হোস্টিং সেবা নিন নাম মাত্র মূল্যে

প্রথমেই সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা।আজ আপনাদের একটি শুখবর দিব । শুখবরটি হল বাংলাদেশে একটি হোস্টিং কোম্পানী নাম মাত্র মূল্যে হোস্টিং স্পেস দিচ্ছে।

বিস্তারিত নিচে

  1. Intel® Corei7 processors
  2. 16x CPU Based Server
  3. FFMPEG Support
  4. Guaranteed 99.99% Uptime
  5. 7x faster than any Quad core & Xeon Server
  6. LiteSpeed Server
  7. cPanel Version 11.25.0-STABLE
  8. Softaculous

visit the site for more information. click here

Level 0

আমি সোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজা পাইলাম টিউন টা পড়ে। অনেক informative টিউন। হাসবো না কাঁদবো?

আরেকটা কথা ভাই- http://billing.cyberxhost.com/ এর এই হাল কেন?
Critical Error
Could not connect to the database

এইসব দামী সার্ভার মনে হয় সবসময় কানেক্ট হয়না।
সস্তা হস্টিং এর এই হাল ই হয়।

    billing.cyberxhost.com টা আমি ঠিকমত সেট আপ দেইনি তাই কানেক্ট হয়নাই। ব্রাউজ করে দেখতে পারেন সব ঠিক আছে। order.cyberxhost.com

Level New

Shared Hosting offer গুলো ভাল। Reseller Hosting এর দাম টা বেশি মনে হল। আর পুরো টিউন টা আমার কাছে বিজ্ঞাপন মনে হয়েছে। দু:খিত এর জন্য 🙁

    আপনার কথা ঠিক আছে যে পোষ্টটি বিজ্ঞাপন মনে হয় কিন্তু আমি বিজ্ঞাপন হিসেবে দিতে চাইনি। রিসেলার হোস্টিং লাগলে বলবেন কম মূল্যে দেয়া যাবে। পোষ্টটি পরার জন্য ধন্যবাদ।

ভাইয়া হোস্টিং কি জিনিস। আমিতো ২ জিবি হোস্টিং জিতেছি, তাই জানতে চাইলাম। আর চিন্তা করছি কি করব এই হোস্টিং দিয়ে। কারণ কিছুই জানিনা এর সম্পর্কে।

    হোষ্টিং হল জায়গা।যার মাধ্যমে আপনি ওয়েব সাইট তৈরি করতে পারবেন।আর কি করবেন এ হোষ্টিং দিয়ে ? এর মাধ্যমে চাইলে আপনি এডসেন্সে ইনকাম করতে পারবেন।এর মাধ্যমে আপনি টেকটিউনের মত সাইটও বানাতে পারবেন। IT ভুবনে থাকবে আপনার নিজের জায়গা ও পরিচয়।আরো বিস্তারিত জানতে http://bn.jinnatulhasan.com/ এখানে ঢু মারতে পারেন।

