নিয়ে নিন ২০১৪ সালের সেরা ব্লগার টেমপ্লেট গুলো

কেমন আছেন সবাই। আশা করি ভাল। সবাই নিশ্চিয় আপনাদের প্রিয় ব্লগটি নিয়ে ব্যস্ত আছেন। ব্লগ

খুলার পর পরই আমাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি হয়, তা হল ব্লগের জন্য একটি টেমপ্লেট। কিন্তু

ভাল মানের একটি ব্লগার টেমপ্লেট খুজে পেতে আমাদের নিয়মিত হিমশিম খেতে হয়। আর তাই আজ

আপনাদের জন্য নিয়ে এলাম ১০১৪ সালের সেরা ব্লগার টেমপ্লেট। আশা করি এটা আপনাদের ভাল

লাগবে।

1. Brand Mag UX:

এটা ব্র্যান্ডিং এবং নকশা জন্য আদর্শ একটি উত্তেজনাপূর্ণ ব্লগার টেমপ্লেট।এটা Portfolio অথবা

একটি পেশাদার পত্রিকা ভিত্তিক সাইট হিসাবে ব্যবহার করা যেতে পারে।এটি একটি ব্লগার টেমপ্লেট

যেখানে প্রয়োজনীয় সকল কিছুই দেয়া আছে।আপনি চাইলে এতে আরও অনেক কিছু সংযোজন বা

বিয়োজন করতে পারেন।

2. Red Hood Portfolio:

২০১৪ সালের জন্য যতগুল Portfolio ব্লগার টেমপ্লেট তৈরী হয়েছে,এটা তার মধ্যে সেরা।এখানে অনেক কিছু সংযেজন করে দেওয়া আছে। যেমন:ইমেজ স্লাইডার, লোগো স্লাইডার, আরএসএস সাবস্ক্রিপশন, সম্পর্কিত পোস্টি ইত্যাদি।

3. Momento:

যারা সংঙ্গীত পছন্দ করে তাদের জন্য এই ব্লগার টেমপ্লেটটি অসাধারণ।এর মূল আকর্ষণ হল বড় মাপের একটি ইমেজ স্লাইডার।অত্যন্ত সুন্দর রংঙ্গের ব্যবহার করা হয়েছে এতে।

4. Focus: 

 

এটি একটি ব্যক্তিগত ব্লগার টেমপ্লেট।তবে এটাকে পত্রিকা সাইটেও রূপান্তর করা যাবে।দারুণ একটি ব্লগার টেমপ্লেট।এটা থিম ফরেস্টের প্রিমিয়াম থিম।

5. Flat News:

থিম ফরেস্ট যে কয়েকটি ব্লগার টেমপ্লেট ২০১৩ সালে সবচেয়ে বেশি বিক্রি করেছে তার মধ্যে এটি অন্যতম।দারুণ একটি ব্লগার টেমপ্লেট।ব্যবহারেই এর মজা বুঝতে পারবেন।

6. GoMag:

এটি মূলত খবর বা পত্রিকা শৈলী ব্লগার টেমপ্লেট।বিভিন্ন রকমের ব্লগস্পট ওয়েভ সাইটে ব্যবহারের জন্য উপযোগীপ্রয়োজনীয়  অনেক কিছু এতে যুক্ত আছে।

7. BPress:

এটা থিম ফরেস্টের আরেকটি প্রিমিয়াম থিম।ব্যবহারে দারুণ। হোমপেইজটি চমৎকার।পত্রিকা সাইটের জন্য অনেক বেশি উপকারী।প্রয়োজনীয় অনেক কিছু সংযুক্ত আছে।

8. Metrofy

 

মেট্রো ভিত্তি ব্লগার টেমপ্লেট। এটা পরিষ্কার এবং সহজ।অনেক আকর্ষণীয় এবং আধারণ একটি ব্লগার টেমপ্লেট।যারা কালারফুল ব্লগার টেমপ্লেট ব্যবহার করতে চান, তাদের জন্য বেশি উপকারী। 

9. FlatMag:

বাংলাদেশের অনেককে আমি দেখেছি এই টেমপ্লেটটি ব্যবহার করতে।ব্যবহারে সুন্দর,দেখতে সুন্দর,সাজসজ্জা অসাধারণ।ব্যবহারে অবশ্যই মজা পাবেন।

10. Coopret:

২০১৪ সালের সেরা ১০টি ব্লগার টেমপ্লেট এর মধ্যে এটি ১০ নম্বর।তবে তালিকায় শেষ স্থান হলেও এটি কিন্তু অসাধারণ।এত একটি আকর্ষণীয় ফিচার পোস্ট স্লাইডার আছে।

 

উপরে ২০১৪ সালের সেরা ১০ টি ব্লগার টেমপ্লেট নিয়ে আলোচনা করা হয়েছে।আশা করি এর মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় ব্লগের জন্য একটি সুন্দর ব্লগার টেমপ্লেট খুঁজে নিতে পারবেন।

আজ এ পর্যন্ত।আল্লাহ হাফেজ।

প্রথম প্রকাশ এখানে

ব্যক্তিগত ব্লগে আমি

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vhai… download link koi ????!!!!!

    @Awesome_linkers এইখানে ডাউনলোড লিংক দিতে না পারার জন্য আমি দুখিঃত।আমি চেষ্টা করেছি লিংক দেওয়ার জন্য।কিন্তু বার বার সমস্যায় পড়েছি।কেন জানি কাজ করছে না।আপনি কষ্ট করে আমার ব্লগে যেতে পারেন।ওখানে লিংক দেওয়া আছে।

auto resizable blog post thumbnail+ seo ready কিছু ব্লগার থিমের নাম/ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন??