হাতে কলমে ওয়েব রিসার্চ করা শিখুন, সাথে এর মাধ্যমে অনলাইনে আয় করার সম্পূর্ণ গাইড

ওয়েব ‍রিসার্চের কাজটি খুব সহজে স্বল্প জ্ঞান দিয়েই করা সম্ভব। অথচ মার্কেটপ্লেসগুলোতে এর ডিমান্ডও অনেক বেশি। কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু জ্ঞান দিয়েই যে কেউ এই কাজটি করতে পারে।

জেনে নেয়া যাক, এই কাজটি করার জন্য কি কি যোগ্যতা থাকা দরকারঃ

১. ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে।

২. ফেইসবুক ব্যবহার করা জানতে হবে।

৩. এম এস ওয়ার্ড, এক্সেল ব্যবহার জানতে হবে।

৪. গুগলে সার্চ করতে পারতে হবে।

অবাক হচ্ছেন, শুধুমাত্র এইটুকু জ্ঞান থাকলেই এই কাজ করা সম্ভব? তাহলে নিশ্চিত সন্দেহ হতে পারে, এই কাজের মাধ্যমে আয়ের পরিমানের উপর। না আয় কম না। আমি আজকে পুরো লেখাটি লিখব এই বিষয়ে একজনের নেয়া ক্লাশের উপর ভিত্তি করে। সে একদমই নতুন এ বিষয়ে। তারপরও তার আয় মাসে গড়ে ১৫,০০০ টাকার মত।

তার পরিচয় দিয়েই লিখা শুরু করাটা ভাল হবে।

ক্রিয়েটিভ আইটিতে আমার এসইও ক্লাশে কিছুটা বৈচিত্রতা আনার জন্য উদ্যোগ নেই, বিভিন্ন বিষয়ের উপর নতুন যারা ভাল আয় করছে, তাদের নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে তাদেরকে দিয়েই ক্লাশ নেওয়াবো। তার ধারাবাহিকতায় প্রথম ক্লাশটি নেয়,  ক্রিয়েটিভ আইটি আয়োজিত নারীদের ফ্রিল্যান্সিং স্কলারশীপপ্রাপ্ত জিনিয়া সওদাগর। সকলের জন্য ফ্রি এই ক্লাশটিতে জিনিয়া তার নিজের বাস্তব কাজের উপর ভিত্তি করে ক্লাশটি নেওয়ার কারনে বিষয়টি বুঝতে সবার জন্য অনেক সহজ হয়েছে। তার পুরো ক্লাশটির উপর ভিত্তি করে লিখব আজকের পোস্টটি। তাহলে আশাকরি, সবাই ওয়েব রিসার্চ কাজটি করতে পারবেন।

 ওয়েব রিসার্চের বিষয়টি সম্পর্কে জানবঃ

কেউ তার পণ্যের প্রচারের করার জন্য সম্ভাব্য ক্রেতাদের তথ্য সংগ্রহ করার জন্যই সাধারণত ওয়েবরিসার্চটি করে থাকে। এই রিসার্চে একটি নির্দিষ্ট এলাকার সম্ভাব্য সকল ক্রেতাদের তথ্য যেমনঃ ওয়েবসাইটের ঠিকানা, প্রতিষ্ঠানের নাম, ফোন, প্রতিষ্ঠানটির লোকেশন, ফেসবুক পেজ, ইমেইল ঠিকানাসহ আরো অনেক তথ্য বায়ারের রিকোয়েরমেন্ট অনুযায়ি জোগাড় করতে হয়।

অ্যাফিলিয়েশনের মাধ্যমে যারা আয় করতে চান, তাদের জন্যও ওয়েব রিসার্চের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য ক্রেতাদের তথ্য জেনে তাদের কাছে ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে কিংবা অন্য কোন উপায়ে, নিজের পণ্যের প্রচার করাটা সহজ হয়।

 কাজটি করার পুরো প্রক্রিয়াটি দেখিঃ

বায়ার সাধারণত নির্দিষ্ট একটি এলাকার কথা এবং নির্দিষ্ঠ একটি ক্যাটাগরির কথা উল্লেখ করে বলে দেয় সেটির উপর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ করে দিতে।

