সবাই কেমন আছেন......? টেকটিউন এ এটাই আমার ২য় টিউন.........।কোনো ভূলত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন......।
ওয়েব ডিজাইন হলো ওয়েব পেজ কে ডিজাইন করা এটা আমরা সবাই ই জানি।কিন্তু পেইজ ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পেইজ টা কেউ যেন ব্রাউজ করতে গিয়ে অশস্তিতে না পড়ে।
দেখবেন অনেক পেইজ এ ঢুকে বেশিক্ষন থাকতে ইচ্ছা করে না।কেন হয়তবা আপনি নিজে ও জানেন না।কারন টা হল পেইজ এর কালার কম্বিনেশন।আমার মতে বেশি লাইট কালার ইউজ না করাই ভাল।
১০০ টির ও বেসি ওয়েব পেজ কেটাগোরি আছে।মোটেও ভয় পাবার কোন দরকার নাই।অল্পো কিছু কেটাগোরি জানলে ই যথেস্ট।নিম্নে কিছু ওয়েব পেজ কেটাগোরি দেওয়া হল।এ গুলি মনে রাখার চেষ্টা করবেন-
এইচটিএমএল হল হাইপার টেক্সট মারকাপ ল্যাঙ্গুয়েজ।এক কথায় আমরা ওয়েব পেইজ এর জা দেখি সব ই এইচটিএমএল। এইচটিএমএল হল ওয়েব ডিজাইন এর মা। এইচটিএমএল ছাড়া ওয়েব ডিজাইন সম্ভব না।
সিএসএস হল ক্যাসকেডিং স্টাইল সিট।এর কাজ হল এইচটিমেইল কে বিভিন্ন স্টাইল এ প্রদর্শন করা।
টিউন সম্পর্কে দয়া করে মতামত দিবেন……তাহলে পরের টিউন এ আবার দেখা হবে……।ভাল থাবেন শুভ রাত্রি।
আমি Debobrato। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো হয়েছে… 🙂