ফ্রী পাওয়া ডোমেইন ব্যবহার করুন ব্লগস্পটে (অফারটি বর্তমানে নেই)

সবাই কেমন আছেন?? অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম।

গত ১৫ তারিখ টেকটিউনস এ প্রকাশিত হিমু ভাইয়ের এই টিউন দেখে অনেকেই ফ্রী ডোমেইন নিয়েছেন। যারা নিয়েছেন তাদের অনেকে জানতে চেয়েছেন ডোমেইন টি কিভাবে blogspot সাইটে add করতে হয়। আমি আজকে দেখাব কিভাবে এই কাজটি করতে হয়।

১। প্রথমে আপনার blogspot.com এ login করুন। তারপর setting>Basic এ যান। + Add a custom domain এ ক্লিক করুন।

২। তারপর নিচের ছবির মত একটা পেজ পাবেন। খালি box এ আপনার ডোমেইন টি লিখে save করুন।

৩। এখন নিচের ছবির মত একটা পেজ পাবেন।

৪। ব্রাউজার এ নতুন একটা ট্যাব খুলে homestead.com এ login করে domain এ যান। তারপর Advance DNS Setting এ ক্লিক করুন।

৫। নিচের মত একটা পেজ পাবেন। edit এ ক্লিক করুন।

৬। এখন ৩ নং চিত্র অনুসরন করে নিচের চিত্রের মত পরিবর্তন করে নিন। সব কিছু ঠিক থাকলে ২ ঘণ্টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে।

মন চাইলে ঘুরে আসতে পারেন: grameenphone internet package

Level 0

আমি সৈয়দ মোঃ ইব্রাহীম খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.offerbarta.info http://www.ibrahimduniya.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

buztay problem hossay

ভাই ১ বছর পর কি এইটা আবার ডট ব্লগস্পট ডট কম হবে নাকি আবার ব্লগটাই ডিলিট হয়ে যাবে।

৬ নং এ CNAMES যে চারটি ঘর পূরন করেছেন তার সাথে আরও যে ঘরগুলো আছে তা কি ডিলিট করে দেব?
যেমন 3. stores

4. m

5. mail

6. smtp

    @munnisahana: ডিলেট করতে পারেন, রাখতেও পারেন। আপনার ইচ্ছা।
    @আইটি পাগলা- আবার আপনার ব্লগস্পট ডোমেইনে ফেরত যেতে হবে।
    @ টিউনার কে বলছি- কাস্টম ডোমেইনে সাইট বসানোর পর তার নিচেই দেখুন Redirect Yoursite .com to www .Yoursite .com এর অপশন আছে। ওইখানে টিক দিতে হবে। তা না হলে www ছাড়া যদি শুধু আপনার সাইটের নাম (যেমন-Yoursite .com) ব্রাউজারে লিখে ঢুকতে চান, তাহলে ঢুকতে পারবেন না।

      @হিমু: হিমু ভাই। আমি আগের টিউন দেখে ডোমেইন নিছিলাম। কিন্তু আমাকে ডোমেইন দেয়ার ১২ ঘন্টা পর ব্লক দিছে। এখন কি আমি কোনো উপায়ে ডোমেইন ফিরে পেতে পারি??

        @নিরব টিউনার: আমারটা ব্লক করেনাই। তাই ব্লক করার পরের প্রোসেসটা বলতে পারছি না। আপনি আরেকটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আরেকটা ডোমেইন নেন। খুব অল্পসংখ্যক ইউজারের অ্যাকাউন্ট ব্লক করে দিছে। আপনার ভাগ্য খারাপ। তাদের মাঝে পরে গেছেন।

Level 0

Please give me your Skype ID . and My skype ID towhidislam00

Level 0

vai wordpress a kivabe free domain jog korbo…….seta janaben please

আরে বাদ দেন । কিছু কিছু লোক আছে fake email use করে অনেক গুলা করে domain নিতেছে । ফলে বাংলাদেশ থেকে বেশী traffic কারণে অনেকেই ব্যান খাইছে ( আমার সবথেকে প্রিয় NAME টা ব্যান খাইছে )
এতো প্রচার করে কি লাভ কন । কুকুরের লেজ তো আর সোজা হবে না . . . . . . . .

ভাই সবই তো ঠিক আছে….এখন ই site থেকে আয় করা যাবে কি ভাবে…প্রতিদিন 300-400 Visitor আনা আমার কাছে কোন ব্যাপার না
ফ্রি Domain এর কারনে বেশি Page Create করা যায় না…এখন কি করা যায়
http://www.nsu-online.com

    Level 0

    @rahib parvez: ভাই আমাকে একটু বলবেন কিভাবে ভিজিটর আনতে হয় কারন আমার একটা সাইট আছে কিন্তু ভিজিটর পাচ্ছিনা একটু হেল্প করেন আমর সাইটা একটু দেখেন.. blsolution.blogspot.com

amar fb id fb.com/ibrahimduniya add koren @
kp towhid

Level 0

blogspot সাইটে .com add করছি, কিন্তু url লিখে এন্টার করলে ব্লগ না এসে homsted এর সাইটটা আসতেছে……

Level 0

Vai ei domain ki wapka ba onno kono mobile hosting site e use korar kono way ase,pls thakle janan…..

করে ফেললাম খলিল ভাই, THNX। হিমু ভাই-কেও ধন্যবাদ। আগে ছিল http://www.sindook.blogspot.com আর এখন হয়ে গেল http://www.sindook.net. আনন্দে ড্যান্স দিতে ইচ্ছা করতেছে।

    @Shamim all mamun: ভালো তো ভাইয়া চালিয়ে জান মহান আল্লাহ্ আপনার সহায় আছেন। দুই রাকাত নফল নামাজ আদায় করে হিমু ভাই এবং খলিল ভাই এর জন্য একটু দোয়া করবেন যেন তারা আমাদেরকে আরো ভালো ভালো টিউন উপহার দিতে পারে । ধন্যবাদ , কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

আমি আজকে করলাম । দেখি ২ ঘন্টা অপেক্ষা করে ……

ভাইয়া ১৮ মিনিট এই ট্রান্সফার হইছে । অনেক ধন্যবাদ

Level 0

ডোমেইন কিভাবে রিনিউ করবো একটু জানাবেন প্লিজ …

Level 0

ইব্রাহিম খলিল ভাই হিমু ভাইয়ের পোস্টে বলছে যে ৬০ দিনের আগে ডোমেইন ট্রান্সফার করা যাবেনা। তাহলে কি ৬০ দিন পরে ব্লগস্পট এ এড করব? নাকি এখনি ট্রান্সফার করতে পারব?

login korar jonno user id r password kothai pabo?

মাত্র ৳0.99 ডলারে গোড্যাডি থেকে-নিজের নামে ডোমেইন কিনুন। কিনতে এখানে ক্লিক করুন http://goo.gl/wFzlB8