পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনার ব্লগে যুক্ত করে নিন কিছু আতশবাজির এফেক্ট

আসসালামু আলাইকুম,

আজ ২৮ শে রমজান আল্লাহর অশেষ মেহেরবানিতে সামনে আসছে ঈদুল ফিতর। তাই সকল ব্লগার ভাইদের ব্লগকে ঈদুল ফিতরের জন্য সাজিয়ে দিতে এলাম আবারও

জি হ্যাঁ আজ আমি আপনাদের শিখাবে কিভাবে আপনার ব্লগে jQuery Fireworks যুক্ত করবেন মানে আতশবাজি

তার আগে একটা ডেমো দেখে নিন এইখানে ক্লিক করে

এইবার তাহলে কাজ শুরু করা যাক

FireWorks-Effect-in-Blogger

প্রথমে আপনার ব্লগারে প্রবেশ করুন

এইবার Template >> Edit HTML >> এ ক্লিক করে CTRL+F চেপে ]]></b:skin> খুজে বের করুন।

এইবার নিচের কোডগুলো ]]></b:skin> এর আগে কপিকরে পেস্ট করে দিন

#mblfireworks{
display: block;
width: 1000px;
height: 735px;
float: center;
color:#6F6F6F;
text-align: center;
font-size:12px;
}
#mblfireworks a {
color:#6F6F6F;
}

এইবার আবার CTRL+F চেপে </body> খুজে বের করুন

এবং নিচের কোডগুলো </body> এর পিছনে কপি করে পেস্ট করে দিন

<div id=”mblfireworks”>  </div>

<script src=”https://mybloggerlab.googlecode.com/files/jquery-1.3.2.min.js” type=”text/javascript”></script>

<script src=”https://mybloggerlab.googlecode.com/files/fireworks.js” type=”text/javascript”></script>

<script>
/*Fire Works By alokitobd.org*/
jQuery(function($){
Xteam.fireworkShow(‘#mblfireworks’, 100);
});
</script>

এইবার সেভ করুন

ব্যাস কাজ শেষ

 

পোস্টটি সর্বপ্রথম এই ব্লগে প্রকাশিত হয়। সময় পেলে একবার ঘুরে আশবেন http://www.alokitobd.org/

ধন্যবাদ

Level 0

আমি Tanveer Sunny। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ctrl+f চেপে কোডটি কিভাবে খুজে বের করবো? একটু যদি বিস্তারিত বলতেন খুবি উপকৃত হতাম।
কারন এই বিষয়টি নিয়ে অনেক সমস্যায় আছি।

এটি কোন কঠিন কাজ নয়। প্রথমে আপনার ব্লগের Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন। এইবার আপনাকে যেই কদটি খুজতে বলা হয়েছে যেমন ]]> এই পুর কোডটি কপি করে আপনার থিমে গিয়ে CTRL ধরে F চাপুন দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সার্চ বক্স এসেছে ওইখানে ]]> এই কোডটি পেস্ট করে Enter চাপুন দেখবেন থিম এর মদ্ধে কোডটি চলে এসেছে এইবার উপরে জেইভাবে বলা আছে তা করুন

ধন্যবাদঃ ব্লগারদের জন্য বিশেষ সাইট http://www.alokitobd.org/ সময় পেলে ঘুরে দেখবেন

Level 0

https://www.techtunes.io/help-ask/tune-id/230429
এইটা দেখে কেউ আমাকে একটু সাহায্য করেন প্লীজ