আমরা অনেকেই আমাদের সাইটে ফেইজবুক পেইজের লাইক বক্স লাগিয়ে থাকি।আচ্ছা কেমন হত যদি সরাসরি আমাদের আইডির ফলোয়ার বাটন লাগিয়ে নিতে পারি।ব্যক্তিগত ব্লগ ও সাইটের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।তাহলে আসুন দেখে নিয় কিভাবে এটি করব।
শুরুতেই চলুন একটি ডেমো দেখে নিয় এটি দেখতে কেমন হবে। 🙄 দেখতে এখানে ক্লিক করুন। তবে চাইলে আপনি অন্য ডিজাইন ব্যবহার করতে পারেন।
শুরুতেই আপনি আপনার ফেইজবুক আইডি লগ-ইন করুন।তারপর https://developers.facebook.com/docs/reference/plugins/follow/ এই ঠিকানায় যান।
এখান থেকে আপনি আপনার প্রোফাইলের url দিন।এবং পছন্দ মত ডিজাইন পছন্দ করুন।নিচে প্রিভিউ দেখে নিন।
এবার Get Code এ ক্লিক করুন।নিচের মত দেকবেন
এবার কোডগুলো আপনার সাইটে বসিয়ে সেভ করুন।
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।কোন সম্যা হলে কমেন্ট করে জানাবেন।
প্রথম প্রকাশ আমার ব্লগে।ভাল লাগলে ব্লগটি ঘুরে আসার দাওয়াত রইল।http://riyad21.blogspot.com/
আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল পোস্ট। আপনি এভারগ্রীন আইডিয়া তে লিখতে পারেন। http://www.evergreenidea.com