সবাইকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ অনেক দিন পরে লিখতে বসলাম।
ওয়েব ডিজাইনের সাথে যারা মোটামুটি প্রফেশনালি অথবা নন - প্রফেশনালি জড়িত তারা তাদের ওয়েব সাইটেরব্যাকগ্রাউন্ডকে যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করেন। এটি সাধারনত একটি সিম্পল ইমেজের রিপিটেশানের মাধ্যমেএকটি টেক্সচার প্যাটার্ন ক্রিয়েট করা হয়। উদ্দেশ্য মূলত একটাই - সাইটের লোডিং টাইম কমিয়ে নিয়ে আসা।
এই কাজটি অনেকেই ফটোশপ বা তার মত বিভিন্ন এডিটরের সাহায্যে করে থাকেন। কিন্তু এখন এই গুরুত্বপূর্ন কাজটি করা যাবে অনলাইনে - রেপার দিয়ে
রেপার হচ্ছে এমন একটি ওয়েবওয়্যার বা অনলাইন সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার সাইটের জন্যে ব্যাকগ্রাউন্ড টেক্সচার তৈরি করতে পারবেন খুবই সহজে।
একে একে সচিত্র স্টেপগুলো তুলে ধরা হল -
পিক ইমেজ সেকশান থেকে আপনার পিসি থেকে আপনার মন মত একটি ছবি বেছে নিন।
আপনার ছবিতে সেখানকার বিল্টইন প্যাটার্ন মডিফিকেশান অপশনে গিয়ে প্যাটার্ন তৈরী শুরু করুন
প্যাটার্ন বদলাতে চাইলেএডিটরের প্যাটার্ন তৈরির বাক্সটি আপনার বর্তমান প্যাটার্নের উপর ক্লিক করলেই রেনডমলি প্যাটার্ন ক্রিয়েট হবে। ধরুন আপনি নাচের ছবির মত একটি প্যাটার্ন রেডি করলেন এবং এখন আপনি এই প্যাটার্নটি চেঞ্জ করতে চাইছেন।
খুব সহজেই আপনি এটি চেজ্ঞ করতে পারবেন। আপনি আপনার এডিটরের সেই ছোট্ট বক্সটিকে আপনার বর্তমান প্যাটার্নের উপর ক্লিক করলেই নিচের মত প্যাটার্র রেডী হয়ে যাবে।
প্যাটার্নটি আপনার মন মত ফাইনাল লুক পাওয়ার পরেই সেখানে দেয়া লিংক থেকে আপনি আপনার ডিজাইন করা প্যাটার্নটি ডাউনলোড করে নিতে পারবেন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
কামের চিজ । ধইন্যা …..