জিনিয়া তার বক্তব্যে উদাহরণ হিসেবে বলেছেন, তাকে ওডেস্ক থেকে একজন ক্লায়েন্ট অস্ট্রেলিয়াতে পোষাক নিয়ে ব্যবসা করা সকল প্রতিষ্ঠানের তথ্য জানতে চেয়েছে। সেই ক্লায়েন্ট ১০০০টি ডাটা চেয়েছে। সে এইজন্য আমাকে পরিশোধ করবে ৫০ ডলার। এটি ফিক্সড কাজ।

এ কাজটির জন্য ওডেস্কে জব ডেস্ক্রিপশনটি কি ছিল দেখে নেই

Need web researcher to find out certain fb pages and sort out it for me according to how many likes,email,business name and so on. need high quality fast work. please contact with skype and available time on skype according to the time zone.

thanks san

কাজটি পেতে আমার ব্যবহৃত কভার লেটারটি

Hello sir,

I am very interested in this job. I am expert in this type of work. I have done many jobs like this and my employers praised me highly which you can see in my profile.

I think I am perfect for this job. And I can assure you that I will successfully complete this project.

আমার বায়ার আমাকে কাজের জন্য হায়ার করার আগে যখন আমারে ইন্টারভিউ নেয়, সেখানে তার কি কি তথ্য লাগবে, সেটা উল্লেখ করে।

তার প্রয়োজনীয় তথ্যঃ

বায়ার অস্ট্রেলিয়াতে অবস্থিত ৩ ক্যাটাগরি প্রতিষ্ঠানের তথ্য জানতে চেয়েছিল।

১। রেস্টুরেন্ট

২। ফ্যাশন/ ক্লথ

৩। ক্যাফে

‌যেই যেই তথ্য লাগবে, সেগুলো হলোঃ

ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন, ফেসবুক প্রোফাইল নাম, ফেসবুক পেজে লাইক সংখ্যা, পেজে রেটিং থাকলে সেই সংখ্যা।

এসব তথ্য জানার জন্য সে সবসময় ২টি ওয়েবসাইটের সাহায্য নিয়ে থাকে।

ওয়েবসাইটের ২টির নামঃ http://www.yellowpages.com এবং http://www.yelp.com

http://www.yelp.com এই ওয়েবসাইটটির মাধ্যমে কাজটিকে বুঝাবো।

উপরে স্ক্রীনশটের মার্ক:১

এর ঘরে আপনার প্রোডাক্টের নামটি লিখবেন। আমার কাজটিতে প্রোডাক্টের নাম cloth। সেজন্য সেখানে আমি এটি লিখেছি।

উপরে স্ক্রীনশটের মার্ক:২

এর ঘরে লোকেশন লিখতে হবে। সেখানে প্রথমে শহর নাম, তারপর কমা দিয়ে দেশের নাম উল্লেখ করতে হবে। যেহেতু আমার বায়ার অস্ট্রেলিয়ার কথা উল্লেখ করে দিয়েছে, সেজন্য আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের নাম দিয়ে আমি সার্চ করেছি।  এরপর ডান দিকের সার্চ বাটনে ক্লিক করলেই পেয়ে যাব প্রয়োজনীয় তথ্য।

উপরে স্ক্রীনশটের মার্ক:৩

তে দেখা যাচ্ছে কাংখিত সেই তথ্যগুলো। এখান থেকে প্রতিষ্ঠানগুলো নাম, ঠিকানা, ফোন নাম্বারটি পেয়েছি।

এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে এমএস এক্সেলে একটি ফাইল খুলে সব সেখানে সংরক্ষন করুন।

Yelp থেকে অনেক সময় অনেক কোম্পানীর ওয়েবসাইট ঠিকানা পাওয়া যায়না। তখন কি করবেন?

