আপনার ব্লগের লেভেলকে দিন CSS3 এফেক্ট

আমরা অনেকেই ব্লগার ব্যাবহার করি ব্লগিং করার জন্য। আর মাঝে মাঝে আমরা অনেকেই ডোমেইন কিনে ব্লগার এর মাধ্যমেই ওয়েবসাইত বানাই।

আর যেহেতু আমরা সকলে ব্লগার ব্যাবহার করি তাহলে আমাদের প্রয়োজন আমাদের আমাদের সাইটটা অনেক সুন্দর হওয়া

আর আলোকিত বিডি এমন একটি ব্লগ যেইখানে আপনি পাবেন আপনার ব্লগারকে সুন্দর করার তন্ত্র মন্ত্র

যাই হোক কাজ তাহলে শুরু করি

একটি কথা সবসময় মনে রাখবেন সাইট যত সুন্দর তত ভিজিটরও পাবেন

আজ আমি আপনাদের শিখাব কিভাবে ব্লগারের লেভেলকে CSS3 এফেক্ট দিতে হয়।

How-To-Customize-Label-Cloud-in-Blogger-With-CSS3-Hover-Effects

 

ঠিক উপরের ছবির মতো

 

প্রথমে আপনার ব্লগারে প্রবেশ করুন

এইবার Layout>>Add a Gadget >> Label সিলেক্ট করুন

Custom-Label-Cloud-Setting-For-Blogger

 

এইবার উপরে ছবির মতো সেট করুন এবং আপনার পছন্দের জায়গা মতো উইডগেটটি রাখুন

এইবার Template এ গিয়ে প্রথমে আপনার থিমটি Backup রাখুন

এইবার Edit HTML সিলেক্ট করে CTRL+F চেপে ]]></b:skin> খুজে বের করে নিচের কোডগুলো ]]></b:skin> এর সামনে কপি করে পেস্ট করে দিন

 

/*— alokitobd.org Custom Label Cloud With CSS3 — */
.Label a{
padding-left:20px;
background:#000;
padding:0 20px;
color:#fff!important;
border-radius:100px;
-moz-border-radius:100px;
height:32px;
line-height:32px;
text-transform:uppercase;
text-decoration:none;
border:none !important;
-webkit-transition:all .3s ease-in-out !important;t: 30pxt: 30px;
float:left;
margin-left:5px;
margin-top:5px;
font-size:14px; }

.Label a:hover{
color:#000 !important;
background:#ff0; }

 

 

#ff0 এর মাধ্যমে আপনার background এর কালার এবং 14px এর মাধ্যমে ফন্ট এর সাইজ বারাতে কমাতে পারবেন

 

এই পোস্টটি সর্বপ্রথম আমার ব্লগে প্রকাশিত হয়। সময় পেলে আমার ব্লগটি ঘুরে আশবেন।

ধন্যবাদ

Level 0

আমি Tanveer Sunny। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Great.. Go on 🙂

আপনার টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ। খুব সহজে ও সুন্দর করে লিখেছেন। আমি ও আমার ব্লগে এইটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম অনেক দিন আগে। আমার টায় অবশ্য আরো বেশ কিছু সি.এস.এস. কোড ব্যবহার করেছিলাম। ব্লগের সব ধরনের টিউটোরিয়াল পাবেন ঐখানে।

http://www.shinemat.com/2012/10/how-to-customize-bloggers-label-widget.html