এইচটিএমএল ও এইচটিএমএল ৫ এবং সিএসএস ও সিএসএস ৩ এর চেইন টিউন ১ম পর্ব

সবাই কেমন আছেন......? টেকটিউন এ এটাই আমার  ২য় টিউন.........।কোনো  ভূলত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন......।

আপনি যদি কোন কিছুতে ভালো করতে চান তাহলে আপনাকে ওই বিষয়ের ওপোর নিম্নত ২মিঃ কথা বলতে পারতে হবে।আচ্ছা আপনি চেষ্টা করে দেখুন তো গুগোল সার্চ সম্পর্কে ২মিঃ বলতে পারেন কিনা।যদি পারেন তাহলে বুজবেন আপনি গুগোল সম্পরর্কে কিছু জানেন।
আপনি যদি ভালো একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনার ওয়েব ডিজাইন, ওয়েব পেজ কেটাগোরি, এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে পরিস্কার ধারনা থাকতে হবে।আমি এগুলি সম্পর্কে আপনাকে কিছু ধারনা দেবার চেষ্টা করছি

ওয়েব ডিজাইনঃ

ওয়েব ডিজাইন হলো ওয়েব পেজ কে ডিজাইন করা এটা আমরা সবাই ই জানি।কিন্তু পেইজ ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পেইজ টা কেউ যেন ব্রাউজ করতে গিয়ে অশস্তিতে না পড়ে।
দেখবেন অনেক পেইজ এ ঢুকে বেশিক্ষন থাকতে ইচ্ছা করে না।কেন হয়তবা আপনি নিজে ও জানেন না।কারন টা হল পেইজ এর কালার কম্বিনেশন।আমার মতে বেশি লাইট কালার ইউজ না করাই ভাল।

ওয়েব পেজ কেটাগোরিঃ

১০০ টির ও বেসি ওয়েব পেজ কেটাগোরি আছে।মোটেও ভয় পাবার কোন দরকার নাই।অল্পো কিছু কেটাগোরি জানলে ই যথেস্ট।নিম্নে কিছু ওয়েব পেজ কেটাগোরি দেওয়া হল।এ গুলি মনে রাখার চেষ্টা করবেন-

  • সোশাল নেটওয়ার্ক ওয়েব সাইট
  • ইকমার্চ ওয়েব সাইট
  • মার্কেট পেলেচ ওয়েব সাইট
  • পোরটাল(ইনফরমেশন ওয়েব সাইট , নিউজ ওয়েব সাইট, জব ওয়েব সাইট,ডাটা ওয়েব সাইট)
  • ব্লগ ওয়েব সাইট
  • গভমেন্ট ওয়েব সাইট
  • রিয়েল ষ্টেট ওয়েব সাইট
  • সার্চ ইঙ্গিন ওয়েব সাইট
  • ফাইল শেয়ারিং ওয়েব সাইট
  • হোটেল মোটেল রেস্টুরেন্ট
  • এডুকেশনাল ওয়েব সাইট
  • করপরেট ওয়েব সাইট

এইচটিএমএলঃ

এইচটিএমএল হল হাইপার টেক্সট মারকাপ ল্যাঙ্গুয়েজ।এক কথায় আমরা ওয়েব পেইজ এর জা দেখি সব ই এইচটিএমএল। এইচটিএমএল হল ওয়েব ডিজাইন এর মা। এইচটিএমএল ছাড়া ওয়েব ডিজাইন সম্ভব না।

সিএসএসঃ

সিএসএস হল ক্যাসকেডিং স্টাইল সিট।এর কাজ হল এইচটিমেইল কে বিভিন্ন স্টাইল এ প্রদর্শন করা।

বিদ্র্রঃপ্রতিটা কেটাগোরির মিনিমাম ৩টা করে ওয়েব সাইট ব্রাউজ করবেন।আর খেয়াল রাখবেন একটি লিঙ্ক ও যেন বাদ না জায়।আর এ জন্য সাইট ম্যাপ ইউজ করতে পারেন।সাইট ম্যাপ সাধারনত ওয়েব সাইট এর নিচে দেখবেন দেওয়া থাকে(সব সাইট এ না ও থাকতে পারে)।

টিউন সম্পর্কে দয়া করে মতামত দিবেন……তাহলে পরের টিউন এ আবার দেখা হবে……।ভাল থাবেন শুভ রাত্রি।

Level 0

আমি Debobrato। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভালো হয়েছে… 🙂

    Level 0

    ধন্যবাদ ভাই……

Level 0

কিছু বানানে ভুল হয়েছে এই ভুল গুলো শুধরে নিলে অনেক ভালো হবে। এমনিতে অনেক ভালো হয়ছে। ধন্যবাদ।

দাদা ভালো হয়েছে । চালিয়ে যান । 🙂

    Level 0

    @avishek.das: ধন্যবাদ

Level 2

অনেক ভাল লাগলো এভাবে নিয়মিতও লিখলে অনেকেই উপকৃত হবে আসা করি প্রথমের মত শেষ পর্যন্ত টিউন হবে

    Level 0

    @dreammaker: আপনারা থাকলে আমি ও আছি।

Level 2

আমরা আছি শুধু মানসম্মত লিখা চালিয়ে জান অনেকেই থাকবে আপনার সাথে

টেকটিউনস পরিবারে আপনাকে স্বাগতম @ চালিয়ে যান।

Level 0

ভালো হয়েছে, চালিয়ে জান