আমার করা বলতে আমার ক্লায়েন্টের জন্য করা, আমার নিজের নয়। দেখুন গঠন মূলক মন্তব্য করলে খুশি হবো।
জেকয়েরি ইমেজ এ্যানিমেশন আমার সবসময়ই ভালো লাগে, আর এছাড়া একটি সুন্দর সিএসএস মেনু। কেউ কেউ হয়তো ভাবতে পারেন বামের মেনুটা জেকয়েরি দিয়ে, না এটি শুধু মাত্র সিএসএস দ্বারা। এছাড়া জেকয়েরি ইমেজ জুম অপশন ব্যবহার করেছি।
আর প্রথম পাতায় ছবির এ্যানিমেশনের জন্য আমার সবসময়ের প্রিয় http://nivo.dev7studios.com/
আমি সামির কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Freelancer web designer !
আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আপনি কোন সফটওয়্যার দিয়ে তৈরি করলেন তা তো বললেন নাহ !!!