ্যা
    তার মানে হতে পারে আপনার ফোল্ডারটি হতে পারে এইনামে —>>> Artisteer_1234 or Artisteer_5643 or Artisteer_0986 ইত্যাদি…..
    শুধু যে Artisteer_1478 নামের ফোল্ডার থাকতে হবে তা কিন্তু নয়।

    আর এই কাজগুলো করার সময় আপনি যদি Artisteer কে ক্লোজ বা এক্সিট করে দেন তাহলে Temp থেকে Artisteer_xxxx ফোল্ডারটিও ডিলিট হয়ে যাবে।সুতরাং এই টিপস ফলো করার সময় Artisteer ক্লোজ করবেন না।

Thanks for nice tips

খুবি উপকারী টিউন।আমি এই সফটওয়্যার ব্যবহার করি আর এই সমসসার সমাধান অনেক খুজেছি বুত পাই নাই।অনেক ধন্নবাদ ভাই.
http://www.tech-yard.com/

Artisteer কি জিনিস তা আমি আপনার টিউন থেকেই জেনেছি।আপনি আপনার টিউনে Artisteer এর যেই লিন্কটা দিয়েছেন এইখানেও তাই দিয়েছেন,কিন্তু আপনার সেই Zip ফাইলে থাকা লোডারটা কাজ করে না। আমি অনেক চেষ্টা করেছি……………..

পোর্টেবল ফুল ভার্সানের লিংক আছে, লাগলে বলবেন

vai amar pc ta show hidden file dilao bar bar don’t show hidden file option ta select hoye jay…please give me a solution.

Level 0

vai …amareo mail koren doya kore mail : [email protected]