আপনারা জানেন ব্লগারে কোন পেইজ তৈরি করলে, পেইজগুলো পোষ্ট পেইজের মতো দেখায় অর্থাৎ সাইডবার উইগেটগুলো বিদ্যমান থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে, আমরা এমন কিছু পেইজ তৈরি করতে চাই যেখানে সাইডবার ইউগেট গুলো, কমেন্ট বক্স, পোষ্ট লেবেল ইত্যাদি থাকবেনা, এবং পেইজটি হবে পূর্ণ প্রসস্থের। ধরুন, কন্টাকট পেইজ, প্রাইভেসি পলিসি, এডভারটাইজ পেইজ, টেবল অব কনটেন্ট পেইজ ইত্যাদি।
সাইডবার বিহীন ও পূর্ণ প্রসস্থের একটি পেইজ
ব্লগারে সাইডবার দুর করতে আপনাকে নিচের CSS code ব্যবহার করতে হবে।
#sidebar-wrapper {
display: none !important;
}
#midsidebar-wrapper {
display: none !important;
}
এজন্য যে CSS ব্যবহার করবেন তা হলো এরকম,
#main-wrapper {
width: 98%!important;
float: left;
margin: 0;
.post {
width:98%}
অন্যন্য অপ্রয়োজনীয় জিনিসগুলো দুর করতে নিচের CSS ব্যবহার করতে হবে।
.blog-pager, .post-header-line-1, .post-footer, .post-title, .post-labels, .post-icons, .post-author {
display: none !important; }
আপনি যে পৃষ্ঠায় সাইডবার দুর করতে চান, এবং পূর্ণ প্রসস্থের পেইজ বানাতে চান, সেই পেইজের এডিটরে যান। এজন্য ব্লগারের ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে pages ক্লিক করুন। তারপর সেই পৃস্ঠার edit এ ক্লিক করুন।
এখন, HTML tab ক্লিক করুন, এডিটরের সবার উপরে নিচের কোডগুলো পেষ্ট করুন।
<style type="text/css">
#main-wrapper {
width: 99%!important;
float: left;
margin: 0;
}
.post {
width:955px}
#sidebar-wrapper {
display: none !important;
}
#midsidebar-wrapper, .blog-pager, .post-header-line-1, .post-footer, .post-title, .post-labels, .post-icons, .post-author {
display: none !important;
}
</style>
উপরের টিউটোরিয়ালটি যারা নতুন ব্লগার বা জানতেননা তাদের জন্য। আপনাদের কাজে লাগলে, আমার লিখাটি সার্থক হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
সৌজন্যেঃ Blogger Tutorials
আমি আবদুল আউয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
দেখি কাজ করে কি না?