সুপ্রিয় টেক টিউন্স ভাইয়েরা,
কেমন আছেন, এখন মাহে রমজান চলছে। শরীর বেশ দুর্বল লাগছে। কিন্তু তবু ও লিখছি।
আমি একটি প্রফেশনাল ই-কমার্স শুরু করার জন্য আন্তজার্তিক মানের একটি ডোমেন এবং হোষ্টিং কিনব। গুগলে সার্চ করে দেখলাম godaddy.com এর রিভিউ অনেক ভাল। আমার বেশ পছন্দ হয়েছে। ডলার আছে। কেনার জন্য পেপাল এবং পাইওনিয়ার মাষ্টার কার্ড ও আছে। সমস্যা নাই। আমি তো ওয়েব ডিজাইনার না তাই আমি আপানাদের কাছে সাহায্য চাচ্ছি। আমি ওখানে বিভিন্ন ধরণের ডলার দেখলাম কোনটা আমার দরকার বুঝতে পারছি না। আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটের মালিক তারা হইত এ বিষয়ে অনেক দক্ষ।
আমি godaddy এর আলটিমেট প্লান টি নিতে চাচ্ছিলাম। মোট কত ডলার খরচ হবে, সেটাই বুঝতে পারছি না। আমি ডোমেইন+হোষ্টিং একত্রে কিনব। আমার মোট কত খরচ হবে এটা যদি কেউ বলে দিতেন সেটা অনেক উপকার হতো।
SSL Certifacate টা কি এবং কি কারণে এটা প্রয়োজন সেটা একটু খুলে বলবেন।
Ultimate টা নিতে চাচ্ছি। দাম যাই হোক ব্যাপার না। Premium DNS টা কি সেটাও একটু বলবেন। আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমি নিজে কিছু্ জানিনা তাহলে এট বড় কাজে হাত কেন দিচ্ছি? এর উত্তর আমি ডোমেইন এবং হোষ্টিং কিনে Odesk থেকে পুরো সাইট তৈরী করে নিব। অনেকটা amazon.com এর মত হবে। আমি এলাকা ভিত্তিক না করে আন্তজার্তিক মানের করব। মূলধন প্রস্তুত আছে। আমি শুরুতে 1-2 বছর এর জন্য ওয়েবসাইট করতে চাচ্ছি। পরে অবস্থা বুঝে রিনিউ করব। সুতরাং শুধু সাইট দরকার। আমি godaddy.com এ বেশ কয়েকবার ভিসিট করলাম। সেখানে ডোমেইন এবং হোষ্টিং এর দাম সম্পর্কে জানলাম। কিন্তু একটা ডোমেইন+Ultimate hosting= কত ডলার খরচ হবে তা বুঝতে পারছি না।
আমি আপনাদের সবই খুলে বললাম। এখন আমার উত্তর গুলো প্রয়োজন। আপনারা কষ্ট করে http://www.godaddy.com এ ভিসিট করে মোট খরচের হিসাব টা আমাকে একটু জানাবেন প্লিজ। সাইটের ব্যাপারে আমি বেশ কড়া। নিজে ও মোটামুটি SEO জানি। সুতরাং নিজের পরিসরকে আর ছোট করে রাখতে চাই না। Odesk এ আমার Payment Method Verified
আছে। আশা করি কোন সমস্যা হবে না। যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা আমাকে হেল্প করেন।
ও টাকার উৎস হচ্ছে Odesk। আমি গত দুই দিনে 252 ডলার আয় করেছি।
আমি কিন্তু Odesk এ বেশিদিন না। 10 -11 দিন মাত্র। গুগল এ্যাডসেন্স করতাম। কিন্তু এটা আমার বিষয় না। আমার টাকার উৎস টা শুধু বোঝালাম। তাছাড়া মুলধন আরো আছে।
আমার মুল বিষয় প্রফেশনাল মানের সাইটের দিকে আগানো।
তাই আপনারা godaddy ভিসিট করে আমাকে দামটা সম্পর্কে একটু অবগত করুন।
আমার সাথে ফ্রিলাসিং বিষয়ে নতুনরা কথা বলতে পারেন। আমি পারলে হেল্প করব। আমার Skype Address--- shahriat4//////[email protected]
আর লিখতে পারছিনা। সাইট সম্পর্কে আপনাদের যাবতীয় উপদেশ গ্রহণ করব। অভিজ্ঞতা মুলক কমেন্টস করুন। বাংলাদেশে আছে এরকম বিভিন্ন ই-কমার্স সাইট সম্পর্কে কোন অভিজ্ঞতা থাকলে লিখতে ভূলবেন না। এটা আমার সাইটের অনেক কাজে লাগবে। বাংলাদেশে ই-কমার্সের সমস্যা গুলো ও তুলে ধরতে পারেন। আমি আপনাদের সমস্ত সমস্যা শুনতে রাজী।
দয়া করে ডোমেইন+হোষ্টিং এর মোট দামটা লিখতে ভূলবেন না।
এ্যাডমিন কে অনুরোধ পোষ্ট পি মুছে দিবেন না।
আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Apnar ei package Kinte 8000 taka cost porbe..amio kalke eta kinchi..SSL mane ekhane transection secured thakbe. ar primium domain control access paben.Ar sathe virus scanner o paben.