ছোট্ট একটি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনার ব্লগস্পট ব্লগে মাউস এর রাইট বাটন ডিসএবল করে ব্লগ কপি প্রটেক্ট করুন |

আমরা যারা ব্লগ্গিং করি তারা প্রত্যেকেই চাই যেন আমাদের কষ্ট করে লেখা কোনো পোস্ট কেউ খুব সহজেই কপি করে তাদের ব্লগে পোস্ট না করতে পারে | কপি পেস্ট পোস্ট করে সে হয়তো সার্চ ইঞ্জিনে খুব সুবিধা করতে পারবে না কিন্তু
তারপরও নিজের কষ্ট করে লেখা পোস্ট কোথাও কপি দেখলে খুব কষ্ট লাগে | তবে এখন আপনি চাইলে খুব সহজেই আপনার ব্লগ টি কপি প্রটেক্ট করতে পারেন |

আপনাকে যা করতে হবে >>
প্রথমে আপনার " Blogger Account" এ লগইন করুন |
এরপর আপনি "Layout" অংশে চলে যান এবং "Add a Gadget" লিংক এ ক্লিক করুন |
এরপর আপনি " HTML/Javascript" অংশে চলে যান এবং নিচে দেয়া কোড টি কপি করে পেস্ট করুন |

<!-- blogbeginnerguide -->

<script language=javascript>

var message = "Disabled By Blog Beginner Guide";

function rtclickcheck(keyp){ if (navigator.appName == "Netscape" && keyp.which == 3){ alert(message); return false; }

if (navigator.appVersion.indexOf("MSIE") != -1 && event.button == 2) { alert(message); return false; } }
document.onmousedown = rtclickcheck;
</script>

<!-- blogbeginnerguide -->

Blog Beginner Guide যে অংস তা আপনার ব্লগ এর নাম দ্বারা পরিবর্তন করুন |

এটা আপনি যেকোনো স্থানে "Add a Gadget" অংশে ব্যবহার করতে পারেন কারণ এটা আপনার সাইট এ দেখাবে না |
এরপর আপনার Widget টি সেভ করুন |
আপনার কাজ শেষ |

সময় হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন | " আমার ব্লগ "

আমাদের আরেকটি ব্লগ সাইট

Level 0

আমি রাসেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কোন লাভ নাই। ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করে দিয়ে ইচ্ছা মত কপি করা যায়।
যদি বলেন তাহলে আপনার ব্লগের কোন লেখা কপি করে দেখাই।

    ধন্যবাদ newboy ভাই আপনার কমেন্ট এর জন্য | newboy ভাই ” ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করে দিয়ে ইচ্ছা মত কপি করা যায়।” এর উপর একটা techtunes এ পোস্ট করলে ভালো হয় | সবাই তো আর কমেন্ট পড়তে আসবে না তাই আপনার কাছে একটা অনুরোধ একটা পোস্ট করুন এবং সবাই কে বিষয় তা শেখার সুযোগ করে দিন |

      Level 0

      @Sopnil Akash: কিভাবে কপি প্রটেক্ট সাইট থেকে লেখা কপি করতে হয় এই বিষয় নিয়ে টিটি তে কয়েকটা পোষ্ট আছে। শুধু লেখা কেন ছবিও কপি করা যায়।

      আপনার দরকার থাকলে সার্চ করে দেখতে পারেন। 🙂

ভাই নতুন যারা তারা তো কপি করতে পারবেনা অন্তত !!!!
তাছাড়া কিছু না থাকার চেয়ে তো থাকা ভালো;
ধন্যবাদ স্বপ্নীল আকাশ পোষ্ট টি করার জন্য………

    ধন্যবাদ Hossainpower ভাই |

جزاكلله الخير
ধন্যবাদ পাওয়ার মতই একটি পোষ্ট।

CTRL+P ব্যস কাজ শেষ কপি প্রটেক্টেড থাকুক বা না থাকুক কপি হবে

ভাই, আমাকে একটু বলেন যে কম্পিউটারে টেমপ্লেটের যিপ ফাইল ডাঊণলোড কড়ার পড় এক্সট্রাক
ট করতে পারছিনা। কুন টেমপ্লেট এডিটর দিয়েও ওপেণ হয় না। প্লীজ একটা সমাধান দিন।