“হাতে ধরে PSD2HTML পুর্ণাঙ্গ চেইন কোর্স” এ ব্যাপক সাড়া!! কোর্সে ভর্তি হয়েছেন ২৫০০ জনেও অধিক!! শীঘ্রই আসছে প্রথম পর্ব, আপনি ভর্তি হয়েছেন তো?

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি ও টেকটিউনস এর শুভাকাঙ্ক্ষী গণ...

বাংলাদেশে প্রথম বারের মত টেকটিউনস এ চালু হয়েছে অনলাইনে "হাতে ধরে PSD2HTML পুর্নাঙ্গ চেইন কোর্স" উক্ত কোর্সটির সাহায্যে আপনারা PSD2HTML সম্পুর্ন রূপে শিখতে পারবেন। যারা এই কোর্স টি সম্পন্ন করবে তারা পাবে একটি টেকটিউনস ভেরিফাইড সার্টিফিকেট।

উক্ত চেইন কোর্স টি সঠিক গাইড লাইন সহ পরিপুর্ন পরিকল্পনা সহ করা হবে, সুতরাং অর্ধেক অবস্থায় ফেলে যাওয়া বা মানহীন কোর্স হবার কোন সুযোগ নেই। একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে ধরে শেখানো হবে PSD2HTML। তাই যেকেও এই কোর্স এর মাধ্যমে PSD2HTML শিখতে পারবেন। যাদের এইচটিএমএল ও সিএসএস জানা আছে, তারা খুব সহজেই এই কোর্স এর মাধ্যমে PSD2HTML শিখে নিতে পারেন।

২৫০০+ জন ভর্তি হয়েছেন PSD2HTML কোর্স এ!

PSD2HTML চেইন কোর্স এ এখন পর্যন্ত সর্বমোট ২৫০০+ জন সাবস্ক্রাইব করেছেন। আপনার থেকে এই ব্যাপক পরিমাণ পেয়ে আমি সত্যি খুব খুশি! নিজেকে অনেক সৌভাগ্যমান মনে করছি আপনাদের এতো সারা পেয়ে। এত বিপুল পরিমাণ মানুষ আমার কোর্স এ ভর্তি হয়ে আমাকে নিয়মিত, মানসম্মত টিউন করার উৎসাহ যুগিয়েছেন। আপনাদের এতো সাপোর্ট এ আমি অনেক অনুপ্রাণিত হয়েছি।

কোর্স এর ঘোষণা করা টিউনটিতে ৭০০+ টিউমেন্ট হয়েছে, যা কিনা টেকটিউনস এর ইতিহাসে কোন টিউনে সর্বোচ্চ টিউমেন্ট!

আপনাদের অনেক ভালো এবং মানসম্মত কোর্স উপহার দিতে পারবো বলে আশা রাখছি এবং আপনাদের সর্বাত্তক সহযোগিতা কামনা করছি।

আগামী শনিবার আসছে প্রথম পর্ব!

আগামী ২৬শে অক্টোবর রোজ শনিবার "হাতে ধরে PSD2HTML চেইন কোর্স" এর প্রথম পর্ব প্রকাশিত হবে। এরপর নির্ধারিত সময় পরপর নিয়মিত বাকি পর্ব গুলো প্রকাশিত হতে থাকবে।

আপনি ভর্তি হয়েছেন তো?

হাতে ধরে PSD2HTML পুর্নাঙ্গ চেইন কোর্স এ আপনি ভর্তি হয়েছেন তো? না হলে ভর্তি হয়ে যান বিশাল কমিউনিটির এই চেইন কোর্স এ এবং নিজেকে ঝালাই করে নিন PSD2HTML এ!

কোর্স এ ভর্তি হতে এই টিউনটি দেখুনঃ

টেকটিউনস এ চালু হচ্ছে!! “হাতে ধরে PSD2HTML পূর্ণাঙ্গ চেইন কোর্স”!! সম্পূর্ণ ফ্রি করুন PSD2HTML এর পূর্ণাঙ্গ কোর্স! সফল ও সঠিক ভাবে কোর্স সম্পন্নকারীরা পাবেন টেকটিউনস ভেরিফাইড সার্টিফিকেট!


