কিভাবে একটা সুন্দর ওয়েব ডিজাইন সরাসরি গোল্লায় যায়?

যারা ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার তারা ভালো মতই জানেন একটা প্রজেক্টকে মাঝে মাঝে ক্লায়েন্টের মনমতো করতে কতটা কষ্ট করতে হয়। মাঝে মাঝে অনেক সুন্দর এবং আকর্ষনীয় ডিজাইনকে শুধু ক্লায়েন্টের মনমত করার জন্য খুবেই ফালতু ডিজাইনের করতে হয়। সেইরকম একটি ঘটনা দেখুন দারুণ মজার এই ইনফোগ্রাফিক এ। যদিও ফ্রিল্যান্সিং এ সফলতা পাওয়ার জন্য ক্লায়েন্ট এর সাথে আন্তরিকতা থাকা অনেক জরুরী, তবুও ডিজাইনারদের ক্রিয়েটিভিটি নষ্ট করতে এই ধরনের ক্লায়েন্টের কার্যক্রমেই যথেষ্ট। চলুন ইনফোগ্রাফিকটি দেখি এবং যারা এই ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের কমেন্ট এ আপনাদের অভিজ্ঞতার কথা জানান।

 

 

how a web design goes straight to hell poster

কৃতজ্ঞতাঃ এসআইআইটি

Level New

আমি এসআইআইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে স্বল্পমূল্যে আন্তর্জাতিকমানের আইটি প্রশিক্ষণের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান এসআইআইটি। ব্যবসা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য প্রযুক্তিকে দক্ষ সমাজ গড়ার। আমাদের ফ্যান পেইজঃ http://fb.me/siitbd এবং আমাদের ওয়েবসাইটঃ http://sadiit.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার নিজেরও এরকম অনেক বাস্তব এক্সপিরিয়েন্স আছে। অনেক সুন্দর ডিজাইন করে দিছি, বাট ক্লায়েন্ট এর চাহিদা মেটাতে গিয়ে এই চেঞ্জ ঐ চেঞ্জ করতে করতে একসময় দেখা যায় উদ্ভট একটা ডিজাইন দাঁড়িয়ে যায়। আর একটা ডিজাইন কমপ্লিট করার পর এর কাস্টমাইজেশন করতেও ভাল লাগে না। তাই ডিজাইন করার বাদ দিছি। আগেই ক্লায়েন্টরে জিজ্ঞেস করি, কি রকম ডিজাইন নেবেন। ডিজাইনের পুরো ডিটেইলস নিয়ে তারপর তার মন মত ডিজাইন করে দেই।

    @রাজিব আহসানঃ ফিল্যান্সিং এ ক্লায়েন্টের মতামতেই সব। :/

ফ্রিলেন্সারদের জন্য কাজে আসবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
AdvertisingTop dot com এর পক্ষ থেকে অনলাইন মার্কেটিং এ সুস্বাগতম! আপনার ওয়েব সাইট বিনামূল্যে যুক্ত করে ফ্রি Online Marketing করুন!