নতুন বছর উপলক্ষে নিয়ে নিন আপনার ব্লগের জন্য একটি অসাম লাইটিং গেজেট।আর বিয়ে বাড়ির মত সাজান আপনার ব্লগ

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন। সামনেই আসছে নতুন বছর।আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।আর এই নতুন বছর উপলক্ষে সুন্দর মত লাল-নীল লাইট দিয়ে সাজিয়ে নিন আপনার আপনার সুন্দর ব্লগটি।আমরা সবাই চাই আমাদের ব্লগটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একই সাথে আকর্ষণীয় হয়।আর তাই আপনাদের জন্য আমার এই ছোট উপহার।যা দিয়ে আপনারা আপনাদের ব্লগটিকে আরও সুন্দর করতে পারবেন।এর জন্য প্রথমে চলুন একটি ডেমো দেখে নেওয়া যাক।

                                           Demo

শুরুতে আপনার ব্লগের dashboard যান।এবার Layout  এ গিয়ে Add a Gadget এ ক্লিক করুন।

তারপর  HTML/JavaScript সিলেক্ট করে নিচের কোডটুকু বসান।


<div style='position: fixed; top: 0%; right: 0%;'/>
<a href="http://riyad21.blogspot.com/" target="_blank"><img alt="Blog Tips" src="http://tester2.synthasite.com/resources/flashing%20christmas%20lights%20right.gif"/></a>
</div>
<div style='position: fixed; top: 0%; left: 0%;'/>
<a href="http://riyad21.blogspot.com/" target="_blank"><img alt="Blog Tips" src="http://tester2.synthasite.com/resources/flashing%20christmas%20lights%20left.gif"/></a>
</div>

বসানো  হয়ে গেলে এবার সেভ করে ব্লগটি রিলোড করুন। দেখুন কত সুন্দর হয়েছে আপনার এই ব্লগটি।দেখে মনটা শান্তিতে ভরে যায়।কি সুন্দর লাল-নীল বাতি জ্বলছে দেখুন।

আজ এ পর্যন্তই।সবাই ভাল থাকবেন।আল্লাহ হাফেজ।

ফেজবুকে আমি

প্রথম প্রকাশ এখানে

ব্যক্তিগত ব্লগে আমি 

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার একটা ব্লগ আছে। সেখানে কিভাবে যে একটা গান এড করেছিলাম মনে নেই। এখন ব্যাপারটা খুবই বিরক্তি কর হয়ে উঠেছে। যখনি ব্লগ টা খুলি, গানটা বাজতে থাকে এবং idm এর ম্যাসেজ চলে আসে গানটা ডাউনলোড করার জন্য। এটাই এখন বন্ধ করতে চাই, প্লীজ।