ব্লগার টিউটোরিয়াল-কিভাবে ব্লগের ফুটারকে ৩কলামে ভাগ করবেন

আপনারা আজকাল অনেক ব্লগেই ফুটারে ৩কলাম দেখে থাকবেন।বর্তমানে ব্লগে এটা জনপ্রিয়।

খুব সহজেই আপনি আপনার ব্লগ এর ফুটারে ৩ কলাম যোগ করতে পারেন।

এজন্য প্রথমেই আপনার ব্লগের টেমপ্লেট এডিটরে গিয়ে টেমপ্লেট এর বেকআপ নিয়ে নেন।কোনো সমস্যা হলে যাতে আগের অবস্থায় যেতে পারেন।

এখন নিচের কোড গুলো খুজে বের করেন(ctrl+f)-

<div id=’footer-wrapper’>

<b:section class=’footer’ id=’footer’/>

</div>

নোটঃকোনো টেমপ্লেটএ "footer" এর বদলে "footer-wrapper" থাকতে পারে।

এখন নিচের কোডগুলো দিয়ে উপরের কোডগুলো প্রতিস্থাপন করুন-

<div id='footer2' style='width: 30%; float: left; margin:0; text-align: left;'>

<b:section class='footer-column' id='col1' preferred='yes' style='float:left;'/>

</div>

<div id='footer3' style='width: 40%; float: left; margin:0; text-align: left;'>

<b:section class='footer-column' id='col2' preferred='yes' style='float:left;'/>

</div>

<div id='footer4' style='width: 30%; float: right; margin:0; text-align: left;'>

<b:section class='footer-column' id='col3' preferred='yes' style='float:right;'/>

</div>

<div style='clear:both;'/>

</div>

এখন আবার নিচের কোড খুজে বের করুন-

]]></b:skin>

এখন নিচের কোডগুলো কপি করে উপরে উল্লেখিত কোডের উপর পেস্ট করুন-

#footer-column-container {

clear:both;

}

.footer-column {

padding: 10px;

}

এখন টেমপ্লেট সেভ করুন।

ব্যস এখন আপনার ব্লগের "Page Elements" এ গিয়ে দেখেন ফুটারে ৩টি কলাম তৈরী।এখন ইচ্ছে মত add a Gadgetএ ক্লিক করে পছন্দ অনুযায়ী Gadget যোগ করুন।

টিউনটি PDF আকারে পেতে চাইলে এই লিঙ্কে ক্লিক করেন।

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। হয়ত কখনও কাজে লাগবে।