শুরুতে সালাম জানাই। জানি সবাই ভালো আছেন। তাই আর জানতে চাইলাম না। বরাবরের মতো আবারো এসে গেলাম আপনাদের সামনে Wapka নিয়ে। গত পর্বে হেডার এবং ফুটার পর্যন্ত হয়ে ছিল। আজ থেকে আমরা সাইটে মূলে চলে যাবো। চলুন শুরু করা যাকঃ
প্রথমেই হোম পেজে ২ টা পেজ বানাবো
Edit Site > New Page
এভাবে ২ টা পেজ বানান। নাম দিবেন
» Global Settings
» Forums
এবার প্রথম পেজে যান। মানে (গ্লোবাল সেটিং)
কিছু কথাঃ আমি সৌন্দর্যপ্রিয় মানুষ তাই সাজিয়ে গুছিয়ে নিলাম। এখানে আমরা যাবতিয় কাজ করবো)
এখানে আবারো,
Edit Site > New Page থেকে
» Inbox
» C-Panel
» Terms
» Downloads
নামে ৪ টা পেজ বানাম (ভুল করবেন না আমার মত করে করুন)
আমরা আগে ফোরামের কাজ করি চলুন এই পেজ গুলোতে পরে হাত দিবো।
আবার হোম পেজ মানে প্রথম পেজে যান এবার "Forums" নামে যে পেজ বানানো আছে সেটায় ধুকুন।
Edit Site > Forum
থামুন আগেই সাবমিন দিয়েন না
"Forum Type" টি "Structured on Theme" করে দিন। এবার সাবমিট দিন [স্কিন সট দেখুন]
হ্যা, ঠিক এই ভাবে সবাই নিচের নাম গুলা দিয়ে ফোরাম বানান
» Mobile Tips & Tricks
» Hacking Tips World
» PC Tips
» Internet Tips
» Facebook Tips
» Android Zone
» Games & Soft
» Wapmaster Forum
» Free net
» Islamic Zone
» Technology Forum
» Help Desk
মনে রাখবেন "সবগুলো ফোরাম কিন্তু থিমের স্টাকচারে হবে"।
সবগুলো ফোরাম বানানো হলে প্রথম থেকে একটা একটা করে ওপেন করুন এবং দেখুন প্রতিটি ফোরামের এক্কেবারে নিচে ফোরামের আইডি লেখা আছে
এটা কথাও লিখে রাখুন (এটি দিয়েই আমরা কাজ করবো)
সব গুলা ফোরামের আইডি নোট করা হলে আবার হোম পেজে চলে যান। এবার
Edit Site > User > Items visibility >
এখানে ২ টা পেজ দেখতে পাবেন। ২ টা পেজের উপোর × চাপ দিন ( ×= এ্যাডমিন মোড)
মানে এই গুরুত্বপুর্ণ পেজ ২ টা কে আমরা উধাও করে দিলাম এগুলো এ্যাডমিন ছাড়া কেউ দেখতে পারবে না।
ঠিক একই ভাবে "Forums " পেজের সব গুলো ফোরাম উধাও করে দিন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন,
বুঝতে সমস্যা হলে সাথে সাথে কমেন্টস করবেন । ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য ।
একটু সময় হলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন এখানে
আল্লাহ হাফেজ।
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
sundor (nice) aro boro tutorial chai…