    হোস্টিং কি?
    আপনার ওয়েবসাইটের জন্য আপনি যেই পি এইচ পি, এইচটিএমএল বা এ এস পি ফাইল লিখবেন সেগুলো অনলাইনে কোথাও রাখতে হবে যেখান থেকে আপনার দর্শণার্থীরা সহজেই সেগুলো দেখতে পারবেন। স্বাভাবিক ভাবেই, আপনি জানেন না ঠিক কখন তারা দেখতে চাইবে, সুতরাং ফাইল গুলো এমন একটা কমপিউটারে রাখতে হবে যেটি কিনা ২৪ ঘণ্টাই অনলাইনে থাকবে। শুধু তাই না, কমপিউটারটা এমন হতে হবে যাতে ইন্টারনেট সংযোগ যথেষ্ট উন্নত হবে। বাংলাদেশের ৪-৫ কিলোবাইট পার সেকেন্ড যদি হয়, তবেই সেরেছে!! এখন এমন একটা কমপিউটার না হয় যোগাড় করা গেলো, কিন্তু সে তো অনেক খরচের ব্যাপার! ২-৪ পাতার বায়োডাটা (কিংবা নন কমার্শিয়াল ফোরাম) দিতে এত খরচ কিভাবে বইবেন? সেখানেই আসে একদল মানুষের কথা যারা নিজেরা এইসব ব্যবস্থা করে দেয়। যেহেতু এরা আপনার ফাইল গুলোকে আদর -পরিচর্যা করছে সেহেতু এরা হলো হোস্ট। আর এরা যেই সেবা টা দিচ্ছে সেটাই হলো হোস্টিং সার্ভিস।
    সার্ভার
    হোস্টিং এর ব্যাপারে কথা বলতে গেলে শুরুতেই আসে সার্ভার শব্দটি। সার্ভার বলতে “সাদা কথায়” একটা সুপার কমপিউটার ( সাধারণ কমপিউটারেও সম্ভব কিন্তু ব্যয়বহুল) বুঝায়। এধরণের কমপিউটার সাধারণত বিশাল ডাটাসেন্টারে থাকে যেখানে বিশাল ডাটা স্টোরেজ থাকে (যেমন কয়েকশত টেরাবাইট বা এরকম)। এত বিশাল ব্যবস্থা থেকে আপনাকে একটা নির্দিষ্ট অংশ (বা ফোল্ডার ) দেয়া হয়। এভাবে অনেক ব্যবহারকারী একটা সার্ভারে ব্যবহার করলে সেটাকে শেয়ারড হোস্টিং সার্ভার বলা হয় (Shared Hosting Server)।
    এছাড়াও আছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ভার্চুয়াল ডেডিকেটেড সার্ভার এবং ডেডিকেটেড সার্ভার।
    আমার ওয়েবসাইট http://www.cyberxhost.com আমার কি হোস্টিং আছে?
    আমরা নতুনরা অনেকেই মনে করি ওয়েবসাইটের নামটাই হলো সব। কেউ কেউ ইনটারনেটের চটকদার ফ্রী ডোমেইনের বিজ্ঞাপন দেখে মনে করে “পেয়েছি এবার তাহলে একটা নিজের ওয়েব সাইট!” । ব্যাপারটা অনেকটা বাড়ির হোল্ডিং নাম্বার আর বাড়ি-র, মাঝে পার্থক্য। আপনি যেই বাড়িতে থাকেন সেটা হলো হোস্টিং এর সমার্থক; আর সেই বাড়ির নাম হলো ডোমেইন নাম।সুতরাং আপনি কোন ঠিকানা টাইপ করে ব্রাউজার দিয়ে যদি কোন পাতা দেখতে পান (এরর পেইজ বাদে) তাহলে বুঝতে হবে যে সাইট টা কোথাও হোস্ট করা হয়েছে।

Hosting niye kokhon kotha uthloi tokhon amar kichhu jiggasha achhe. apni nishchoi overselling hosting er shathe porichito. ami ekbar tader pallay porechhi, r porte chai na. apni apner ekdom last er offer tay bolechhen j unlimited space r bandwidth. But eta kivabe shomvob? apnar server er o to ekta nirdishto space achhe. Tahole unlimited bolte ashole kototuku bujhachche? ami ki okhane 100GB file store korte parbo r 100 jon user ki oi 100 GB er file namate parbe i mean 10000 GB bandwidth ki ami use korte parbo if i bye that UNLIMITED package?

a,i ekta notun website bananor cheshta korchhi jekhane onk space r bandwidth dorkar, tai jogesh korlam. R amar dorkar windows hosting. Linux use kori na.

thanks for this post.

    টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
    ভাই আমি আনলিমিটেড স্পেস দিতে পারব। আর আপনি জানতে চাইছেন যে ১০০জিবি ফাইল এবং ১০০০০ জিবি ব্যান্ডউইথ পাবেন কিনা?
    আপনি নি:সন্দেহে সবকিছু করতে পারবেন এবং ভিজিটর ফাইল ডাউনলোড করতে পারবে।

Level 0

অন্যদের তুলনায় দ্গিগুন বেশি দাম

    you r right অন্যদের তুলনায় দ্গিগুন বেশি দাম হাসবো না কাঁদবো

সস্তা দামে ভালো হোস্টিং পেতে ভিজিট করুন

http://www.bdwebsolutions.com

ধন্যবাদ ।

Level 0

রুমা আপনার মন চাইলে কাঁদতে পারেন। আর কারা এর চাইতে কম দামে হোস্টিং দেয় আমাকে কয়েকটা ঠিকানা দিন।

এইগুলা Techtunes ব্যান করবে না ।