স্বাগতম সবাইকে আমার ৪র্থ টিউনে।
আজকের বিষয়- কিভাবে আপনার ব্লগস্পট সাইটে গেস্ট পোস্টিং চালু করবেন। SEO র ক্ষেত্রে গেস্ট পোস্টিং গুরুত্বপূর্ণ একটি টুলস। এর মাধ্যমে আপনি আপনার সাইটে অর্গানিক ভিজিটর আর ব্যাকলিঙ্ক পাবেন।
নিচে ২ টি পদ্ধতি শেয়ার করলাম। ১ম পদ্ধতিটি তাদের জন্য, যারা নতুন এবং শুধু পরিচিতদের গেস্ট পোস্টিং করতে দিতে ইচ্ছুক। ২য় পদ্ধতিটি তুলনামুলক অভিজ্ঞদের জন্য। কেননা এ পদ্ধতিতে যে কেউ আপনার সাইটে গেস্ট পোস্টিং করতে পারবে এবং এ কারনে স্প্যামিং এর সম্ভাবনা রয়েছে।
পদ্ধতি ১:
আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করুন। "Settings" অপশন এ যান।
"Basic" সেটিংস এর নিচের অংশে "Permissions" নামে একটি অপশন আছে যার নিচে পাবেন "Blog Authors" নামে আরেকটি অপশন। এর পাশে যে বক্সটি দেখতে পাবেন তার ঠিক নিচেই "+Add author" লেখাটিতে ক্লিক করুন।
নতুন যে বক্সটি ওপেন হবে, সেখানে যাকে গেস্ট পোস্টিং এর জন্য অনুরোধ করতে চান তার ই-মেইল অ্যাড্রেস লিখুন এবং "Invite authors" এ ক্লিক করুন। কাজ শেষ।
আপনার গেস্টের কাছে মেইল চলে যাবে এবং সে চাইলেই এখন আপনার ব্লগে লিখতে পারবে। ভয়ের কিছু নেই। শুধু লিখতেই পারবে, কোন কিছু পরিবর্তন করতে পারবে না।
পদ্ধতি ২:
আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করুন। অন্য একটি ট্যাব থেকে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। ই-মেইল ভ্যারিফিকেশান এর পর লগ ইন করুন।
এরপর ওয়েবপেজের উপরের দিকে যে ট্যাবগুলো রয়েছে সেখান থেকে "Widgets" এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি পেজ আসলে সেখান থেকে "Form" লেখা আইকনটিতে ক্লিক করুন।
ডিফল্ট হিসেবে Pro সার্ভিস সিলেক্ট করা থাকবে। আপনি Basic সিলেক্ট করে নিয়ে "Make Widget" বাটনে ক্লিক করবেন। নিচের মত একটি পেইজ আসবে।
এখান থেকে মনের মাধুরী মিশিয়ে Widget ডিজাইন করে "Save Widget" বাটনে ক্লিক করুন। নতুন লোড হওয়া পেইজের নিচের দিকে "Get Widget" লেখা লিঙ্ক পাবেন, যেখানে ক্লিক করা মাত্র ছোট্ট একটা বক্স ওপেন হবে। এখান থেকে "Blogger" আইকনটি সিলেক্ট করুন। তারপর "Add Widget" বাটনে ক্লিক করলেই আপনাকে Blogger অ্যাকাউন্টে রিডায়রেক্ট করা হবে। সেখান থেকে আবার "Add Widget" বাটনে ক্লিক করুন, আপনার কাজ শেষ।
এবার ব্লগ চেক করে দেখুন, গেস্ট পোস্টিং এর Widget টি চালু হয়ে গেছে। আপনার কাজ হবে দিনে একবার এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থেকে Widget টির রেজাল্ট চেক করে যতগুলো ইমেইল অ্যাড্রেস পাবেন, তাদের কে পদ্ধতি ১ এর মত করে ইনভাইট করা।
সীমাবদ্ধতাঃ Basic সার্ভিস এ পাওয়া আপনার Widget টিতে একটা পিচ্চি অ্যাড ইম্বেড করা থাকবে আর এই সার্ভিস ২৮ই মার্চ, ২০১৪ সালে বন্ধ হয়ে যাবে।
সতর্কীকরণঃ এভাবে গেস্ট পোস্টিং এর ঝুঁকি হল, যে কেউ আপনার ব্লগে স্প্যাম পোস্ট করতে পারবে। তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। স্প্যাম পোস্ট হওয়া মাত্র সেটা রিমুভ করে Author কেও ব্লগ থেকে ডিলিট করে দিতে হবে। এছাড়া, আপনার ব্লগের সাথে অপ্রাসঙ্গিক গেস্ট পোস্ট থেকে রেহাই পেতে চাইলে, "Guest Posting Rules" নামে একটি পেইজ ব্লগে যুক্ত করে রাখতে পারেন।
আমার নিজের ব্লগে সম্প্রতি পদ্ধতি ২ অনুসরণ করে গেস্ট পোস্টিং চালু করেছি। ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন।
আমি শামীম আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অন্তর্মুখী মানুষ। কম কথা বলার প্রবণতা থেকে তৈরি হয়েছে লিখে নিজেকে প্রকাশ করার অভ্যাস। নিজের ব্লগ দ্য হিডেন ট্যাবলেট এ মাঝে মাঝে লিখি। আপনাদেরও ভাল কিছু দেয়ার চেষ্টা থাকবে সবসময়।
দারুন টিপস