সেই ক্ষেত্রে কোম্পানীটির নাম গুগলে লিখে সার্চ দিলে, সেই কোম্পানীর ওয়েবসাইটের ঠিকানা খুজে পেয়ে যাবেন। গুগলে খোজার ক্ষেত্রে কোম্পানীর নামের সাথে, শহর ও দেশের নামটি দিয়ে দিলে, খুব সহজে খুজে পাবেন। অর্থাৎ গুগল সার্চে লিখুন, comeback kid, Melbourne, Australia

বায়ারের চাহিদাতে ছিল ফেসবুক পেজের ঠিকানা, পেজে লাইক সংখ্যা, পেজের রেটিং। সেটি কিন্তু এখনও খুজে পাইনি। সেটির জন্য অন্য ধাপে যাব এবার।

যেকোন ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকেই খুজে বের করতে হবে ফেসবুক লিংক। আর ফেসবুকের পেজের লিংক পেয়ে গেলে সেখান থেকে লাইক কিংবা অন্যান্য তথ্যগুলো খুজে বের করার ব্যপারে আশাকরি বলতে হবেনা। এখানের তথ্যগুলো সংগ্রহ করে আগের এক্সসেল ফাইলে সংরক্ষণ করতে হবে। পেয়ে গেলাম এভাবে করে ১০০০ টি প্রতিষ্ঠানের ডাটা সেই বায়ারের জন্য যোগাড় করতে হবে।

কাজটি সম্পন্ন করে আমি যেই এক্সসেল ফাইলে বায়ারকে কাজ জমা দেই। সেটির স্ক্রীনশটটিও দেখুন।

Jinia

এ কাজটি সম্পন্ন করার জন্য বায়ার আমাকে ১ সপ্তাহের সময় দিয়েছিল। সেই ১ সপ্তাহে কাজটি সম্পন্ন করতে আমাকে সর্বমোট ১৫ ঘন্টা কাজ হয়েছে। তার মানে ৫দিনে ১৫ ঘন্টা কাজ করে আমার আয় হয়েছে ৫০ ডলার (৪,০০০টাকা)। বাকি মাসে আরও কাজ করলে আয় আরো বেশি হবে। আমি নিয়মিত কাজ পাচ্ছি। ওডেস্কে আমি খুব নতুন। এপ্রিল ২০১৩ থেকে আমি অনলাইনে কাজ শুরু করি।

সবাই এ লেখাটি পড়ে আজকে থেকেই কাজ শুরু করবেন আশাকরি। অনেক বিস্তারিতভাবে লেখার চেষ্টা করেছি। তারপরও যদি কারও কোন প্রশ্ন থাকে, ফেসবুকগ্রুপে এসে প্রশ্ন করতে পারেন।

ফেসবুকঃ facebook.com/groups/creativeit/

আমার সকল লেখা পাওয়ার জন্য আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।

ব্লগঃ genesisblogs.com

Level 0

আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর পোষ্ট হয়েছে।ধন্যবাদ। 🙂

Level 0

সবই তো বুজলাম কিন্তু আগের experience,history,client feedback কই পামু???????

    Level 0

    @Saiful: সে যখন এপ্রিল মাসে শুরু করেছিল, তখন তার কোন ফিডব্যাক কিংবা কোন ধরনের ইতিহাস ছিলনা।

Level 0

তাহলে কভার লেটার এ লিখল কি???

    Level 0

    @Saiful: ভাইয়া এত ব্যখ্যা করে লেখার পরও যে আপনার প্রশ্নগুলো শুনতেছি, আমার মনে হইতেছে, আমার লেখাতেই ভুল ছিল। সে এপ্রিল মাসে যখন কাজ শুরু করে তখন তার কোন ফিডব্যাক ছিলনা। সেখান থেকেও কাজ পেয়েছে। আর এখন যেই ক্লায়েন্টের কাজ নিয়ে লিখেছি, সেটা মাত্র শেষ করলে। অর্থাৎ তার অনলাইন ক্যারিয়ার শুরুর ৮ মাস পরের কাজ। এর পরও আর প্রশ্ন থাকলে ফেসবুকে গিয়ে প্রশ্ন করুন।

Level 0

প্রথম কাজ করার পর এ রকম কভার লেটার তো লিখাই যায়।আর client আগের history দেখলে অনেক consider করে। কিন্তু history কই পামু??? পারলে নতুন দের জন্য কিছু দেন।

Level 0

“বায়ারের চাহিদাতে ছিল ফেসবুক পেজের ঠিকানা, পেজে লাইক সংখ্যা, পেজের রেটিং। সেটি কিন্তু এখনও খুজে পাইনি। সেটির জন্য অন্য ধাপে যাব এবার।যেকোন ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকেই খুজে বের করতে হবে ফেসবুক লিংক।”

vai facebook ar address kothai pabo, ai shomporka jode r aktu bistarito bolten tahola onak valo hoto r ami o upokrito hotam. VARY VERY thanks for the post.

