আপনার ব্লগে চলন্ত লেখা যুক্ত করুন। না দেখলে সুন্দর একটি জিনিস মিস

নিজের ব্লগটাকে সাজাতে কে ন চায়? সবাই নতুন নতুন গেজেট ব্যবহার করে থাকি নিজের ব্লগটিকে সাজিয়ে তুলতে।  আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পছন্দের লিখাটিকে খবরের শিরোনামের মত স্ক্রল করাবেন। মানে ধরুন আমি চাইতেছি “এই ওয়েবসাইটটি আপনাকে সাধরে গ্রহণ করলো। নিয়মিত ভিজিট করতে থাকুন আশা করি উপকৃত হবেন।”

লিখাটি আমার ব্লগের সবার উপরে চলমান থাকবে মানে খবরের শিরোনামের মত ঘুরতে থাকবে। আমার ব্লগে দেখে আসতে পারেন....  

এই কাজটি করতে প্রথমে ব্লগার ডেসবোর্ডে লগ ইন করুন, তারপর layout এ ক্লিক করুন, নিচে দেখুন......
layout এ ক্লিক করার পরে নিচের মত দেখবেন...........................

এবার আপনি add a gadget এ ক্লিক করুন, তারপর নিচের মত আরেকটি পেজ দেখবেন...........................

এবার HTML/Java script এ ক্লিক করুন, তাহলে নিচের মত আরেকটি ছবি দেখবেন...............

টাইটেল বক্সে কিছু না লিখলেও চলবে এবং content বক্সে নিচের  কোডগুলো কপি করে পেস্ট করুন...

<style>
#wcnot-cont
{
top:0px;
left:0px;
z-index:9999999;
position:fixed;
width:100%;
background:#222222;
color:#ffffff;
font:16px georgia;
box-shadow:2px 2px 5px #444444;
-moz-box-shadow:2px 2px 5px #444444;
-web-kit-box-shadow:2px 2px 5px #444444;
-goog-ms-box-shadow:2px 2px 5px #444444;
}

#wc-movtext
{
text-align:center;
padding:8px;
font-family: Verdana,”Times New Roman”,Georgia,Serif;
font-size:12px;
color: #ffffff;
}

#wc-movtext a
{
color:#ffffff;
text-decoration:none;
font:16px georgia;
}
#wc-movtext a:hover
{
color:yellow;
text-decoration:none;
}

</style>
<div id=’wcnot-cont’>
<div id=”wc-movtext”>
<marquee behavior=’alternate’ direction=”left”
onmouseover=”this.stop();”
onmouseout=”this.start();”>

<p>
<a href=”http://Link” target=”_blank”><b>Your Text 1</b></a>

| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 2</b></a>

| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 3</b></a>

| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 4</b></a>

</p>
</marquee>
</div>
<div>

উপরে কোড গুলোতে লক্ষ্য করুন সবুজ কালার ও নীল কালারের লেখা গুলো ইডিট করতে হবে । সবুজ কালারের http://Link এর জায়গায় আপনার লেখার নিংক দিন মানে আপনার যে কোন লিখার , বা পোষ্ট, বা যে কোন ওয়েব সাইটের লিংক দিতে পারেন। এবং নীল কালারের Your Text 1 এর জায়গায় আপনার লেখা গুলো লিখে দিন মানে আপনি যে লিখাটিকে স্ক্রল করাতে চান সেটা। দেখুন উপরে লেখার চারটি কোড দেওয়া আছে, আপনি চাইলে আরো বাড়াতে পারেন অথবা চাইলে আরো কমাতেও পারেন।

এবার আপনি সর্বশেষ save বাটনে ক্লিক করুন, এবং আপনার যেখানে রাখতে ইচ্ছে হয় সেখানে রাখুন। এবার আপনার ব্লগে ডুকে দেখুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন।

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.............

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই, আপনাকে অভিনন্দন সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য। দোয়া করতেছি, যাতে আল্লাহ আপনাকে সামনে আরো ভালো ভালো টিউন করার তৌফিক দান করেন।

thanks! ভাই কেউ কি বলতে পারেন এখন টেকটিউনে নিউ আইডি খোলার কোনো উপায় আছে কিনা!!

taher bahari@ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান একটি কমেন্ট করার জন্য। আর আল্লাহ আপনাকে অনেকদিন বাচিয়ে রাখুন যেন আপনি নিয়মিত ভাল ভাল কমেন্ট করতে পারেন।

Sheikh Miraj@ ধন্যবাদ। এই মুহুর্তে আমার মনে হয় টেকিতে একাউন্ট খোলা একটু কষ্টকর। আমিও ঐ দিন একটি একাউন্ট খুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি।

Tahmid Hasan@ ভাই আপনার ব্লগটি আমি দেখেছি ভালই লাগলো। এক শর্তে আপনার ব্লগে লিখতে পারি আপনিও যদি আমার ব্লগে লিখেন। চুক্তিতে রাজি থাকলে আপনার ইমেইল এড্রেস দিন আমি আপনাকে আমার ব্লগের একজন অথর বানিয়ে দিব।

Level 0

অনেক ধন্যবাদ, কেুব ভাল একটি পোস্ট করার জন্য

Bnreza@ আপনাকেও ধন্যবাদ না দিয়ে পারতেছি না।

Level 0

thanks Vai

SUNNY1010@ thanks Vai

মনির উদ্দিন@ বস আপনাকেও ধন্যবাদ

Level 0

Bro apnar Bloger Templet ta onk nice….
amk oi rakom kicu templete dita parben ??