যেভাবে আপনার ব্লগে পারসেন্ট ভেলু ক্রুল গেজেট যুক্ত করবেন।সময়ের সেরা ওয়েভ গেজেট না দেখে মিস করবেন না।

শুরুতেই ডেমো দেখুন এখানে

প্রথমেই আপনার টেম্পলেট এর ব্যাকআপ নিয়ে নিন।
প্রথমে লগ-ইন করে ব্লগার ডেসবোর্ডে যান।তারপর Go to Template >> Edit HTML and search for the ]]></b:skin> tag.
তারপর নিচের কোডটুকু  ]]> </b:skin>  এই কোর্ডের  উপর  পেস্ট  করুন।

#scroll {
display: none;
position: fixed;
top: 0;
right: 20px;
z-index: 500;
padding: 3px 8px;
background-color: #2187e7;
color: #fff;
border-radius: 3px;
}
#scroll:after {
content: ” ”;
position: absolute;
top: 50%;
right: -8px;
height: 0;
width: 0;
margin-top: -4px;
border: 4px solid transparent;
border-left-color: #2187e7;
}

এবার </head> tag  এর পরে নিচের কোডটি পেস্ট করুন।(Tip: Make sure you paste the code between the ending </head> and opening <body> head tag.

<div id='scroll'></div>

সবশেষে </body>  লেখাটি খুঁজে বের করুন।এবং নিচের কোডটি এর উপর পেস্ট করুন।

<script type='text/javascript'>
/*<![CDATA[*/
var scrollTimer = null;
$(window).scroll(function() {
var viewportHeight = $(this).height(),
scrollbarHeight = viewportHeight / $(document).height() * viewportHeight,
progress = $(this).scrollTop() / ($(document).height() - viewportHeight),
distance = progress * (viewportHeight - scrollbarHeight) + scrollbarHeight / 2 - $('#scroll').height() / 2;
$('#scroll')
.css('top', distance)
.text(' (' + Math.round(progress * 100) + '%)')
.fadeIn(100);
if (scrollTimer !== null) {
clearTimeout(scrollTimer);
}
scrollTimer = setTimeout(function() {
$('#scroll').fadeOut();
}, 1500);
});
/*]]>*/
</script>

এবার আপনার টেম্পলেটটি সেভ করুন।ভাল লাগলে এবং কোন সমস্যা হলে আশা করি কমেন্ট করবেন।ধন্যবাদ।
আমার ব্লগটি ঘুরে আসার দাওয়াত রইল http://riyad21.blogspot.com/

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai kaz hoy nai..

ami nijei to bujhlam na problem ta koi. apni jeivabe direction disen thik sheivabei korsi but hoi nai…

    @soul_hacker: কোন জায়গায় ইরোর দেখাচ্ছে।দেখুন এটা পরীক্ষিত গেজেট।তারপর ও অনেক সাইটে কিছু সমস্যা হইতে পারে।আপনি কি কোড গুলো ঠিক জায়গায় বসাইছেন।যদি বলতেন যে কোড যায়গায় ইরোর তাহলে বুঝা যেত।আপনার সাইটটা কি? 🙂

na vai kono error dekhacche na..and ami thik motoi boshiyechi code.ar amr google er blogspot site..