:arrow: নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার (ক্লিক করে আপনার ইমেইল দিন এবং ইমেইল থেকে ভেরিফাই করুন)

কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)

আমার টিউনার পাতা

ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম পর্বের অপেক্ষায় রইলাম।

Level 0

শনিবারের অপেক্ষায় রইলাম।

Level 0

খুবই ভালো উদ্যোগ। অনেক অনেক ধন্যবাদ।
তবে ক্লাশগুলোর মাঝে খুব বেশি বিরতি দিলে শিক্ষার্থীরা খেই হারিয়ে ফেলতে পারে।
তাই আপনার কাছে অনুরোধ র’লো, স্বাভাবিক গতিতেই ক্লাশ চালিয়ে যাবেন।

Level 0

Ekta Problem…
Ami to vorti hoyechilam but ekhono kono confermation mail pai nai, Why ??
Mail ID : [email protected]

Level 2

অপেক্ষায় রইলাম, গুরু । ভালো থাকবেন ।

Level New

ভাই এতদিন পরে হুঁশ হলো? তাও ভালো চিরদিনের জন্য হারিয়ে যান নি। 😀

    @Razu: মোটেও হারিয়ে যাই নি, যাবো ও না ইনশাল্লাহ 😀 আসলে ঈদ এর ছুটির কারণে একটু দেরি হয়ে গেলো।

Level 0

Bisoy ta jene valo laglo. aro valo lagbe jodi apnar post er ek copi amake and amader sobai k e-mail e send koren.
[email protected]

Level 0

কম্পিউটার লাভার apnar skype ID ta amar e-mail e send koren pls. 🙂

Level 0

Koto porber course hobe???

Level New

waitting for sonibar

অপেক্ষায় রইলাম নতুন কিছু শিখার জন্য।

Level 0

Waiting for SATARday!

    @omarhd: স্বাভাবিক নিয়মেই আসবে 😀 ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভকামনা রইলো।

opekkhay………….

    @sabbir ahmed: ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি এই অপেক্ষার মুল্য দিতে পারবো 🙂

ভাই কিছু মনে করবেন না। টিউন করলে করেন, এতো ভণিতার দরকার কি?

    @BotMaster H. WK: দুঃখিত…

    আসলে আমাদের সমস্যাটাই এখানে, ভালো কিছু পেতে আমরা একটু অপেক্ষা করতে পারি না। ধৈর্য ধরতে পারি না। আমি আমার পুর্ববর্তী টিউন গুলোতেও বলেছি, ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে।

    ভালো কিছু পেতে একটু সময় লাগে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।

      @কম্পিউটার লাভার: আপনাকে আমি আসলে কস্ট দিতে চাইনি। Don’t Mind! :mrgreen:

ভাই, যারা এই কোর্সে ভর্তি হইছেন তাদের স্বাগতম । কিন্তু আমার মতে এই কোর্স করার থেকে শুধূ HTML & CSS শেখাটাই বেশী সহজ হবে । আমি একবার PSD2HTML শিখতে গিয়ে বন্ধ করে HTML & CSS শিখেছিলাম । আমার শিখতে সময় লেগেছিল মাত্র ১২ দিন , তাও আলসেমি করে । আর HTML & CSS শিখলে আবার কষ্ট করে এই টা শিখে কী করবেন ? এই টা আমার মতে অনেক কঠিন । শূধূ HTML & CSS জানলেই এটা শেখা সম্ভব না । অঅরও অনেক কিছূ সম্পর্কে আপনাকে জানা লাগবে যেমন : সি ।

    @অরিন্দম পাল: ধন্যবাদ, কিন্তু আমি আপনার কথার কোন যুক্তি পেলাম না। আপনি হয়তো PSD2HTML জিনিসটা কি সেটাই জানেন না। শুধু এইচটিএমএল – সিএসএস জানলেই এটা শেখা সম্ভব। আর এটা মোটেও কঠিন কিছু না। ওয়েব ডিজাইন এর জগতে আপনি PSD2HTML না পারলে আপনার কোন ভেলু থাকবে না। এটা একদম বিগিনার কিন্তু অনেক প্রয়োজনীয় একটি জিনিস। এইচটিএমএল – সিএসএস শিখলেও এটা শেখার প্রয়োজন আছে। কারন এইচটিএমএল – সিএসএস এর সাহায্যে একটি মোকাপ থেকে একটি ওয়েব সাইট ডিজাইন করতে PSD 2 HTML জানা থাকতে হয়।

    ধন্যবাদ আপনাকে।

PSD2HTML পুর্নাঙ্গ চেইন কোর্সে টিউটিরিয়াল কি ইউটুবে ভিডিও আপলোড কবেন কি ? যদি আপলোড করেন তাহলে নতুনদের জন্য বুঝতে আরও সহজ হবে । আশা করি চেইন কোর্সে টিউটিরিয়ালগুলো ইউটুবে আপলোড করবেন ।

ভাই ২৬ তাং বলতে কি ১১টা ৫৯ মিনিট PM বুঝিয়েছেন? তারপরও ধন্যবাদ ।

Level New

ভাই শনিবার পেরিয়ে রোববার শুরু হল। অপেক্ষার পালা কি শেষ হবে না?

ভাই ভর্তি হতে চাই