ব্লগারের সাজসজ্জা (পর্বঃ০৩) :: যুক্ত করে নিন একটি সুন্দর Scroll Bar আপনার মনের মত কালার দিয়ে

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগে একটি সুন্দর কালারফুল Scroll Bar যুক্ত করবেন। এটি আপনার ব্লগকে করে তুলবে আরও সুন্দর। আপনি আপনার নিজের মত কালারও যুক্ত করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে যুক্ত করতে হয়।

প্রথমে Blogger Dashboard/Template/Edit HTML -এ যান।
Ctrl+F ধরে সার্চ করুন

]]></b:skin>

তারপর এর ঠিক উপরে নিচের কোডটি Paste করে দিন।

/*-----------Stylish Scroll Bar Starts-----*/
::-webkit-scrollbar
{
background:#fff;
width:8px;
}
::-webkit-scrollbar-thumb
{
-webkit-box-shadow: inset 0 0 6px rgba(0, 0, 0, 0.5);
background-image: -webkit-linear-gradient(top, #A9A9A9 10%, #A9A9A9 51%);
}
::-webkit-scrollbar-track {
}
/*-----------Stylish Scroll Bar Ends-----*/

এখানে #A9A9A9 এর দুই জায়গায় আপনার পছন্দ মত আপনার ব্লগের সাথে মানানসই কালার যুক্ত করে দিন। তারপর Save Template এ ক্লিক করে Save করে নিন। তাহলে যুক্ত হয়ে গেল আপনার ব্লগে একটি সুন্দর Scroll bar. দেখেন তো এইবার আপনার ব্লগে যেয়ে কেমন হল ?

আমার ব্লগ
ফেসবুকে আমি ।।।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

all browsers doesn’t support…………….(like firefox,ie,,,only chrome and safari)