ব্লগার বন্ধুদের জন্য আজকে একটা টিপস শেয়ার করবো-কোনো প্রকার কোডিং ছাড়াই ব্লগে টেবিল যুক্ত করুন ,যাই হোক কাজে কথায় আসি
আপনাকে এর জন্য যা যা করতে হবে:
০১.প্রথমে আপনাকে আপনার প্রত্যাশিত টেবিল তৈরি করুন।
০২. তারপর টেবিল টি কপি করুন।
০৩. এই সাইট এ প্রবেশ করুন।
০৪.এখন আপনার কপি পেস্ট করুন।
০৫.আপনি চাইল এখানে আপনার টেবিল এর ফন্ট,হেডিং কালার ও ফন্ট সাইজ পরিবতন করতে পারবেন।
০৬. তারপর Tableizer ক্লিক করুন।
০৭.আপনার কাজ শেষ এখন আপনি পেয়ে যাবেন আপনার প্রত্যাশিত টেবিলের কোড ।
০৮.যুক্ত করুন ব্লগার পোস্ট এর HTML সেকশনে এবং publish করুন।
এই পোষ্টটি আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।
আপনারা সবাই ভালো থাকবেন।
আমি pcpaglasohag। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই হেল্প প্লিজ ! আমি একটি htm কোড খুজছি। দোকানের মেমো ছাপার জন্য। কাজটা হবে
আমি শুধু কাষ্টমারের নাম,গ্রাম,পণ্য, ফোননম্বর,দাম, পুরন করবো আর প্রিন্ট হবে আমার র্নিদ্ধারিত টেমপ্লেেট। এটি কি সম্ভব?