আসসালামু আলাইকুম,
অনেক দিন পর লিখতে বসলাম। যাই হোক মনে হচ্ছে বিষয়টা অনেক মজাদার তাই না? আশলে তাই
আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ব্লগে আপনি আপনার ফেসবুক পেজের ফটো গ্যালেরি যুক্ত করবেন।
মনে রাখবেন এইটা শুধুমাত্র আপনার ফেসবুক পেজ ই হবে আপনার প্রোফাইল।
চলুন কাজ শুরু করি,
প্রথমে আপনার ব্লগারে প্রবেশ করুন
এইবার Template >> Edit HTML এ ক্লিক করুন
এইবার Ctrl+F চেপে </head> খুজে বের করুন
এইবার নিচের কোডগুলো </head> এর সামনে কপি করে পেস্ট করে দিন
<!– Alokitobd.org Jquery Facebook Gallery Plugin –>
<link media=”all” href=”http://fonts.googleapis.com/css?family=Shadows+Into+Light” rel=”stylesheet” type=”text/css” /><link media=”all” href=”https://googledrive.com/host/0B-vz7n1QSdEfWE1Wbmxtc2FYN1k” rel=”stylesheet” type=”text/css” />
<!– Scripts –>
<script type=”text/javascript” src=”http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js”></script><script type=”text/javascript” src=”https://googledrive.com/host/0B-vz7n1QSdEfRkNxSXVfYjlRU3c”></script>
<script type=”text/javascript” src=”https://googledrive.com/host/0B-vz7n1QSdEfUDFxcEpsM1ZSTjQ”></script>
<script type=”text/javascript” src=”https://googledrive.com/host/0B-vz7n1QSdEfaHU3dTFPallrU1E”></script>
<script type=”text/javascript” src=”https://googledrive.com/host/0B-vz7n1QSdEfUFhSTlNaaU5tTkE”></script>
<script type=”text/javascript” src=”https://googledrive.com/host/0B-vz7n1QSdEfeVlQNnBDZGhtXzQ”></script>
এইবার সেভ করুন
এইবার দ্বিতীয় ধাপ
প্রথমে http://findmyfacebookid.com/ তে ক্লি করে আপনার ফেসবুক পেজ আইডি টি পেস্ট করুন নিচের চিত্রের মতো
এইবার Lookup Numeric ID তে ক্লিক করলে আপ্নালে একটি নাম্বার দিবে ওইটা আপনার আইডি
এইবার আপনার ব্লগারে একটি পেজ তৈরি করুন যেই কোন নামে এবং নিচের কোডগুলো কপি করে পেস্ট করে দিন
<script>
$(document).ready(function ($) {
$(‘#FB_Album_Frame’).FB_Album({
facebookID: ‘Your-Page-ID‘,
responsiveGallery: false,
fixedWidth: 980
});
});
</script><div id=”FB_Album_Frame”></div>
এবং সেভ করুন
বিদ্রঃ Your-Page-ID তে আপনার ফেসবুকের নাম্বারিক আইডি টা বসান নইলে এটি কাজ করবে না
আমি Tanveer Sunny। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।