সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি ও টেকটিউনস এর শুভাকাঙ্ক্ষী গণ...
বাংলাদেশে প্রথম বারের মত টেকটিউনস এ চালু হয়েছে অনলাইনে "হাতে ধরে PSD2HTML পুর্নাঙ্গ চেইন কোর্স" উক্ত কোর্সটির সাহায্যে আপনারা PSD2HTML সম্পুর্ন রূপে শিখতে পারবেন। যারা এই কোর্স টি সম্পন্ন করবে তারা পাবে একটি টেকটিউনস ভেরিফাইড সার্টিফিকেট।
উক্ত চেইন কোর্স টি সঠিক গাইড লাইন সহ পরিপুর্ন পরিকল্পনা সহ করা হবে, সুতরাং অর্ধেক অবস্থায় ফেলে যাওয়া বা মানহীন কোর্স হবার কোন সুযোগ নেই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে ধরে শেখানো হবে PSD2HTML। তাই যেকেও এই কোর্স এর মাধ্যমে PSD2HTML শিখতে পারবেন। যাদের এইচটিএমএল ও সিএসএস জানা আছে, তারা খুব সহজেই এই কোর্স এর মাধ্যমে PSD2HTML শিখে নিতে পারেন।
PSD2HTML চেইন কোর্স এ এখন পর্যন্ত সর্বমোট ২৫০০+ জন সাবস্ক্রাইব করেছেন। আপনার থেকে এই ব্যাপক পরিমাণ পেয়ে আমি সত্যি খুব খুশি! নিজেকে অনেক সৌভাগ্যমান মনে করছি আপনাদের এতো সারা পেয়ে। এত বিপুল পরিমাণ মানুষ আমার কোর্স এ ভর্তি হয়ে আমাকে নিয়মিত, মানসম্মত টিউন করার উৎসাহ যুগিয়েছেন। আপনাদের এতো সাপোর্ট এ আমি অনেক অনুপ্রাণিত হয়েছি।
কোর্স এর ঘোষণা করা টিউনটিতে ৭০০+ টিউমেন্ট হয়েছে, যা কিনা টেকটিউনস এর ইতিহাসে কোন টিউনে সর্বোচ্চ টিউমেন্ট!
আপনাদের অনেক ভালো এবং মানসম্মত কোর্স উপহার দিতে পারবো বলে আশা রাখছি এবং আপনাদের সর্বাত্তক সহযোগিতা কামনা করছি।
আগামী ২৬শে অক্টোবর রোজ শনিবার "হাতে ধরে PSD2HTML চেইন কোর্স" এর প্রথম পর্ব প্রকাশিত হবে। এরপর নির্ধারিত সময় পরপর নিয়মিত বাকি পর্ব গুলো প্রকাশিত হতে থাকবে।
হাতে ধরে PSD2HTML পুর্নাঙ্গ চেইন কোর্স এ আপনি ভর্তি হয়েছেন তো? না হলে ভর্তি হয়ে যান বিশাল কমিউনিটির এই চেইন কোর্স এ এবং নিজেকে ঝালাই করে নিন PSD2HTML এ!
কোর্স এ ভর্তি হতে এই টিউনটি দেখুনঃ
টেকটিউনস এ চালু হচ্ছে!! “হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স”!! সম্পূর্ণ ফ্রি করুন PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্স! সফল ও সঠিক ভাবে কোর্স সম্পন্নকারীরা পাবেন টেকটিউনস ভেরিফাইড সার্টিফিকেট!
নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার (ক্লিক করে আপনার ইমেইল দিন এবং ইমেইল থেকে ভেরিফাই করুন)
কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)
ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
প্রথম পর্বের অপেক্ষায় রইলাম।