Level 0

বুজলাম। ভাই কিছু মনে কইরেন না,আমি এমনি কিন্তু আপনার tune এর খুব ভক্ত…

Level 0

আর জানতেঃhttp://goo.gl/a2kPyt

Darun Tune hoyeche, sudhu coment korar jonno login korlam.

    Level 0

    @SAHEB BISWAS: শুনে শান্তি পেলাম। লেখা সার্থক হয়েছে।

নতুন কিছু পেলাম। ভালো লাগলো। আশা করি সামনে আরও কিছু পাব।

    Level 0

    @bloggersalim: ইনশাল্লাহ সামনে আরো কিছু আসতেছে। দোয়া করেন, যাতে লেখার মুড ঠিক থাকে।

Level 0

Nice post for beginner. I wish you will continually submit this types tutorial

    Level 0

    @monir99: ইনশাল্লাহ সামনে আরো কিছু আসতেছে। দোয়া করেন, যাতে লেখার মুড ঠিক থাকে।

Level 0

Nice post for beginner. I wish you will continually submit this types of tutorial

Nice post dekhi pai kina..

Google Adsense Account Karo Proyojon Hole Contact Korte Paren 2 Hour e Kore Dibo :01737549011

এক্রাম ভাই দেশ ও জাতি নিয়া ব্যাপক দুশ্চিন্তায় আছে তাই পোষ্ট কম কম!

Level 0

না ভাই, আসলে আমাদের ক্রিয়েটিভ আইটির বড় প্রোগ্রাম গেল, অনেক ব্যস্ততা ছিল। লিখতে পারিনি। অফিস নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। সেজন্য লেখা কম হয়। সেটা পুশিয়ে দিচ্ছে আমার কিছু স্টুডেন্ট। তারা অনেক ভাল লিখছে। তারপরও আমি লিখব নিয়মিত, ইনশাল্লাহ।

উৎসাহ মূলক টিউন। ধন্যবাদ।

Level 0

জিনিয়ার ক্লাশের উপর ভিত্তি করে ওয়েব রিসার্চের উপর লিখা আমার আর্টিকেলটি ব্যাপক সাড়া ফেলছে, দেখা যাইতেছে।
আমি লেখাটি ২ জায়গাতে পাবলিশ করি। টেকটিউনস এবং আমার নিজের ব্লগ জেনেসিস ব্লগে।

জেনেসিস ব্লগের রিপোর্টঃ জেনেসিস ব্লগটি অনেকদিন ধরে টেস্টিং চালানোর পর, আমার এই লেখাটির মাধ্যমে পূর্ণভাবে প্রচারে নামি। সেই অর্থে এটি আমার ব্লগের প্রথম লেখার প্রচার। প্রথম লেখাটি মাত্র ৩ দিনে পড়েছে ৫২১ জন।
এই ব্লগে পোস্টটির লিংকঃ http://genesisblogs.com/tutorial-2/752/

টেকটিউনসের রিপোর্টঃ এ জনপ্রিয় ব্লগটিতে আমার লেখাটি পড়েছে ১৭২৫ জন মাত্র ৩ দিনে। ফেভোরাইট করেছে ১৬ জন। I thinks thats a big achievement. আর কমেন্ট যা পড়ছে, সেগুলোও অনেক উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
এ ব্লগে আমার পোস্টটির লিংকঃ https://www.techtunes.io/web-design/tune-id/268156

গুগল রিপোর্টঃ ”গুগলে ওয়েব রিসার্চ” লিখে সার্চ দিলে আমার লিখাটি পাওয়া যায় ২নাম্বারে।

অন্য রিপোর্টঃ আমার লিখাটি অনুসরণ করে আমার জানামতে ইতিমধ্যে ৩জন মার্কেটপ্লেসে কাজ পেয়ে গেছে।

অনেক সুন্দর পোষ্ট। ধন্যবাদ