গ্রাফিক্স ডিজাইনের জন্য Adobe Photoshop এর ১১টি বিকল্প Software

আস-সালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন।

আমরা সবাই গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপকেই সবচেয়ে বেশী ব্যবহার করে থাকি। এটি সম্পর্কে সবাই কমবেশী জানি। অনেকেই এটির সিরিয়াল কী’র জন্য নতুন ভার্সন ব্যবহার করতে পারেন না। পাশাপাশি এর বিকল্প সফটওয়্যার সম্পর্কে হয়তো জানেন না।

আমি আজ এর ১১টি বিকল্প সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আপনারা সমপূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

যাহোক, কথা না বাড়িয়ে নিম্নে এসব সফটওয়্যারের সামান্য বর্ণনাসহ ডাউনলোড লিংক শেয়ার করা হল-

1. Gimp

Gimp সফটওয়্যারটি Linux, Mac, Windows, FreeBSD, Sun OpenSolaris সহ different প্লাটফর্মে কাজ করে। এটি ফটোশপের সেরা একটি বিকল্প সফটওয়্যার। এর একটি বিশাল user community রয়েছে। এছাড়া এর official সাইটে অনেক tutorialsরয়েছে।

Download Gimp

2. Paint.net

এই ফটো এডিটরটি শুধুমাত্র উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। এটির ব্যবহারকারীদের একটি বিশাল কমোনিটি রয়েছে। এছাড়া এর অনেক টিউটরিয়াল এবং প্লাগ-ইন রয়েছে।

Download Paint.net

3. Pixia

এটি কম্পিউটারের জন্য জাপান ভিত্তিক একটি English ভার্সনের ফ্রী ফটো এডিটর সফটওয়্যার। এতে Photoshop এর layers, masks, এবং কিছু বেসিক টুলস্ সাপোর্ট করে।

Download PIxia

4. Seashore

শুধুমাত্র Mac ব্যবহারকারীদের জন্য। Seashore মুলত Mac অপারেটিং সিস্টেম X এর Cocoa framework সম্বলিত একটি ওপেন-সোর্স ফটো এডিটর সফটওয়্যার। এতে text এবং brush stroke উভয়েই gradients, textures এবং anti-aliasing এর সুবিধা রয়েছে। এটি multiple layers এবং alpha channel এডিটিং সাপোর্ট করে।

Download Seashore

5. Inkscape

Inkscape একটি open-source ভিত্তিক Adobe Illustrator এর বিকল্প vector graphics এডিটর সফটওয়্যার।

Download Inkscape

6. Xara Xtreme

Xara Xtreme মুলত Linux ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী graphics প্রোগ্রাম, যাতে Linux সহ অন্তর্ভুক্ত রয়েছে Unix platforms, FreeBSD এবং (in development) OS-X. যা পূর্বে পরিচিত ছিল Xara LX হিসেবে, এটি Xara Xtreme for Windows ভিত্তিক এবং যেটি বর্তমানে দ্রুততর graphics প্রোগ্রাম। এটি সবার জন্যই সহজলভ্য।

Download Xara Xtreme

7. ChocoFlop

এটি শুধুমাত্র Mac ব্যবহারকারীদের জন্য। ChocoFlop মূলত CoreImage technology এর Mac অপারেটিং সিস্টেম X ভিত্তিক একটি সফটওয়্যার। এটির beta ভার্সনটি বর্তমানে সবার জন্য সম্পূর্ন উন্মুক্ত।

Download ChocoFlop

8. Photoplus

এই সফ্টওয়্যারটি শুধুমাত্র কম্পিউটারে ব্যবহারের জন্য। PhotoPlus হচ্ছে একটি amazing ফটো এডিটিং software, যাতে digital ফটো ইচ্ছেমত fix, bitmap graphics এবং web animation তৈরি করার সুবিধা রয়েছে।

Download Photoplus

9. CinePaint

CinePaint এর মাধ্যমে যেকোন ইমেজকে গভীর ভাবে পেইন্ট করা যায়। এটিতে অনেক উন্নতমানের color সাপোর্টেড টুলস রয়েছে। এছাড়াও এতে পেইন্টিং সহায়ক অনেক টুলস রয়েছে।

Download CinePaint

10. Krita

এটি শুধুমাত্র Linux ব্যবহারকারীদের জন্য। Krita মূলত KOffice এর জন্য একটি ইমেজ processor সফটওয়্যার, যেটি আপনার যেকোন ইমেজ তৈরিতে এবং এডিটিং এর প্রয়োজনে সহায়ক একটি গুরত্বপূর্ণ সফটওয়্যার।

Download Krita

11. PhotoFiltre

এটি শুধুমাত্র কম্পিউটারের জন্য। এটির এডভান্সড কিছু adjustments অপশনের মাধ্যমে ইমেজ কে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

Download PhotoFiltre

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।আমার মত অজ্ঞের জন্য কোন সহজ ফটো এডিট সফট আছে? আমার পার্সনালি শেখার জন্য আমি প্রফেশনাল টাইপ কিছু করতে চাইনা, শুধু টুকটাক এডিটি[স্টুডিও তে যেমন করে], অবজেক্ট কে স্পষ্ট রেখে ব্যাকগ্রাউন্স ব্লার ইত্যাদি।

এমন কোন কি সোজাসাপ্টা সফট আছে?

    @মিজভী বাপ্পা: উপরোক্ত সফটওয়্যারগুলো ব্যবহার করে খুজে পেতে পারেন আপনার কাংঙ্খিত টি।

Level 0

For online tv just visit
http://shadhinbd.com/